নোকিয়া স্মার্ট/symbian ফোন অনেক সময়ই
ভাইরাস এ আক্রান্ত হয় । আবার ভাইরাস
ছাড়া ও এইগুলো অনেক সময় ধীরগতির হয় এ যাই । অধিকাংশ ব্যাবহার কারীই তখন উপায়ান্তর না দেখে
সার্ভিস সেন্টার গিয়ে ফোনটি ফ্ল্যাশ করান ।এ সমস্যা কিন্ত নিজেও সমধান করা যেতে পারে । প্রথমে সেট টি বন্ধ করে
সিম ও মেমোরি কার্ড টি
খুলে নিন । এবার * , 3 ,
send বাটন
পর্যন্ত বাটন গুলো চেপে ধরে রাখতে হবে । সেটটি অন হয়ে গেলে দেখবেন এটি একেবারে নতুন এর মত হয়ে গেছে ।তবে আপনার সেটটি যদি হয় নোকিয়ার বর্তমান মডেল এর অথবা যেগুলোতে তে কী বোর্ড নেই (যেমন -5800) সে ক্ষেত্রে send, menu এবং camera বাটনগুলো একসঙ্গে চাপুন এবং তারপর পাওয়ার বাটন চেপে মোবাইল অন করুন । সেট পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বাটন গুলো ছাড়বেন না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন