আপনি
কি আপনার Android phone বিক্রি করার কথা ভাবছেন। তাহলে আপনি অবশ্যই চান না
আপনার personal data , application data বা account data আরেক জনের হাতে
পরুক বা এগুলো কেউ ব্যবহার বা browse করুক।
smart phone এ আমরা নানা
রকম applicarion use করি, বিভিন্নও website browse করি। অনেক সময় এসব
applicarion personal information phone এ store করে বা আমরা username,
password save করি। application remove করলেই আপনি ১০০% নিশ্চিন্ত হতে
পারবেন না যে সবকিছু মুছে গেছে, কারন ভবিষ্যতে যে কোন সময় যদি কেউ সেই একই
applicarion install করে, তবে সে আপনার information গুলো পাবে ও use করতে
পারবে। তাই smart phones sell করতে চাইলে এই গুরুত্তের সাথে বিবেচনা করা
উচিৎ।এর একটি সহজ সমাধান হিসেবে আপনি phone reset করতে পারেন। এর জন্য…
Android 4.0 এবং above version
Settings >> backup and rest >> personal data >> Factory reset
Android 2.3
Settings> Privacy> Factory data reset
এছাড়া নিচের applicarion use করেও storage space, applications working full storage space সম্পূর্ণ clean করতে পারবেন যা আর recover হবে না। তাই সতর্কতার সাথে use করবেন।
SHREDroid
Forever Gone (SD Card Cleaner)
My File Shredder
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন