বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

এখন থেকে সিডি প্লেয়ারের দাম ৩ টাকা, ট্যাবের দাম ৪০০ টাকা


 


image_44764.12c16f97e7027ab194cac088e0a0b29a
এমপিথ্রি প্লেয়ারের দাম ১.৮৩ টাকা। সিডি প্লেয়ারের দাম ৩ টাকা। এলইডি টর্চ, এলডি ব্লাভ-এর দাম ৮ টাকা। ইমার্জেন্সি ল্যাম্প-এর দাম ২৫ টাকা। কলিং ট্যাব (৪ জিবি)-এর দাম ৪০০ টাকা। অবাক হচ্ছেন! অবাক হওয়ার কিছু নেই, শুল্ক বিভাগের কড়া নিয়ম না থাকলে আপনার-আমার বাড়িতে এত কম দামেই আমার জিনিস পেতে পারতাম।
চীন থেকে মুম্বাইয়ে এসেছে ৩, ৬৭৩টি ইলেকট্রনিক জিনিসপত্র যাদের দাম পানির থেকেও সস্তা। কিন্তু জিনিসগুলির বহিঃশুল্ক (Customs duty) বেশ চড়া। তবে তাতে চীন থেকে আনা সেসব জিনিসের দাম জলেনর মত না হলেও বেশ সস্তাই থাকছে।
নূন্যতম ৩১ শতাংশ বহিঃশুল্কসহ আরও বেশ কিছু শুল্ক আরোপের পর ১.৮৩ টাকার এমপিথ্রি প্লেয়ারের বাজারের দাম হয়েছে ২৩০ টাকা। ৩ টাকার সিডি প্লেয়ার বাজার থেকে কিনতে হবে ৩৩০ টাকায়। ২৫ টাকার ইমার্জেন্সি ল্যাম্প-এর বাজারের দাম পড়ছে ৪৫০ টাকা। ৪০০ টাকার কলিং ট্যাব (৪ জিবি)-এর বাজারী মূল্য হচ্ছে ৪২৯৯ টাকা।
সূত্র- কালের কণ্ঠ ,জিনিউজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন