বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

নতুন একটি ক্লাউড স্টোরেজ, সাথে আজিবন ফাইল রাখার সুবিধা


 


কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমাকে এক ইন্ডিয়ান বলল ওরা নাকি ফ্রিলান্স মার্কেট টা পুরো দখলে নিয়ে নেবে!!! কেমন কথা বলুন তো? আমরা কি এতই অধম জাতি? যাক,কাল আমার পোস্ট ছিল অনলাইন এ ছোট ছোট কাজ করে আয় করা। মানুষ ছোট থেকেই বড় হয়। একসাথে বড়লোক হতে হলে আপনাকে দুর্নীতির আশ্রয় নিতে হবে। কেন রে ভাই? কাজ শিখে মানুসের মত মানুষ হই সবাই।
এইবার আসি কাজের কথায়। ব্লগার ভাইরা তো জানেনই যে মিডিয়াফায়ার ফাইল ১০ জিবি রাখতে দেয়, সাথে আরও অনেক ঝামেলা। আজ আমি আপনাদের এমন একটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দেবো, যেখানে আপনি আজিবন ফাইল রাখতে পারবেন (যদি কপিরাইটেড না হয়) আর ডিস্ক স্পেস ও দেখলাম ভালো। ১০০ জিবি। আমার মনে হয় এইটা Good Enough For blogger.
সাইটের লিঙ্ক হল এইখানে।
এই সাইটের ইউজার নাকি ২০০০ হলে আর নতুন ইউজার নিবে না (শোনা কথা) তাই দেরি না করে এখুনি জয়েন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন