আসসালামু আলাইকুম। কেমন আছন সবাই? আসাকরি সকলেই ভালো আছেন। আপনি যদি ব্লগার হয়ে থাকেন তবে প্রায়শই আপনাকে ইউটিউব এর কোন ভিডিও ক্লিপস আপনার ব্লগে দিতে হতে পারে। আর বিশেষ করে আপনার ব্লগ টি যদি ভিডিও ভিত্তিক বা টিউটোরিয়াল ভিত্তিক হয় তবে তো আর কথাই নেই, ভিডিও মাস্ট।
তা অনেক সময়ই দেখা যায় যে একটি ভিডিও ক্লিপস এর নির্দিষ্ট একটি অংশ আমাদের ব্লগে দিতে হতে পারে বা আমরা একটি নির্দিষ্ট সময় পার হওয়ার পর ভিডিও টি ওপেন করতে চাই। কঠিন মনে হচ্ছে? সহজ করে দিচ্ছি।
ধরুন ইউটিউব এ ভিডিও টির সাইজ ৫ মিনিট কিন্তু প্রথম ৩০ সেকেন্ড ভিডিও টা তে একটি অ্যাড (বিজ্ঞাপন) আছে তাই আপনি চান ৩০ সেকেন্ড এর পর থেকে আপনার ব্লগে ভিডিও টি ওপেন হবে যেন আপনার ব্লগের ভিসিটর দের ঐ অ্যাড টি দেখতে না হয়। অথাবা ধরুন অন্য যে কোন কারনেই হোক ঐ ৩০ সেকেন্ড বাদ দিতে চাচ্ছেন। তা হলে আপনাকে যা করতে হবে তা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
প্রথমে ইউটিউব থেক যে কোন একটি ভিডিও প্লে করুন। আমি এখনে এই লিঙ্ক টা http://www.youtube.com/watch?v=60eJaKGMRqo টার ভিডিও টা প্লে করছি।
এখন আমি চাই আমার ব্লগে এটা ৩০ সেকেন্ড পর থেকে প্লে হবে। তাই এখন শেয়ার বাটন এ ক্লিক করুন।
এখন নিচের ছবি মত স্টার্ট অ্যাট ক্লিক করুন এবং বক্সে ৩০ সেকেন্ড লিখুন।
এবার বাম পাশের লিঙ্ক টা কপি করে আপনার ব্লগে বসিয়ে দিন বাস কাজ শেষ।
আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আগামীতে আরো ভালো ভালো টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন