বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

সেরা দশটি ফন্ট গ্রাফিক্স ডিজাইনারদের জন্য



২০১৩ সালে অনেক সুন্দর সুন্দর ফন্ট বের হয়েছিল। সেই সব ফন্ট গুলোর মধ্যে দশটি ফন্ট লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, প্রিন্ট ডিজাইন এর জন্য আমার কাছে সবচেয়ে সুন্দর ও উপযুক্ত মনে হয়েছে। প্রত্যেকটা গ্রাফিক্স ডিজাইনারের ই এইগুলো দেখা উচিৎ। যারা নতুন গ্রাফিক্স ডিজাইন করছে বা শিখছে তাদের ও এই ফন্ট গুলো সংগ্রহে রাখা উচিৎ। এই ফন্ট গুলো সবাই তাদের পরবর্তী কাজ গুলোতেও ব্যবহার করতে পারবে।
এখানে সেই দশটি ফন্ট এর একটি সংগ্রহ ছবি সহকারে দিয়ে দিয়েছি। সবাই তা বিনামুল্যেই ডাউনলোড করে নিতে পারবেন (ফাইল গুলো 4shared.com এর মাধ্যমে শেয়ার করা।) এই সব ফন্ট গুলো বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল নেটওয়ার্ক থেকে সংগ্রহ করা হয়েছে। আমি আশা করছি এইগুলো সবার ই ভাল লাগবে। এই টি আমার ওয়েব সাইট এর প্রথম পোস্ট, আশা করছি পরবর্তিতে আরও নতুন নতুন ফন্ট এর ডাউনলোড লিঙ্ক দিতে পারব।
Versa
Versa
Urban-Jungle
Urban-Jungle
Sail-Away
Sail-Away
opium
Opium
Multicolore
Multicolore
Graffiti
Graffiti
Echinos-Park
Echinos-Park
Dude
Dude
Carton Six
Carton Six
Airbag
Airbag

পরিবর্তন করুন আপনার Android ডিভাইস এর Boot Animation কিংবা Boot Logo




আমরা যারা এন্ড্রয়েড ডিভাইস ইউজ করছি তারা অবশ্যই খেয়াল করে দেখেছেন ডিভাইস অন এবং অফ যখন হয় তখন আপনার মোবাইল কোম্পানি কিংবা অপারেটর এর লোগো কিংবা এনিমেশন দেখায় যা কিনা  Boot Animation নামে পরিচিত। অনেকে দেখা গেছে এই এনিমেশন টা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন এবং পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো কিংবা অন্য কোন কোম্পানি বা ডিভাইস এর লোগো ইউজ করতে চান Boot Animation এ। এছাড়াও যেহেতু এন্ড্রয়েড কাস্টমাইজেশন করছেন সুতরাং এটাও চলুন কাস্টমাইজ করে নেই।  আজ আমি দেখাবো কিভাবে করবেন এই কাজ টি এবং দেখে নিন কিভাবে ওয়ালটন কিংবা সিমফোনি এর এনিমেশন পালটিয়ে নেক্সাস,জেলি বিন অথবা কিটকেট এর এনিমেশন লাগাবেন।


উপরের ছবির মতো আপনিও করে নিতে পারবেন আপনার ডিভাইস এর বুট এনিমেশন।
কিভাবে করবেন?
প্রথমে অবশ্যই তো আপনার একটি এন্ড্রয়েড ডিভাইস লাগবেই
ডিভাইস টি অবশ্যই রুট করা থাকতে হবে
রুট ফাইল এক্সপ্লোর করা যায় এমন কোন ফাইল ম্যানেজার থাকতে হবে
  • ধরে নিলাম উপরের সবকিছু করা আছে আপনার।ফাইল ম্যানেজার এ প্রবেশ করুন। নরমালি ফাইল ম্যানেজার এ ঢুকার পর এসডি কার্ড দেখায়। ওখান থেকে আপনার ডিভাইস ফাইল এ যান।
  • এবার দেখুন  System>Media> ফোল্ডার এ Bootanimation.zip এবং shutdownanimation.zip এরকম দুইটি ফাইল আছে। চাইলে ভিতরে ঢুকে দেখতে পারেন ভিতরে কি আছে। মূলত এই ফাইল থেকেই ইমেজগুলো এনিমেশন হয়ে শো করে আপনার ডিভাইস এর বুট এর সময়।
Rename
Zip Files
চাইলে ফাইল গুলো ডিলিট করে দিতে পারেন। এখন আপনি যে এনিমেশন টি ইউজ করবেন তার ফাইল এখানে Paste করতে হবে অথবা আগেরটি রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করে তা হয়তো আপনাকে বলে দিতে হবেনা নতুন করে আর যদিও বলা লাগে তাহলে বলবো আপনার করার দরকার নেই কারন ডিভাইস এর যেকোনো ক্ষতি হয়ে যেতে পারে যদি আপনি অনভিজ্ঞ হন।
  • নতুন ফাইল টি এখানে রাখার পর মেইক সিউর ফাইল পারমিশন নিচের ছবির মতো আছে নাহলে কিন্তু কাজ করবে না
Boot Animation Zip
এই গেলো একটি মেথড। আরেকটি মেথড আছে যা ইউজ করে নরমালি আপনি করতে পারবেন তা হলো একটি অ্যাপ ইন্সটল করতে হবে।
অ্যাপ এর প্লে স্টোর লিংক- Boot Animations ★ root
ব্যাস হয়ে গেলো বুট এনিমেশন পরিবর্তন!! এখন কথা হলো এনিমেশন ফাইল পাবো কোথায়?? আসলে গুগল এ সার্চ করলে অনেক গুলো পাবেন তবুও যেহেতু এখানে কষ্ট করে এই টিউটোরিয়াল টি দেখলেন তার জন্যে আমি কিছু এনিমেশন এর ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।
preview black swing How to change KitKat style Android logo boot animation ?preview original rotate How to change KitKat style Android logo boot animation ?preview black rotate How to change KitKat style Android logo boot animation ?

Swing animation with background

Rotate animation with background

Swing animation without background

Rotate animation without background

Android-4.4-Boot-animation
Download Kitkat Boot Animation- Download
jellybean-bootanimation
Download Jellybean animation- Download
এরকম আর অনেক এনিমেশন ডাউনলোড করতে দেখতে পারেন নিচের সাইটটি।
http://androidbootanimation.com/
পোস্টটি BD DROID থেকে নেয়া হয়েছে।

মজার একটা পিচ্ছি সফট!


সবাইকে সালাম ও ভালোলাগা ভালোবাসা জানাই। আশা করি ভালো আছেন।
যাই হোক, কথা কম বাড়িয়ে কাজে আসি।
আমরা সবাই কম বেশি কম্পিউটার নিয়ে খেলতে ভালোবাসি। কম্পিউটারে মজা করতে পছন্দ করি! তেমনি মজার একটা পিচ্ছি সফট এর কথা থাকছে আজকের টুইটে।
সফটা’র নাম হচ্ছে ‘টক ইট’ ( talk it ) ।
techtweets
সফট এর সাইজ এক মেগাবাইট (1 MB) এর কাছাকাছি।
কাজ হচ্ছে আপনি যা লিখে দেবেন তাই পড়ে শুনানো। নানা রকম অপশন’এ সাজানো হয়ছে সফটা।
পিচ লেভেল কমানো বাড়ালো, ভয়েস স্পীড কমানো বাড়ানো’র সুবিধাও আছে এতে!
আমি ২০০৯ সালের দিকে এটা হাতে পাই। বেশ মজার তাই শেয়ার করলাম টুইটি(যারা টুইট পড়েন) দের সাথে। দেখুন মজা লাগে কিনা?
আমি প্রথম হাতে পেয়ে লিখেছিলাম নিজের নাম, সাথে অন্য কিছু!!
বি.দ্রঃ
সফট এর সাথে তিনটা .dll ফাইল আছে, যেগুলা ডিলিট করলে বা না থাকলে সফট’টা কাজ করবে না!
**সফট’টা পাবেন এখানে।**
সাথে অতিরিক্ত পিচ্ছি .dll ফাইলগুলু নামিয়ে নিন।
  • http://www.mediafire.com/?a0g5513b2uf62fl
  • http://www.mediafire.com/?4qi29f71vy90wfl
  • http://www.mediafire.com/?a809r5h2d564dp9
  • সবাই ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন। তাড়াতাড়ি ঘুমাতে যাবেন।

    ভার্চুয়াল প্লাস্টিক সার্জারি করে পালটে ফেলুন আপনার আকা বাঁকা চেহারা! আর বন্ধুর ছবি নিয়ে মজাতো থাকছেই!


    প্লাস্টিক সার্জারির কথাতো আমরা সবাই শুনেছি কিন্তু ভার্চুয়াল প্লাস্টিক সার্জারির কথা শুনেছেন কি? প্লাস্টিক সার্জারি করা হয় চেহারার সৌন্দর্য্য বর্ধনের জন্য। ঠিক তেমন ভার্চুয়াল প্লাস্টিক সার্জারির মাধ্যমে আপনার ছবির সৌন্দর্য্য বৃদ্ধি করা যাবে। চলুন পরিচিত হই ভার্চুয়াল প্লাস্টিক সার্জারির সাথে।


    কি কি করতে পারবেন ভার্চুয়াল প্লাস্টিক সার্জারির মাধ্যমেঃ


    • আকা বাঁকা নাক সোজা করা।
    • চেহারার মানচিত্র যদি এব্রো থেব্রো হয় তাহলে মুহুর্তেই সুন্দর মুখমন্ডলে রুপ দিন।
    • ঠোটের সৌন্দর্য্য বৃদ্ধি করা।
    • মুহুর্তেই ভুড়ি উধাও করা যায়। icon razz  ভার্চুয়াল প্লাস্টিক সার্জারি করে পালটে ফেলুন আপনার আকা বাঁকা চেহারা! আর বন্ধুর ছবি নিয়ে মজাতো থাকছেই!  | Techtunes
    • চিকন স্বাস্থ্য মোটা করা।
    • রবিউল বডি থেকে পালোয়ানের দেহে রুপান্তর।
    • সেনসেটিভ জায়গা বড় ছোট করা।
    • এছাড়া বন্ধুর ছবি নিয়ে মজা করাতো থাকছেই!
    বিস্তারিত দেখুন এখানে



    হাতে কলমে প্রমান দেখিঃ


    আকা বাঁকা নাক সোজা করা।
    virtual rhinoplasty chin augmentation 530  ভার্চুয়াল প্লাস্টিক সার্জারি করে পালটে ফেলুন আপনার আকা বাঁকা চেহারা! আর বন্ধুর ছবি নিয়ে মজাতো থাকছেই!  | Techtunes
    চেহারার মানচিত্র যদি এব্রো থেব্রো হয় তাহলে মুহুর্তেই সুন্দর মুখমন্ডলে রুপ দিন।
    virtual ethnic asian face contouring jaw cheekbones reduction 530  ভার্চুয়াল প্লাস্টিক সার্জারি করে পালটে ফেলুন আপনার আকা বাঁকা চেহারা! আর বন্ধুর ছবি নিয়ে মজাতো থাকছেই!  | Techtunes
    ঠোটের সৌন্দর্য্য বৃদ্ধি করা।
    virtual lips augmentation 530  ভার্চুয়াল প্লাস্টিক সার্জারি করে পালটে ফেলুন আপনার আকা বাঁকা চেহারা! আর বন্ধুর ছবি নিয়ে মজাতো থাকছেই!  | Techtunes
    মুহুর্তেই ভুড়ি উধাও করা যায়।
    virtual tummy tuck 530  ভার্চুয়াল প্লাস্টিক সার্জারি করে পালটে ফেলুন আপনার আকা বাঁকা চেহারা! আর বন্ধুর ছবি নিয়ে মজাতো থাকছেই!  | Techtunes
    রবিউল বডি থেকে পালোয়ানের দেহে রুপান্তর।
    virtual muscle augmentation 530  ভার্চুয়াল প্লাস্টিক সার্জারি করে পালটে ফেলুন আপনার আকা বাঁকা চেহারা! আর বন্ধুর ছবি নিয়ে মজাতো থাকছেই!  | Techtunes
    বন্ধুর ছবি নিয়ে মজা করাতো থাকছেই!

    আরও বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও
    ব্যবহার করা খুব সহজ। দেখলেই পারবেন!
    galleryinterface  ভার্চুয়াল প্লাস্টিক সার্জারি করে পালটে ফেলুন আপনার আকা বাঁকা চেহারা! আর বন্ধুর ছবি নিয়ে মজাতো থাকছেই!  | Techtunes



    ডাউনলোডঃ


    virtual plastic surgery software 1.0 সাইজ মাত্র ২ মেগাবাইট।
    সাথে ক্র্যাক ফাইল দেয়া আছে ফুল ভার্শন করার জন্য।
    আশা করি আপনাদের ভাল লাগবে।
    ধন্যবাদ সবাইকে।