আসসালামু আলাইকুম।
আধুনিক যুগ ফ্রি নেটের যুগ। তাই না? কিন্তু দুঃখের কথা হলো জিপিতে Android দিয়ে ফ্রি নেট নেই! তবে আপনাদের দুঃখ অবসান করতে আমি আজকে নতুন ট্রিক্স নিয়ে হাজির হলাম।
শুরুতেই কিছু কথাঃ
১. এই ট্রিকের আইডিয়াটা আসলে জাহিদ ইসলাম ভাইয়ের কাছ থেকে পাওয়া, সুতরাং প্রথমেই তাকে অসংখ্য ধন্যবাদ।
২. ট্রিকটি বেশ ঝামেলাপুর্ন, এবং স্পিড মুটামুটি ভালই।
তাহলে এবার কাজ শুরু করি।
যা যা প্রয়োজনঃ
১. অ্যান্ড্রয়েড ফোন, অবশ্যই ৪.০+ এবং রুটেড ।
২.জিপি সিম।
৩. যেকোন প্যাকেজ। (পি১ ছাড়া)
৪. apn- gpinternet
কার্য পদ্ধতিঃ
১. এই লিংক থেকে যত গুলো পারেন একাউন্ট খোলেন
http://www.your-freedom.net/index.php?id=register
মনে রাখবেন, প্রতি একাউন্ট দিয়ে
একবার তিনঘন্টা ফ্রি নেট চালাতে পারবেন।
১. প্রথমে এখান থেকে your freedom apk ডাউনলোড করে ইনস্টল করুন আপনার ফোনে
http://www.your-freedom.net/ems-dist/YF_Android-20140128-02.apk
২.এবার your freedom এপটি ওপেন করুন। Ok দিন
এবার
configure ক্লিক করুন।
এখন অনেকগুলো অপশন পাবেন। প্রথমে
account information সিলেক্ট করুন, এবং আপনার your freedom একাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড দিন সেখানে।
এখন আবার ব্যাক করে মেইন অপশন মেনুতে আসুন। এবার
server connection সিলেক্ট করুন।
connection mode: DNS এবং port: 53 দিন
এখন ব্যাক করে your freedom এপ এ ফিরে আসুন।
Start connction দিন।
এপর্যন্ত সবকিছু ঠিক ভাবে করতে পারলে ভিপিএন কানেক্ট হবার সাথে সাথেই আপনি ফ্রি নেট চালাতে পারবেন! তবে এতে যে স্পীড পাবেন তাতে মোবাইল ভেঙ্গে ফেলতে ইচ্ছা হবে আপনার!
চলুন তাহলে এবার বলি কিভাবে স্পিড বাড়ানো যাবে।
নিচের ছবির মত
upgrade এ ক্লিক করুন। নতুন একটি ইউন্ডো আসবে সেখানে
Free তে ক্লিক করুন।
নিচের ছবির মত কনফার্মেশন মেসেজ আসলে আপনি
একঘন্টা ভাল স্পিড পাবেন।
এভাবে প্রতি একান্টে তিনবার ফ্রি আপগ্রেড করে ৩*একঘন্টা= তিন ঘন্টা ফ্রি চালাতে পারবেন।
সব ঠিক ভাবে কনফিগার করা হলে নিচের ছবির মত আসবে।
............................................................................................................................................................
এবার আসি আমার ট্রিক্সের ২য় পার্টে। এখন আপনাদের দেখাব কিভাবে সারাদিনই ফ্রি চালাবেন। কারন your freedom দিয়ে কোন একাউন্ট দিয়ে তিনাবার আপগ্রেড করলে আর উপগ্রেড করা যায় না, এমনকি অন্য একাউন্ট দিয়ে লগিন করলেও আপগ্রেড করতে পারবেন না। আর আপগ্রেড করতে না পারলে স্পীদও ভালো পাবেন না। তবে নিচের ট্রিক টির মাধ্যমে তা করতে পারবেন!
তিনঘন্টা চালানো পর প্রথমেই your freedom আন-ইনস্টল করে দিন।
এবার আপনাদের লাগবে
Titanium backup এপটি। যেটা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।https://play.google.com/store/apps/details?id=com.keramidas.TitaniumBackup এটি চালাতে অবশ্যইও রুট লাগবে।
টাইটানিয়াম ব্যাকআপ ইনস্টল করে ওপেন করুন। এর অপশনে গিয়ে দেখতে পারবেন
Manage Android ID এটা সিলেক্ট করুন।
এখন
Create new (random) Android ID.. সিলেক্ট করুন।
YES দিন এবং আপনার ফোন রিবুট নিবে।
রিবুটের পর আবার you freedom ইনস্টল করে নতুন একটি একাউন্ট দিয়ে লগিন করুন, এবং আরও তিন ঘন্টা ভালো স্পিডে ফ্রি চালাবেন!
এন্ড্রয়েড আইডি চেঞ্জ করার উদ্দেশ্য হলো যেন নতুন একাউন্ট দিয়েও ফ্রি আপগ্রেড করা যায়।
তো আর কি? চালাতে থাকুন ফ্রি নেট!
কিছু কথাঃ
১. জিঞ্জারব্রেড এবং নন-রুটেড দের জন্য কোন ট্রিক্স আমার জানা নেই।
২. কখনো কখনো ভিপিএন কাজ না করলে স্টপ কানেকশন করে, আবার কানেক্ট করবেন।
৩. আমার
ফেসবুক লিংক
মনে রাখবেন, ফ্রি নেট হলো পাকা চুলের মত, একটা উপায় ছিড়লে আরও দশটা গজাবে!