বাড়িয়ে নিন আপনার Android ফোনের RAM.
প্রথমে জেনে নিন আপনার ফোন এর RAM কেন বাড়াবেন? RAM যত বেশি হয় ফোন তত দ্রুত গতিতে কাজ করতে পারে। RAM বেশি থাকলে খেলতে পারবেন দারুণ সব বড় বড় HD গেমস । কথা না বাড়িয়ে কাজে চলে আসি। RAM বাড়াতে আপনার যা যা লাগবে :
প্রথমত, 1 টা Class 8 / 10 Micro SD Card (নুন্যতম 8MBPS স্পীড থাকতে হবে) ,
দ্বিতীয়ত, 2 টা Apps (Busy Box Pro apps এবং Ram Expender).
RAM বাড়াতে হলে আপনার ফোনটি অবশ্যই Root করে নিতে হবে। ফোন কিভাবে রুট করতে হয় তা জানতে আমার পূর্বের টিউনটি দেখুন।
টিউনটি দেখতে এখানে ক্লিক করুন ।
তবে চলুন এবার দেখি কিভাবে কাজ করবেন।
ধাপ 1 . ১ম এ “Busy Box Pro” app টা ডাউনলোড করে আপনার সেটে ইন্সটল করুন ।
“Busy Box Pro” ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
তারপর app টি ওপেন করুন । ওপেন হবার পর নিচের মত দেখতে পাবেন ।
ধাপ 2. Install লেখা অপশন এ টাচ করে ক্লিক করুন । Install Type এ Normal Install ক্লিক করুন । Super User permission চাইলে Grant /Accept করুন । Installকরা শেষ হলে বের হয়ে যান।
ধাপ 3. এখন আপনাকে “Ram Expander” app টা নিয়ে কাজ করতে হবে।
"Ram Expander" ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করুন । Super User permission চাইলে Grant / Accept করুন ।
ধাপ 4. এখন “Swap File” লেখা অপশনে ক্লিক করুন । Swap File তৈরির আগে app টির Settings এর “ SD CARD Director” তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে app নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে।
ধাপ 5. Swap File এ ক্লিক করলে একটা বক্স আসবে এখানে কত mb RAM বাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয়, খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না । যদি আপনার সেটের RAM 512mb হয় তাহলে আপনি 512 mb / 1GB RAM বাড়াতে পারবেন ।
আপনার মেমোরি কার্ড যদি 4 জিবি হয় তবে সর্বচ্চ 512 আর 8 জিবি হলে সর্বচ্চ 850 সোয়াপ সাইজ সিলেক্ট করে সোয়াপ একটিভ এনাবেল করে দিন ।
ধাপ 6. "Swappiness" লেখার উপর ক্লিক করলে যে বক্স আসবে সেখানে 50 লিখুন । আপনি 0 থেকে 100 যেকোন মান ব্যবহার করতে পারেন। 0 দিলে মেমরি কার্ড RAM হিসাবে ব্যবহার হবে না । মান যত বাড়াবেন RAM তত বেশি বাড়বে। আমি 50 বা ডিফল্ট দিয়ে ব্যবহার করছি।
ধাপ 7. MinFreeKB লেখায় ক্লিক করে যে বক্স আসবে সেখানে 1-20 যা ইচ্ছা দিন, 20 এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো হয়ে যেতে পারে। এটি কখনও আসতে পারে, আবার নাও পারে ।
ধাপ 8. এবার এপসটির উপরে "Swap active" লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে । এই সময়ে অন্য কোন কাজ করবেন না । এ সোয়াপ ফাইল তৈরি হলে আপনার RAM বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত RAM হিসেবে আপনার এন্ড্রয়েড ঐ সোয়াপ ফাইলকে ব্যবহার করবে।
ধাপ 9. কাজ শেষ হলে SD Card এর স্পিড দেখাবে । এবার app টি Close করে বের হয়ে যান । এখন "Notify Icon" ও "Autorun" অপশন 2 টায় টিক দিয়ে দিন । এইতো আপনার সব কাজ শেষ ।
App টির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে । আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে, Swap RAM কত আর কতটুকু খালি আছে আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন এখানে । সবশেষে দেখতে পাবেন মোট RAM কত আর কতটুকুই বা খালি আছে।
সতর্কতা :
1. Class 8 / 10 Memory Card ছাড়া RAM বাড়ানো যাবে না, আপনি যদি বাড়ানও তাতে কোন উপকার হবে না।
2. সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।
3. মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না।
4. সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর app টিতে ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে ।
5. এটি খুব সহজ এবং নিরাপদ প্রক্রিয়া। তারপরও আপনার এন্ড্রয়েড এর কোন সমস্যা হলে তার দায়িত্ব শুধুই আপনার ।
আমার পরবর্তী টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে Android ফোন এ ROM ব্যাকআপ এবং Restore করতে হয়। ততদিন
পর্যন্ত ভালো থাকবেন ।
বি:দ্র ঃএই পোষ্ট টি আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের মন্তব্য বিভাগে। আর আমি তো sajeeb.hossain.142@facebook.com এ আছই ।
এ ছাড়া Android HD গেম এর জন্য Visit করতে পারেন আমাদের গ্রুপ এ । ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন