আশা করি সবাই ভাল আছেন।আজকে খুব ছোট একটা পোস্ট করব । ইতিপূর্বে কেউ এই বিষয়ে পোস্ট করেছে কিনা জানিনা তবে আমার চোখে পড়েনি
করে থাকলেও কিছু যায় আসেনা। নতুনরা শিখুন ।
<h2>যেভাবে করবেনঃ</h2>
যেই ফোল্ডার টা নামবিহীন করতে চান সেটা রাইট বাটন ক্লিক করে Rename অপশন এ যান । ফোল্ডার এর নাম নীল কালার এ সিলেক্ট থাকা অবস্থায় ALt বাটন চেপে রেখে কিবোর্ড থেকে পর্যায়ক্রমে 0160 চাপুন। Alt বাটন ছেড়ে দিন। দেখুন ফোল্ডার এর নাম এর জায়গায় কিছু নাই। আপনার কাজ শেষ ।
পোস্ট টা অনেক ছোট হয়ে গেল। তাইনা?? কি করব কাজ তো শেষ।
আমার লেখা আরো কিছু টিউনঃ
১। অ্যান্ডড্রয়েড রুটঃ সুবিধা এবং অসুবিধা
২| এ্যান্ড্রয়েডে পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন- জেনে নিন !
৩। এন্ড্রোয়েড vs. উইন্ডোজ ফোন
৪। আসুন খুব সহজেই বের করি নিজের ফোন নম্বরটি
৫। যে ৫টি প্রধান কারনে কমমূল্যের স্মার্টফোন কিনবেন না
বাংলা
ভাষায় তৈরী একটি ব্লগ যা মাত্র দশ দিনে চলে এসেছে এলেক্সা বাংলাদেশ RANK
৩০০০ এর মােঝ চলে এসেছে।আপনি চাইলে ঘুরে আসতে পারেন আশা করছি নিরাশ হবেন
না।
সাইটটিরর লিংকঃ www.bdblog.org
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন