বুধবার, ২৮ মে, ২০১৪

জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ সেনাবাহিনী, ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তি রক্ষা অপারেশনের (UNPSO) অংশ হিসাবে একাধিক দেশে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। ১৯৮৮ সালে সর্বপ্রথম দুটি অপারেশনে অংশগ্রহন করে,একটি হল ইরাক UNIIMOG এবং নামিবিয়া UNTAG।[১] এই সময় তৎকালীন সরকার প্রধান ছিলেন, লেফটেনেন্ট জেনারেল হুসেন মুহাম্মদ এরশাদ এবং ১৯৮৮ সালে UNIIMOG সঙ্গে প্রথমবার এই পদক্ষেপ নেন।
উপসাগরীয় যুদ্ধ্বের সময় UNIKOM যান্ত্রিক পদাতিকবর্গ বাহিনীর অংশ হিসাবে কুয়েত এবং সৌদি আরব বাংলাদেশ সেনাবাহিনীর (আনুমানিক ২১৯৩ জন) পাঠানো হয়েছিলো। তারপর থেকে, বাংলাদেশ সেনাবাহিনী UNPKO অলশ হিসাবে প্রায় পচিঁশটি দেশে ত্রিশটিরও বেশি মিশনে অংশ গ্রহন করেছে।[২] যে সকল দেশের মিশনে বাংলাদেশ অংশগ্রহন করেছে এর মধ্যে রয়েছে, নামিবিয়া, কাম্বোডিয়া মধ্যে, সোমালিয়া, উগান্ডা, রুয়ান্ডা, মোজাম্বিক, প্রাক্তন যুগোস্লাভিয়া, লাইবেরিয়া, হাইতি, তাজিকিস্তান, পশ্চিম সাহারা, সিয়েরা লিয়ন, কসোভো, জর্জিয়া, পূর্ব তিমুর, কঙ্গো, আইভরি ডি ইভয়ার এবং ইথিওপিয়া
সেপ্টেম্বর ২০১০ পর্যন্ত, বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা অংশগ্রহন করেছে, বিশ্বব্যাপী প্রায় ১০,৮৫৫ জন (সামরিক এবং আইন প্রয়োগকারী) জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর আওতায় বিভিন্ন দেশে কর্মরত ছিলেন। [৩][৪]

শান্তিরক্ষা বাহিনীতে অবদান ও স্বীকৃতি

জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের মোট অষ্টআশি জন শান্তিরক্ষি বাহিনীর সদস্য জীবন হারিয়ে আছে, এদের মধ্যে চুরাশি জন বাংলাদেশ সেনাবাহিনীর, ১ জন বাংলাদেশ নৌবাহিনী এবং তিন জন ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য ছিলেন।[৫] নামিবিয়ায় UNTAG বাংলাদেশ বাহিনীর নেতা লেফটেনেন্ট কর্নেল মোঃ ফয়জুল করিম উইন্ডহোক, নামিবিয়া ১৯৮৯ সালে মারা যান। তিনি ছিলেন শান্তিরক্ষা মিশনে অংশগ্রহনকারী প্রথম বাংলাদেশী অফিসার যিনি বিদেশে মিশন যারা মারা যান।
বিভিন্ন মিশনে বাংলাদেশ বাহিনীর অবদানকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে এবং বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কমান্ডার এবং সিনিয়র সামরিক লিয়াজোঁ অফিসার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে, শান্তিরক্ষা সম্প্রদায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সফলতা ক্রমবর্ধমানভাবে বেড়েই চলছে।[২]
জানুয়ারী ২০০৪ সালে বিবিসি বাংলাদেশে জাতিসংঘের ফোর্সকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মজ্জ্বা হিসাবে বর্ণনা করেছে।[৬]
জহুরুল হক হল।
















 

সোমবার, ২৬ মে, ২০১৪

পিসি থেকে যে কোনো সাইট ব্লক করে দিন (সফটওয়্যার ছাড়াই)


আমরা যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করছি তারা প্রত্যেকেই জানি ইন্টারনেটে কিছু উল্টা-পাল্টা সাইট আছে যা সুস্থ মস্তিষ্ক বিকাশের পথে বিরাট বাঁধা।আপনার যদি ছোট ভাই থাকে তবে আপনি নিশ্চয়ই চাইবেন আপনার প্রিয় ভাইটি যাতে ইন্টারনেটের সব কুপথে না বিচরণ করে।আমার যদিও ছোট ভাই নেই।তবে আমি
অন্য আরেকটি পদ্ধতিতে এর স্বদ্যবহার করিয়া থাকি। :P মাঝে মাঝে ফ্রেন্ডের পিসি থেকে এসব আজাইরা সাইট ব্লক মাইরা দেই।বেচারা তো আর কাউরে কইতে পারে যে আমি সব সাইটেই ভিজিট করতে পারি কিন্তু শুধু এই এই সাইটে ভিজিট করতে পারি না।নেট আমার হাতের নাগালে থাকে বিধায় সাইবার ক্যাফেতে যাওয়া হয় না।বোধ করি সাইবার ক্যাফে বসা হইলে এই স্বদ্যবহার করিতাম।

  • প্রথমে Start মেনু থেকে Run অপশন সিলেক্ট করে C://windows/system32/drivers/etc/hosts লিখে Enter চাপুন বা Ok বাটনে ক্লিক করুন।

  •  এবার নিচের ছবির মতোই একটি বক্স আসবে সেখান থেকে Notepad সিলেক্ট করুন।
  •  NotePad ওপেন হলে 127.0.0.1 পাশে Local Host লেখার জায়গায় যেই সাইটি ব্লক করতে চান সেটার Address লিখুন।
  •  আপনি যদি একাধিক সাইট ব্লক করতে চান তবে 127.0.0.1  এর নিচেই 127.0.0.2 লিখে নিচের ছবির মতই ২য় সাইটটির Address লিখে Ctrl+S চাপুন বা Save করুন।
  • কাহিনী খতম! এবার ব্রাউজার ওপেন করে ব্লক করা সাইটে ভিজিট করতে গেলেই নিচের ছবির মত লেখা আসবে।
    Mozilla FireFox এ এরকম দেখাবে।
Google Chrome এ

ব্লক রিমুভ করতে চাইলে আগের মতই Start >Run > C://windows/system32/drivers/etc/hosts > NotePad এ গিয়ে ব্লক করা সাইট গুলো রিমুভ করে Save করে দিন।ব্লক রিমুভ হয়ে যাবে।

খুব সহজেই ফটোস্কেপ দিয়ে ইমেজ স্লাইডার তৈরী করুন


ফটোশপ দিয়ে ইমেজ স্লাইডার তৈরী করা বেশ জটিল ও সময় সাপেক্ষ।আবার অনেকেই ফটোশপ দিয়ে কাজ করতে স্বাছন্দ্যবোধ করে না।যদিও ফটোশপই সর্বসেরা ও বস!ফটোশপ দিয়ে ইমেজ স্লাইডার তৈরী করতে যাদের কঠিন মনে হয় তাদের জন্য এই পোস্ট।ছোট-খাট একটা ইমেজ এডিটর ‘Photoscape’ দিয়ে খুব সহজেই আপনি ইমেজ স্লাইডার তৈরী করতে পারেন।

প্রথমেই ফটোস্কেপ সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।এখান থেকেঃ
কম্পিউটারে ইনস্টল করে ওপেন করুন।নিচের ছবির মত একটা উইন্ডো আসবে।সেখান থেকে
“Animated GIF” এ ক্লিক করুন।
এবার ডান পাশের সাইডবারের উপরে ‘Add’ অপশনে ক্লিক করুন।তারপর ড্রপডাউন মেনু থেকে ‘Add a Photo’ তে ক্লিক করুন।
এবার আপনার যে কয়টি ইমেজ স্লাইডারে যোগ করতে চান সেগুলো সিলেক্ট করুন।এক সাথে অনেকগুলো ফটো সিলেক্ট করতে কী-বোর্ডের Ctrl বাটন চেপে ধরে মাউস দিয়ে সিলেক্ট করতে থাকুন।সিলেক্ট করা শেষ হলে ‘Open’ বাটনে ক্লিক করুন।
স্লাইডারে ইমেজযুক্ত হয়ে গেছে।এবার স্লাইডারে কিছু Effect দেওয়া যাক।Default ভাবে ‘No Effect’  সিলেক্ট করা থাকে।ডান পাশের সাইডবারে ‘Change Effect’ অপশনে ক্লিক করুন।বিভিন্ন ইফেক্ট এর ড্রপডাউন মেনু আসবে।আপনার পছন্দের ইফেক্ট সিলেক্ট করুন।
স্লাইডারের ইমেজগুলো একটা নিদির্ষ্ট সময় পরপর আসতে থাকে।Default ভাবে ০.৯০ সেকেন্ড পরপর একটার পর একটা ইমেজ আসবেআপনি চাইলে এটা পরিবর্তন করে বাড়াতে বা কমাতে পারেন।ডানপাশের সাইডবারে “Change Time” অপশনে ক্লিক করুন।নতুন একটা উইন্ডো ওপেন হবে।সেখানে স্লাইডারের সময় টাইপ করে দিন।
স্লাইডারের ইমেজগুলোর সাইজ বাড়াতে বা কমাতে পারেন।নিচের ছবিটা দেখুন।বাটনটি ডান-বাম পাশে মুভ করে বাড়াতে/কমাতে পারবেন।
এবার আর কিছু বলব না।নিচের ছবিটা অনেকটা ইনফো গ্রাফিক্সের মতই। :D দেখলেই কাজ বুঝতে পারবেন।
আপনার ইমেজ স্লাইডার তৈরী হয়ে গেছে অনেক আগেই।এবার এটাকে সেভ করে ফেলতে পারেন।:P সেভ করতে ডানপাশের সাইডবারে উপরে ‘Save’ বাটনে ক্লিক করুন।মিনি একটা উইন্ডো আসবে।‘Yes’ বাটনে ক্লিক করুন।

আপনার ইমেজ স্লাইডারটি কোথায় সেভ করবেন তার ঠিকানা দেখিয়ে দিন।সেভ টাইপ অবশ্যই .Gif রাখবেন।কোনো পরিবর্তন করবেন না।
কিছুক্ষণ অপেক্ষা করুন।আপনার ইমেজ স্লাইডার সাকসেসফুলি তৈরী! :D
কয়েকটি ফটোস্কেপ দিয়ে তৈরী ইমেজ স্লাইডার দেওয়া হলঃ
 ডেমোঃ


ফটোশপ দিয়ে টেক্সটের মাঝে ইমেজের এফেক্ট দিন !


ফটোশপ দিয়ে ইমেজ কে টেক্সটে রুপান্তর করা যায় এটা অনেকেই জানেন।আজ দেখাবো কিভাবে টেক্সটের মাঝে ইমেজের এফেক্ট দেওয়া যায়।খুব সহজ এটা।একবার চেষ্টা করলেই পারবেন।কাজ শুরুর আগে একটা পার্থক্য দেখে নিনঃ


  • প্রথমে ফটোশপে আপনি যেই ইমেজের এফেক্ট টেক্সটে দিতে চান সেটা Open করুন।আমি লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা বিখ্যাত লাস্ট সাপারের চিত্রটা নিয়েছি।এবার আপনার ওপেন করা ইমেজটির একটি Duplicate  Background তৈরীর জন্য কী-বোর্ডে Ctrl+J বাটন প্রেস করলে দেখবেন ফটোশপের লেয়ার প্যানেলে Layer 1 নামে একটি ডুপলিকেট ব্যাকগ্রাউন্ড তৈরী হয়েছে। 



  • এবার Layer Panel এ গিয়ে Create a new Layer বাটনে ক্লিক করে Layer 2 নামে নতুন একটি লেয়ার নিন। 

  • এখন Layer 2 কে Drag করে Layer 1 এর নিচে নামিয়ে আনুন।


  • Layer 2 সিলেক্ট করে ফটোশপের Edit মেনু থেকে Fill অপশনে ক্লিক করুন।অথবা কী-বোর্ডে শর্টকাটের জন্য Shift+F5 চাপুন।


  • এবার একটি নতুন উইন্ডো আসবে সেখানে Contents Use: White সিলেক্ট করুন।

  • Layer Panel এ দেখুন Layer 2 এর ব্যাকগ্রাউন্ড সাদা দেখাচ্ছে।এখন Layer 1 সিলেক্ট করুন।

  • এখন Foreground Color: white সিলেক্ট করুন।তারপর Type Tool সিলেক্ট করে আপনার টেক্সট লিখুন।আমি এখানে THE LAST SUPPER লিখেছি।আপনার লেখা টেক্সটে উপযুক্তভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য কী-বোর্ডে Ctrl+T চেপে মাউস দিয়ে টেক্সটের উপরে-নিচে বা ডানে-বামে টেনেটুনে ঠিকভাবে সেট করুন। সেট করার ঠিক হলে মেনুবারের নিচে টিক চিহ্নতে ক্লিক করুন।

  • Text Layer কে Drag করে Layer 1 এর নিচে নিয়ে আসুন।

  • কাজ প্রায় শেষ পর্যায়।আর একটুখানি ধৈর্য ধরুন। :) এখন Layer 1 সিলেক্ট করে মেনুবার থেকে Layer মেনু থেকে Create Clipping Mask অপশনে ক্লিক করুন।


  • খেল খতম! আপনার টেক্সটে ইমেজের এফেক্ট পড়েছে :D

আপনার ইমেজ যত সুন্দর হবে টেক্সটে তার এফেক্টও ততোই আকর্ষনীয় হবে তাই সুন্দর ইমেজ সিলেক্ট করে টেক্সটে বসিয়ে দিন। :) 

ফটোশপ প্লাস্টিক টেক্সট এফেক্ট টিউটোরিয়াল


অনেকদিন পর ব্লগ লিখতে বসলাম।হরতাল-অবরোধ সব জায়গায় চললেও ব্লগ লেখায় কোনো অবরোধ নেই।থাকলে বোধ হয় আজকে আর লেখা হত না।তবে বলা যায় না, ডিজিটাল যুগ তো, ব্লগ অবরোধও এক সময় চালু হবে। :D সব ব্লগ সাইটে কালো ব্যাকগ্রাউন্ডে লাল রঙয়ে লেখা থাকবে
 'হরতাল/অবরোধ সফল করুন' উদ্ভট চিন্তা দূরে থাক,মূল কথায় আসা যাক। ফটোশপ দিয়ে বিভিন্ন রকম Text Effect তৈরী করা যায়।সেই রকমই একটি টেক্সট এফেক্ট হল 'প্লাস্টিক টেক্সট এফেক্ট' এতে টেক্সট এখতে অনেকটা প্লাস্টিক দিয়ে মোড়ানো মনে হবে।তো চলুন শিখে নেওয়া যাক।

Final Result of PS Plastic Text Effect


প্রথমে ফটোশপ ওপেন করে File থেকে New তে বা শর্টকাট কী-বোর্ডে Ctrl+N চেপে নতুন একটি ডকুমেন্ট নিন।ডকুমেন্টের width ও Height আপনার সুবিধা মত নিন।

এবার ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালো করার জন্য Foreground Color কালো সিলেক্ট করতে হবে।তারপর কী-বোর্ডের Alt+Backspace এর সাথে চাপুন। 
এবার ডকুমেন্টটির ব্যাকগ্রাউন্ড কালো হলে Type Tool সিলেক্ট করে আপনার টেক্সটটি লিখুন।যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো তাই সাদা রঙ ব্যবহার করে টেক্সট লেখা হয়েছে।
এবার Right Sidebar এ Layer এর নিচে Add a Layer Style বাটনে ক্লিক করুন।
নতুন একটি উইন্ডো ওপেন হবে।সেখান থেকে Color Overlay সিলেক্ট করুন।
এবার আরেকটি উইন্ডো ওপেন হবে।নিচের স্ক্রিনশটে মার্ক করা স্থানটিতে ক্লিক করুন।
এখন আরেকটি উইন্ডো আসবে।নিচের চিত্রের মত Overlay Color সিলেক্ট করতে পারেন।অথবা আপনার পছন্দের কোনো রঙ বেছে নিতে পারেন। সিলেক্ট করার পর Ok বাটনে ক্লিক করুন।
সবকিছু ঠিক মত করা হলে আপনার টেক্সটটির বর্তমান অবস্থা নিচের চিত্রের মত হবে।
  আবার Add a Layer Style এ ক্লিক করে Inner Glow অপশনটি সিলেক্ট করুন।
Inner Glow সিলেক্ট করার পর নতুন একটি উইন্ডো আসবে।নিচের মত মার্ক করা অপশনগুলো পরিবর্তন করুন।
পুনঃরায় Add a layer Style বাটনে ক্লিক করে Bevel and Emboss সিলেক্ট করুন।
এবার নতুন একটি উইন্ডো আসবে।নিচের চিত্রের মত Gloss Contour বাটনে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু আসবে।সেই মেনুর ডান পাশে একটা ইন্ডিকেটর আছে।সেখানে ক্লিক করুন।আরেকটি মেনু ওপেন হবে।এবার Contours অপশনটি সিলেক্ট করুন।

এবার একটা নতুন বার্তা আসবে।সানন্দে Append বাটনে ক্লিক করুন।

এবার Gloss Contour বাটনে আবার সিলেক্ট করে ড্রপডাউনটি ওপেন করে Ring Triple অপশনটি ডাবল ক্লিক করে সিলেক্ট করুন।

এবার Bevel and Emboss স্টাইলে নিচের স্ক্রিনশটে মার্ক করা অপশনগুলোর মান পরিবর্তন করে নিন। 

সব ঠিকঠাক থাকলে আপনার টেক্সট নিচের চিত্রের মত দেখাবে।তবে ইহাই শেষ নয়।পথ আরও বাকি আছে। :D

এখন Bevel and Emboss স্টাইলের নিচে সাবমেনু Contour আছে।সেটা সিলেক্ট করুন।তারপর Contour Elements হিসেবে Shallow Slope-Valley সিলেক্ট করুন।
এবার Range 75% পর্যন্ত বাড়িয়ে Ok বাটনে ক্লিক করুন।

কী-বোর্ডে Ctrl+D চেপে Layer কপি করে রাখুন।(সাবধানতা)
 এবার পুনঃরায় অরিজিনাল লেয়ার সিলেক্ট করে Add a layer style বাটনে ক্লিক করে Stroke অপশনটি সিলেক্ট করুন।

নতুন উইন্ডো ওপেন হবে।সেখানে Structure size 06 px সিলেক্ট করুন।Color বাটনে ক্লিক করে কালার কোড বসিয়ে নিচের চিত্রের মত পরিবর্তন করে Ok বাটনে ক্লিক করুন। 

পুনঃরায় Bevel and Emboss স্টাইলের সাবমেনু Contoue এ গিয়ে Structure Style: Stroke Emboss ও Gloss Contour: Shallow Slope-Valley সিলেক্ট করুন।

সর্বশেষ কাজ, Shading Opacity: 40% সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন। 

ফটোশপ প্লাস্টিক টেক্সট এফেক্টঃ

আপনাদের সুবিধার জন্য সোর্স ফাইল দিয়ে দিলাম।নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে .psd ফাইল ডাউনলোড করে নিতে পারেন।