বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

পিসি অথবা ল্যাপটপ থেকে ইন্টারনেট শেয়ার করুন আপনার Wifi সাপোর্টেড এন্ড্রয়েড বা অন্যান্য মোবাইলে [শতভাগ পরীক্ষিত]


 


আস্-সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন।

আমার সেরা কয়েকটি পোষ্ট-

৮টি আশ্চর্যজনক Websites প্রত্যেকেই ভিজিট করুন
এবার টাকা ছাড়াই নিজের পিসিতে বসে Nokia মাল্টিমিডিয়া মোবাইল ফ্লাস দিন
Android Apps ডাউনলোডের ১৫ টি সেরা ওয়েবসাইট
Password ছাড়াই নোকিয়া Security Code রিসেট করুন
USB ক্যাবলের মাধ্যমে নোকিয়া ফোনের ভুলে যাওয়া Security Code দেখে নিন
পোষ্টের শিরোনাম পড়েই অনেকেই আজকের পোষ্টের বিষয়বস্তু সম্বন্ধে অনুমান করতে পেরেছেন। হ্যা আমি আজ আপনাদের সাথে একটি পরীক্ষিত পদ্ধতি শেয়ার করবো যেটি দ্বারা আপনারা আপনাদের পিসি থেকে যেকোন ওয়াই-ফাই সাপোর্টেড মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন।
এর আগে অনেকেই ওয়াই-ফাই এর মাধ্যমে ইন্টারনেট শেয়ারিং এর বিষয়টি নিয়ে পোষ্ট করেছেন, কেউ কেউ সাথে সফটওয়্যার ও শেয়ার করেছেন। এতে করে অনেকেরই এ বিষয় টি সম্পর্কে জানা হয়ে গেছে। কিন্তু দূর্ভাগ্যের বিষয় হল.. এটা ব্যবহারের কোন কার্যকর প্রণালী অনেকের জানা না থাকার কারনে তারা এই প্রযুক্তিটি ব্যবহার করতে পারছেন না। এছাড়া যেসব পোষ্ট তারা পদ্ধতি টি দেখেছেন সেগুলো ট্রাই করেও অনেকে সফল হননি। তারপর বিভিন্ন পোষ্টে কমেন্ট করার মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে এই বিষয়টি কে বেশ ফোকাস করেছেন। আমি এই বিষয়টির ওপর পোষ্ট করার জন্য অনেকের অনুরোধ পেয়েছি। কিন্তু কার্যকর প্রণালী খুজে পেতে দেরী হওয়ায় পোষ্টটি দিতে কিছুটা দেরী হয়ে গেল।
যাইহোক, অনেকগুলো পদ্বতির মধ্যে আজকের পোষ্টে একটি পদ্ধতি টি শেয়ার করলাম, কেউ যদি সঠিকভাবে এটা ব্যবহার করতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল.. আমি সাহায্যে করার চেষ্টা করব। (অনেকেই একটি পিসি থেকে অনেকগুলো পিসিতে ওয়াই-ফাই কানেকশনের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং করার.. পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমি উক্ত পদ্ধতি টি আপনাদেরকে অন্য কোন পোষ্টে শেয়ার করতে চেষ্টা করব)
যাইহোক, ওয়াই-ফাই এর নেট শেয়ারিং এর জন্য এত সফটওয়্যার রয়েছে যে এগুলোর বেশির ভাগ সফটওয়্যার ঠিকমতো কাজ করেনা এছাড়া ইনস্টলের সময় নানান জটিলতা দেখায়।
নিম্নে উক্ত পদ্ধতির বিষয়বস্তুর বর্ণনা দেয়া হল।
এর জন্য যা যা প্রয়োজন হবেঃ-
• Laptop অথবা PC তে Internet Connection থাকতে হবে।
• Laptop এ WIFI enable হতে হবে এবং PC এর ক্ষেত্রে WiFi Dongle থাকতে হবে।
• Wifi enable এন্ড্রয়েড মোবাইল/অন্যান্য মোবাইল।
• Virtual WiFi Router সফটওয়্যার।

কার্যপ্রণালীঃ-

ধাপ-১॥
• Virtual WiFi Router সফটওয়্যারটি ডাউনলোডের জন্য নিচের লিংকটি তে ক্লিক করুন।
• <a href=”http://www.virtualwifirouter.com/p/downlooad.html
ধাপ-২॥
• Virtual WiFi Router আপনার PC/Laptop এ ইনস্টল করে নিন।
ধাপ-৩॥
• Installing শেষে আপনি “R” icon টি Tray এর bottom-right এ দেখতে পাবেন। এবার “R” icon এ ক্লিক করে Application টি ওপেন করুন।
ধাপ-৪॥
• Application টি ওপেন করার পরে, এবার আপনাকে “SHARE NET FROM” অপশনস টি তে আপনি যে Internet connection টি share করতে চান সেটিকে সিলেক্ট করতে হবে। (যেহেতু আমি গ্রামীনফোন দিয়ে নেট ব্রাউজ করছি সেহেতু আমি গ্রামীণফোন সিলেক্ট করেছি)

ধাপ-৫॥
• এবারের ধাপটি অনেক গুরত্বপূর্ণ কেননা আপনার শেয়ার করা internet connection এর জন্য পাসওয়ার্ড সেট করার পালা।
• Configure button এ ক্লিক করুন।
• এবার “Wifi-Name” এ নাম টাইপ করুন যেটি আপনার ডিভাইসে wifi connection সার্চের সময় প্রদর্শন করবে।
• এরপর Password অথবা Security Key টাইপ করুন।(আপনার ডিভাইসে এটির প্রয়োজন হবে)

ধাপ-৬॥
• Name এবং Password টাইপ করা শেষ হলে-
• এবার “Setup Hotspot” ক্লিক করুন। এরপর আপনার Internet “Started Sharing” দেখতে পাবেন।
• কানেকশন ঠিকমতো পেয়ে থাকলে আপনি একটি pop-up balloon এ “VIRTUAL WIFI ROUTER- started successfully” লিখাটি দেখতে পাবেন। ব্যাস.. পিসির কার্যপ্রণালী এতটুকুই !!!

এবার আপনার এন্ড্রয়েড/অন্যান্য মোবাইলে যান। ওয়াই-ফাই চালু করে নতুন wifi connection খোজ করুন। আপনি আপনার পিসির ইন্টারনেটের শেয়ার করা কানেকশন দেখতে পাবেন। তারপর এটিকে কানেক্ট করে নিন, পাসওয়ার্ড বা ইন্টারনেট কী (অথবা আপনার হ্যান্ডসেটের মডেলের তারতম্যের কারনে অন্য কোন নামেও থাকতে পারে) এর স্থানে আপনার সেট করা পাসওয়ার্ড টি দিন।
এবার ইন্টারনেটের(ব্রাউজারের) কানেকশন টি ওয়াই-ফাই কানেকশনে সিলেক্ট করুন, যেটা আপনি সার্চের মাধ্যমে পেয়ে কানেক্ট করছিলেন। এছাড়া কানেকশনে কোন সমস্যা হলে আপনার ওয়াইফাই সেটিং পরিবর্তন করে দেখতে পারেন।
পিসির শেয়ার করা ইন্টারনেট এন্ড্রয়েড ছাড়াও আপনারা যেকোন ওয়াই-ফাই এনাবল মোবাইলে ব্যবহার করতে পারবেন। আমি আমার একটি Samsung(জাভা) মোবাইল দিয়ে সফলভাবে ওয়াই-ফাই কানেকশনের মাধ্যমে পিসির শেয়ার করা ইন্টারনেট ব্যবহার করে আসছি। (আমি এখানে Virtual WiFi Router সফটওয়্যার এর পুরাতন ভার্সনের স্কীণসর্ট দিয়ে দেখিয়েছি, নতুন ভার্সনের ক্ষেত্রে হুবহু উল্লিখিত ইমেজের সাথে মিল নাও থাকতে পারে তবে নিয়মের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নেই। আশা করি বুঝতে সমস্যা হবেনা)
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page
সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

A to Z বাংলা – পি.এইচ.পি অ্যান্ড মাই এস.কিউ.এল শেখার একটি PRO BOOK ফ্রীতে ডাউনলোড করুন


 পি.এইচ.পি অ্যান্ড মাই এস.কিউ.এল 
একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, ইPHP-MYSQL-Bangla-E-Book-Tutorial-Download-Training-Bangladeshন্টারনেটের পূর্বে আমাদের জীবন কী সত্যিই সহজ ছিল ? অথচ এই ইন্টারনেট আবির্ভাবের দরূণ আমাদের ক্সদনন্দিন জীবন তথা যোগাযোগ ব্যবস্থা, লেখাপড়া, বিনোদন, কেনা-কাটা ইত্যাদি সব কিছুই হয়ে উঠেছে সহজ থেকে সহজোত্তর। মুহূর্তের মধ্যেই ইন্টারনেট তথা ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কোন কা“িক্ষত তথ্য কিংবা বিভিনড়ব প্রয়োজন মেটাতে সক্ষম হ‛িছ। শুরূর দিকে এই ওয়েবসাইটগুলো কেবলমাত্র কিছু ডকুমেন্ট ধারণ করত। অথচ, দিন বদলের সাথে সাথে একদিকে যেমন-ওয়েবসাইট ক্সতরির পরিমাণ বৃদ্ধি পা‛েছ, সেইসাথে বিভিনড়ব ধরণের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে মানসম্মত এবং উনড়বত তথা ডাইনামিক ওয়েবসাইট ক্সতরির চাহিদাও বাড়ছে। আর পি.এইচ.পি হ‛েছ একটি শক্তিশালী সার্ভার-সাইড স্ত্রিপ্টিং ল্যাংগুয়েজ, যা দিয়ে খুব সহজেই ডাইনামিক কোন ওয়েবসাইট ক্সতরি করা সম্ভব। অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ-এর তুলনায় শক্তিশালী, সহজে বোধগম্য এবং ওপেন সোর্স হওয়ায় এর জনপ্রিয়তাও তুঙ্গে। তাছাড়া এটি প্রায় সকল ধরণের অপারেটিং সিস্টেমে (উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স ইত্যাদি) কাজ করে এবং বিভিনড়ব প্রকার ডেটাবেজ (মাই এস.কিউ.এল, ওরাকল, ইনফোরমিক্স, সাইবেস, সলিড ইত্যাদি) সাপোর্ট করে এবং প্রায় সকল ধরণের সার্ভারের (এপাচি,আই.আই.এস ইত্যাদি) সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশ্বের বেশিরভাগ ডাইনামিক ওয়েবসাইটগুলো পি.এইচ.পি তে ক্সতরি করা এবং উপরিউক্ত সুবিধাসমূহের জন্য ওয়েব ডেভেলপারদের কাছে এর চাহিদা μমাগত বৃদ্ধি পা‛েছ। অন্যদিকে ডেটাবেজ হিসেবে পি.এইচ.পি-এর সাথে মাই এস.কিউ.এল সর্বাধিক ব্যবহৃত। ডেটাবেজ হ‛েছ মূলত কিছু প্রোগ্রাম এর সমন্বয়ে গঠিত সফটওয়্যার/অ্যাপিকেশন, যেখানে তথ্যসমূহ (টেক্সট, ইমেজ, ভিডিও ইত্যাদি) সংগ্রহ করে রাখা যায়। আর এই তথ্যসমূহ পরিচালনা (তথ্যসমূহে প্রবেশ, নতুন তথ্য সংযোজন, কোন তথ্য মুছে ফেলা ইত্যাদি) করার জন্য আমাদের প্রয়োজন হবে কোন একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমস (উইগঝ) এর। আমরা আমাদের বইতে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমস (উইগঝ) হিসেবে মাই এস.কিউ.এল ব্যবহার করে দেখাব। উনড়বত সব ফিচার এবং অপশন সমৃদ্ধ মাই এস.কিউ.এল (উইগঝ) অন্যান্য সব ডেটাবেজ সফটওয়্যার থেকে দ্রূত, ব্যবহারে সহজ এবং ওপেন সোর্স হওয়ার কারণে ওয়েব ডেভেলপাররা ডেটাবেজ হিসেবে মাই এস.কিউ.এল কেই প্রাধান্য দিয়ে থাকেন। এটি প্রায় সকল ধরণের অপারেটিং সিস্টেমে ব্যবহারযোগ্য। পি.এইচ.পি এবং মাই এস.কিউ.এল এখন প্যাকেজ সফটওয়্যার আকারে পাওয়া যায়।
ডাউনলোড করুন : http://uploadboy.com/n7zxs5lymcno.html

Extreme Copy Pro 2.3.4+Serial – এক্ষুনি ডাউনলোড করে নিন আর আপনার কপি করার কাজ কে করে তুলুন আরও গতিময় ।


 


Extreme Copy Pro 2.3.4+Serial -  এক্ষুনি ডাউনলোড করে নিন আর
আপনার কপি করার কাজ কে করে তুলুন আরও গতিময় ।
ExtremeCopy is a Windows file copy tool which is able to copy and/or move your files extremely fast. The usage is simple and similar to Windows Explorer default file copier but it can increase the speed from 20% up to 120% faster than Windows default file copier. ExtremeCopy can integrate itself into your Windows seamlessly as copy tool. If you are interested to learn more about our product, feel free to click here to see more features.
What’s New:
-Fixed ‘Replace Dialog’ UI problem
-Fixed couple of crash bugs.
-Fixed Duplicate installation info in Control Panel after upgraded.
-Fixed switch ‘-task_file’ bug in command line.
-Fixed shut down option for task queue.
-Updated crash report sending.
Install Notes:
1] Extract archive with WinRAR/7Zip.
2] Install The Program
3] Use Serial to register
4] Done,Enjoy
********************************************************
Download-Armor-for-Android-Antivirus-zip 2014-01-31 20-51-34

এবার Computer বন্ধ হবে ১ সেকেন্ডে


 


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

১। কি শিরোনাম দেখে আজব হয়ে গেলেন! আমিও আজব হয়ে গেলাম@ আমার কম্পিউটারে সফট টা ছিল! আমি জানতাম না এটা দিয়ে কি করা যায়, আমি যখন কোন টিউন করি আগে নিজে দেখি, আসলে কি ঠিক নাকি, সেজন্য আমি নিজেই এক ক্লিক করে দেখি আমার কম্পিউটার বন্ধ! দেখে আজব হয়ে গেলাম!
এবার আপনি এই খান থেকে ডাউনলোড করে একবার ক্লিক করে দেখুন! আপ্নিও আজব হবেন।
আমার ব্লগ। ভিজিট করার অনুরোধ রইলো