মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

একগাদা প্রোগ্রামিং বই, প্রোগ্রামিং শিখার জন্য সংগ্রহে রাখুন

একগাদা প্রোগ্রামিং বই, প্রোগ্রামিং শিখার জন্য সংগ্রহে রাখুন

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টুইট শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আপনাদের জন্য এনেছি অনেকগুলো প্রোগ্রামিং বই। এই বইগুলোর প্রেমিয়াম, তাহলে তো বুঝতেই পারছেন টাকার অংকের কথা। কিন্তু আপনাদের কথা ভেবে, চিন্তা করলাম আপনাদের কিনার মতো টাকা আছে কিনা! দেখলাম কি দরকার টাকা দিয়ে কেনার! তাই আপনাদের জন্য বইগুলো এনেছি একদম ফ্রি ফ্রি ফ্রি!!! নিলে ফ্রি, না নিলেও ফ্রি, ফ্রি!!! নিয়ে নিন বইগুলো….
এই বইগুলো অত্যান্ত দামী ও পুরাতন। তবে এর মধ্যে কিছু আছে নতুনও।
যাক, আপনাদের অনেক ধন্যবাদ, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ….
সময় পেলে ঘুরে আসতে পারেন এখান থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন