রিমোর্ট কী ঠিক আছে? পরীক্ষা করুন আপনার মোবাইল ক্যামেরা দিয়ে।
আচ্ছালামু আলাইকুম,
কেমন
আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি ও আছি ভালোই আলহামদুলিল্লাহ্। আজ আমি
বেশি কিছু লিখবো না, কারন আমি এখন খুব বাস্ত। যাই হোক আজ আমি যেই পস্ট টির
কথা বলছি সেটি সম্পকে অনেকে হয়তো জানেন, যারা না জানেন তারা দেখে নেন কাজে
লাগতে পারে।
এখন যদি আপনার হাতে
ক্যামেরা মোবইল থাকে এবং টিভি রিমর্ট থাকে তাহলে হয়ে যাক একটি পরীক্ষা!
খালি চোখে রিমোর্ট এর লাইট দেখবেন না কিন্তু মোবাইল ক্যামেরা দিয়ে ঠিকই
লাইট দেখবেন।
বাসার টিভির,
এয়ারকন্ডিশনের কিংবা মিউজিক প্লেয়ার সহ অন্য যেসব ডিভাইসের রিমোর্ট আছে ,
সেই রিমোর্ট কন্ট্রোল গুলো কাজ করছে কিনা বুঝবেন কিভাবে, কি ব্যাটারী শেষ
নাকি অকেজো হয়ে গেছে সেটা পরীক্ষা করতে হলে আপনি যা করবেনঃ
প্রথমে
মোবাইলের ক্যামেরা ওপেন করুন এবং ক্যামেরার সামনে রিমোর্ট কন্ট্রোল্টি ধরে
(যে অংশে ছোট এলইডি বা লাইট আছে) যেকোন কি চাপুন দেখবেন আপনার মোবাইলের
ক্যামেরা স্ক্রীন এ ইনফ্রারেড রে বা লাইট জলছে কিনা?
==================================================================
যদি দেখেন উপরের চিএের মত দেখা যাচ্ছে তাহলে বুঝবেন রিমর্ট টি ঠিক আছে , হয়ত ব্যাটারী পাল্টালেই চলবে।
আর নষ্ট হলে আপনি রে টি দেখতে পাবেননা।
====================================================================================================
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন