আসুন কম্পিউটারের হার্ডওয়্যার এর সম্পর্কে কিছু জানি।
হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং ছোঁয়া যায়, যার কাঠামো আছে। কম্পিউটার হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসকল অংশ যেগুলো ছোঁয়া যায়, দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড ইত্যাদি। কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন প্রকার যন্ত্রাশ দিয়ে একটি পারসোনাল কম্পিউটার তৈরি হয়। এরপর এতে অপারেটিং সিস্টেম ইন্সটল করা হয় এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করা হয়।হার্ডওয়্যারের শ্রেণী করণ
- ইনপুট যন্ত্রাংশ – যেসকল যন্ত্রাংশ দ্বারা কম্পিউটারকে নির্দেশ প্রদান করা হয় তাকে ইনপুট বলে। যেমন মাউস দ্বারা কম্পিউটারকে নির্দেশ দেয়া হয়। তাই মাউস একটি ইনপুট যন্ত্র।
- প্রক্রিয়াকরণ যন্ত্রাংশ – যেসকল যন্ত্রাংশ দ্বারা কম্পিউটার প্রদত্ত নির্দেশ প্রসেস বা প্রক্রিয়া করে তাকে প্রসেসিং যন্ত্রাংশ বলে। যেমন মাউস দ্বারা যে নির্দেশ দেয়া হয় তা মাউস পোর্টের মাধ্যমে মাদারবোর্ডে পৌছে, এবং প্রসেস হয়। তাই মাদারবোর্ড একটি প্রক্রিয়াকরণ যন্ত্র।
- আউটপুট যন্ত্রাংশ – যেসকল যন্ত্রাংশ দ্বারা কম্পিউটারকে প্রদত্ত নির্দেশের ফলাফল দেখা যায় তাকে আউটপুট বলে। যেমন মাউস দ্বারা কোন নির্দেশ দিলে তার ফলাফল কি হল তা মনিটরে দেখা যায়। তাই মনিটর একটি আউটপুট যন্ত্র।
- সংরক্ষন যন্ত্রাংশগুলি – যে সকল যন্ত্রাংশ দ্বারা প্রক্রিয়াকৃত তথ্য বা ফলাফল সংরক্ষন করা হয় তাকে স্টোরেজ বা সংরক্ষন অংশ বা যন্ত্রাংশ বলে। যেমন সিডি রম। প্রক্রিয়াকৃত তথ্য সিডিরম দ্বারা খালি সিডিতে সংরক্ষন করা যায়
সাধারণ নির্দেশ দেয়ার যন্ত্রগুলি
- মাউস
- অপটিক্যাল মাউস
- ট্র্যাকবল
- টাচস্ক্রীন
- লাইট পেন
- টাচপ্যাড
- ডিজাইনের ভিত্তিতে
- কিউট্রি
- এজাট্রি
- ল্যাপটপ আকারের
- থাম্ব আকারের
- এরোগনমিক
- ভাঁজ করা যায় এমন কিবোর্ড
- সংযোগ এর ভিত্তিতে
- পিএস/২
- ইউএসবি
- ব্লুটুথ
- ইনফ্রারেড
- রেডিও ফ্রিকোয়েন্সি
- বিশেষ কিবোর্ড
- ইন্টারনেট
- মাল্টিমিডিয়া ও গেমস
- ভার্চুয়াল
- জয়স্টিক
- গেম প্যাড
- গেম কন্ট্রোলার
- ডিজিটাল ক্যামেরা
- ওয়েবক্যাম
- স্ক্যানার
- ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
- বারকোড রিডার
- থ্রীডি স্ক্যানার
- লেজার রেন্জফাইন্ডার
- আলট্রাসনোগ্রাফি
- মাইক্রোফোন
- মিডি কিবোর্ড
- ডিজিটাইজার পেন
- ট্যাবলেট
- প্রসেসর
- ইন্টেল প্রসেসর
- পেন্টিয়াম ১
- পেন্টিয়াম ২
- পেন্টিয়াম ৩
- পেন্টিয়াম ৪
- পেন্টিয়াম ৪ ইক্সট্রিম
- পেন্টিয়াম ডি
- পেন্টিয়াম ইক্সট্রিম এডিশন
- সেলেরন
- পেন্টিয়াম ডুয়াল কোর (Dual Core)
- কোর ডুয়ো
- কোর ২ ডুয়ো
- কোর ২ কোয়াড
- কোর ২ ইক্সট্রিম
- আই কোর
- কোর আই ৩ (Core i3)
- কোর আই ৫ (Core i5)
- কোর আই ৭ (Core i7)
- কোর আই ৯ (Core i9)
- এটম (Atom)
- সেনট্রিনো (Centrino)
- সেনট্রিনো ২ (Centrino 2)
- সেনট্রিনো ডুয়ো/সলো (Centrino Duo/Solo)
- ইন্টেল প্রসেসর
- এএমডি (এডভান্স মাইক্রো প্রসেসর) প্রসেসর
- ফেনম (Phenom)
- ফেনম ২ এক্স৬ (Phenom II X6)
- ফেনম ২ এক্স৪ (Phenom II X4)
- ফেনম ২ এক্স৩ (Phenom II X3)
- ফেনম ২ এক্স২ (Phenom II X2)
- ফেনম ১ এক্স৩ (Phenom I X3)
- ফেনম ১ এক্স৪ (Phenom I X4)
- টারিয়ন (Turion)
- টারিয়ন ২ আল্ট্রা (Turion II Ultra)
- টারিয়ন ২ (Turion II)
- এথলন (Athlon)
- এথলন ২ এক্স২ (Athlon II X2)
- এথলন নিও এক্স২ (Athlon Neo X2)
- এথলন নিও (Athlon Neo)
- সেমপ্রন (Sempron)
- ফেনম (Phenom)
- র্যাম (র্যানডম একসেস মেমোরি)
- স্ট্যাটিক র্যাম (SRAM)
- ডাইনামিক র্যাম (DRAM)
- ফার্স্ট পেজ মোড ডাইনামিক র্যাম (FPM DRAM)
- ইক্সটেনডেড ডেটা-আউট ডাইনামিক র্যাম (EDO DRAM)
- সিঙ্ক্রনাইস ডাইনামিক র্যাম (SDRAM)
- ডাবল ডেটা রেট সিঙ্ক্রনাইস ডাইনামিক র্যাম (DDR SDRAM)
- র্যামবাস ডাইনামিক র্যাম (RDRAM)
- ক্রেডিট কার্ড মেমোরি (Credit Card Memory)
- পিসিএমসিআইএ মেমোরি কার্ড (PCMCIA Memory Card)
- সিএমওএস র্যাম (CMOS RAM)
- ভির্যাম (VRAM)
- এসজি র্যাম (SGRAM)[১৬][১৭]
- রম (রিড ওনলি মেমোরি)
- ইপিরম (EPROM)
- ইইপিরম (EEPROM)
- ইএরম
- ফ্ল্যাসরম
- ভিডিও কার্ড
- পিসিআই ইক্সপ্রেস (PCI Express)
- এজিপি (AGP)
- পিসিআই (PCI)
- নেটওয়ার্ক যন্ত্রাংশ
- মডেম
- নেটওয়ার্ক কার্ড
- প্রিন্টার
- লাইন প্রিন্টার(Line Printer)
- ডেইজি হুইল (Daisy Wheel)
- ডট মেট্রিক্স প্রিন্টার (Dot Matrix Printers)
- ইন্কজেট প্রিন্টার (Inkjet Printers)
- লেজার প্রিন্টার (Laser Printers)
- স্ন্যাপশট প্রিন্টার (Snapshot Printer)
- থার্মাল ওয়েক্স (Thermal Wax Printer)
- স্পিকার
- হেডফোন
- মনিটর
- এলসিডি (Liquid Crystal Display)
- সিআরটি (Cathode Ray Tube)
- টিটিএল (TTL monitor)
- এইচডি
- প্লাজমা (Plasma)
- টাচস্ক্রিন
- এলইডি (light-emitting diode)
- ওএলইডি (Organic Light-Emitting Diode)
- প্রোজেক্টর
- সংরক্ষন উপযোগী সিডি/ ডিভিডি
- আই/ও স্ট্রাকচার
- এক্সপানশন বাস কার্ড এবং স্লট
- পোর্ট
- সিরিয়াল
- প্যারালাল
- এসসিএসআই
- মিডি
- প্রাথমিক মেমোরি
- রম
- সহায়ক মেমোরি
- অপটিকাল/ সিডি/ ডিভিডি/ বিডি রম
- সিডি/ ডিভিডি
- রিরাইটেবল সিডি/ ডিভিডি
- ব্লু-রে
- রাইটেবল ব্লু-রে
- এইচডি ডিভিডি
- ফ্লপি ডিস্ক
- ইউএসবি ফ্লাস ড্রাইভ
- পেন ড্রাইভ
- এক্সটারনাল হার্ডড্রাইভ
- টেপ ড্রাইভ
- হার্ড ডিস্ক
- র্যাম
- সিমোস
- পেপার টেপ
- ম্যাগনেটিক টেপ
- পাঞ্চ কার্ড
- অপটিকাল/ সিডি/ ডিভিডি/ বিডি রম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন