Apon SoftWorks
: আপনার উইন্ডোজ ৭ ভার্সনে স্টার্ট মেনুতে Run কমান্ড আছে? আপনার Win Key +
R কমান্ড কাজ করে? স্টার্ট মেনুতে Run কমান্ড যুক্ত করুন!
Apon SoftWorks |
কিন্তু আপনার উইন্ডোজ ৭ ভার্সনে স্টার্ট মেনুতে Run কমান্ড আছে?
আপনার Win Key + R কমান্ড কাজ করে?
স্টার্ট মেনুতে Run কমান্ড যুক্ত করুন!
☞ Required:
প্রথমে আপনি Start Menu তে যান।
1. PC
2. Windows Vista / Windows 7
2. Windows Vista / Windows 7
সেখানে আপনি Search Programs and Files ইনপুট বক্সে লিখুন “Run” ডাবল কুউওট ছাড়া।
এতে আপনাকে Run দেখাবে!
Run ক্লিক করুন!!
এছাড়া আপনি যদি অন্য কোন পদ্ধতিতে Run এ যেতে পারেন কোন অসুবিধা নেই!
এখন আসি কাজে!
আপনার Run ইনপুট বক্সে লিখুন gpedit.msc
অতঃপর এন্টার করুন।
এতে আপনার গ্রুপ পলিসি এডিটর ওপেন হবে।
সেখান থেকে User Configuration এ ক্লিক করুন।
User Configuration এর নিচে Administrator Templates এ ক্লিক করুন।
এবার Start Menu and taskbar এ ক্লিক করুন।
আপনি যদি বুঝতে না পারেন তবে স্ক্রিন ১ এ দেওয়া ট্রি মেনুটি অনুসরণ করুন।।
১। Screen (১)
আপনি ডান পাশে অনেক টুইক অপশন পাবেন।।এখন ডান পাশে নিচের দিকে Add the Run command to the Start Menu অপশনটি খুজে বের করুন এবং সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
মেনু থেকে স্ক্রিন ২ এর মতো Edit অপশনে যান।
২। Screen (২)
এখন স্ক্রিন ৩ দেখুন।স্ক্রিন ৩ অনুযায়ী অপশনটি Enabled করে দিন।
৩। Screen (৩)
এবার Apply করে OK বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।।ব্যস! এবার স্টার্ট মেনুতে ক্লিক করে দেখুন!
Run কমান্ডটি স্টার্ট মেনুতে যুক্ত হয়ে গেছে।।
যদি না হয়ে থাকে তবে রিস্টার্ট করা আবশ্যক!
তবে আমি মনে প্রাণে চাই যেন আপনাকে রিস্টার্ট না করতে হয়!!
কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে।
-ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন