বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

মজার একটা পিচ্ছি সফট!


সবাইকে সালাম ও ভালোলাগা ভালোবাসা জানাই। আশা করি ভালো আছেন।
যাই হোক, কথা কম বাড়িয়ে কাজে আসি।
আমরা সবাই কম বেশি কম্পিউটার নিয়ে খেলতে ভালোবাসি। কম্পিউটারে মজা করতে পছন্দ করি! তেমনি মজার একটা পিচ্ছি সফট এর কথা থাকছে আজকের টুইটে।
সফটা’র নাম হচ্ছে ‘টক ইট’ ( talk it ) ।
techtweets
সফট এর সাইজ এক মেগাবাইট (1 MB) এর কাছাকাছি।
কাজ হচ্ছে আপনি যা লিখে দেবেন তাই পড়ে শুনানো। নানা রকম অপশন’এ সাজানো হয়ছে সফটা।
পিচ লেভেল কমানো বাড়ালো, ভয়েস স্পীড কমানো বাড়ানো’র সুবিধাও আছে এতে!
আমি ২০০৯ সালের দিকে এটা হাতে পাই। বেশ মজার তাই শেয়ার করলাম টুইটি(যারা টুইট পড়েন) দের সাথে। দেখুন মজা লাগে কিনা?
আমি প্রথম হাতে পেয়ে লিখেছিলাম নিজের নাম, সাথে অন্য কিছু!!
বি.দ্রঃ
সফট এর সাথে তিনটা .dll ফাইল আছে, যেগুলা ডিলিট করলে বা না থাকলে সফট’টা কাজ করবে না!
**সফট’টা পাবেন এখানে।**
সাথে অতিরিক্ত পিচ্ছি .dll ফাইলগুলু নামিয়ে নিন।
  • http://www.mediafire.com/?a0g5513b2uf62fl
  • http://www.mediafire.com/?4qi29f71vy90wfl
  • http://www.mediafire.com/?a809r5h2d564dp9
  • সবাই ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন। তাড়াতাড়ি ঘুমাতে যাবেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন