মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

BackTrack অপারেটিং সিস্টেম দিয়েই এবার হ্যাকিং করুন

BackTrack অপারেটিং সিস্টেম দিয়েই এবার হ্যাকিং করুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও “অনির্বাচিত টুইটার” এর পাতায় স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকবেন, সুস্থ থাকবেন ও আপনার পাশের লোকটিকে ভাল রাখতে চেষ্টা করবেন। আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাকিং এর এক বিশাল টিউটোরিয়াল নিয়ে। তবে আমার একটা অনুরোধ, কেউ হ্যাকিং এর মাধ্যমে কারও ক্ষতি করবেন না, দয়া করে।
undefined
আজ আপনাদের জন্য এনেছি আরেকটি হ্যাকিং টিউটোরিয়াল। এই হ্যাকিং টিউটোরিয়ালটি হল Backtrack অপারেটিং সিস্টেমের উপর। আমি এর আগে ব্যাকট্র্যাক অপারেটিং সিস্টেমকি নিয়ে একটি টুইট করে ছিলাম। আপনাদের জন্য এনেছি এই অপারেটিং সিস্টেম দিয়ে একটি হ্যাকিং টিউটোরিয়াল। এই হ্যাকিং টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে Backtrack 4 এর উপর। বর্তমানে Backtrack এর সর্বশেষ ভার্সন হল Backtrack 5. তবুও আপনাদের কোন সমস্যাই হবে না। নিচে লিংক দেয়া হল ডাউনলোডের। ডাউনলোড করে দেখে দেখে নিজে নিজে শিখুন হ্যাকিং। কিন্তু খুবই সর্তক থাকবেন। হ্যাকিং করার আগে নিজেকে রাখবেন নিরাপদ।

হ্যাকিং কোন খারাপ জিনিস না যে এটাকে সবাই ঘৃণা করবেন। হ্যাকিংয়ের মাধ্যমে কারও ক্ষতি করবে না, দয়া করে। হ্যাকিং শুধু মাত্র শিখার জন্য, কারও ক্ষতি করার জন্য নয়।

ডাউনলোড লিংক

Wupload

Uploadstation

Fileserve

আর যাদের নেট স্পীড কম তারা নিচের লিংকে যান ও ডাউনলোড করে ব্যবহার করুন।

সবাইকে নিরাপদ ও হ্যাকারদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ………

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন