উপরের ছবির মতো আপনিও করে নিতে পারবেন আপনার ডিভাইস এর বুট এনিমেশন।
কিভাবে করবেন?
প্রথমে অবশ্যই তো আপনার একটি এন্ড্রয়েড ডিভাইস লাগবেই
ডিভাইস টি অবশ্যই রুট করা থাকতে হবে
রুট ফাইল এক্সপ্লোর করা যায় এমন কোন ফাইল ম্যানেজার থাকতে হবে
- ধরে নিলাম উপরের সবকিছু করা আছে আপনার।ফাইল ম্যানেজার এ প্রবেশ করুন। নরমালি ফাইল ম্যানেজার এ ঢুকার পর এসডি কার্ড দেখায়। ওখান থেকে আপনার ডিভাইস ফাইল এ যান।
- এবার দেখুন System>Media> ফোল্ডার এ Bootanimation.zip এবং shutdownanimation.zip এরকম দুইটি ফাইল আছে। চাইলে ভিতরে ঢুকে দেখতে পারেন ভিতরে কি আছে। মূলত এই ফাইল থেকেই ইমেজগুলো এনিমেশন হয়ে শো করে আপনার ডিভাইস এর বুট এর সময়।
চাইলে ফাইল গুলো ডিলিট করে দিতে পারেন। এখন আপনি যে এনিমেশন টি ইউজ করবেন তার ফাইল এখানে Paste করতে হবে অথবা আগেরটি রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করে তা হয়তো আপনাকে বলে দিতে হবেনা নতুন করে আর যদিও বলা লাগে তাহলে বলবো আপনার করার দরকার নেই কারন ডিভাইস এর যেকোনো ক্ষতি হয়ে যেতে পারে যদি আপনি অনভিজ্ঞ হন।
- নতুন ফাইল টি এখানে রাখার পর মেইক সিউর ফাইল পারমিশন নিচের ছবির মতো আছে নাহলে কিন্তু কাজ করবে না
এই গেলো একটি মেথড। আরেকটি মেথড আছে যা ইউজ করে নরমালি আপনি করতে পারবেন তা হলো একটি অ্যাপ ইন্সটল করতে হবে।
অ্যাপ এর প্লে স্টোর লিংক- Boot Animations ★ root
ব্যাস হয়ে গেলো বুট এনিমেশন পরিবর্তন!! এখন কথা হলো এনিমেশন ফাইল পাবো কোথায়?? আসলে গুগল এ সার্চ করলে অনেক গুলো পাবেন তবুও যেহেতু এখানে কষ্ট করে এই টিউটোরিয়াল টি দেখলেন তার জন্যে আমি কিছু এনিমেশন এর ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।
Swing animation with background
Rotate animation with background
Swing animation without background
Rotate animation without background
Download Kitkat Boot Animation- Download
Download Jellybean animation- Download
এরকম আর অনেক এনিমেশন ডাউনলোড করতে দেখতে পারেন নিচের সাইটটি।
http://androidbootanimation.com/
পোস্টটি BD DROID থেকে নেয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন