কিভাবে আপনি ফ্রেন্ডলিস্ট লুকিয়ে রাখবেন আপনার বন্ধুর কাছ থেকে।
আমার মতো অনেকেই ফ্রেন্ডলিষ্ট হাইড করে রাখতে চান ।
আমার প্রোফাইল দেখুন ফ্রেন্ডলিষ্টে কাউকে খুজে পাবেন না
এটা খুবই সাধারন একটা টিপস; কিন্তু অনেকেই তা
জানে আবের অনেকে জানে না। তাই তাদের জন্য এটা বিস্তারিত শেয়ার করছি।
এবার স্ক্রোল বারটা সামান্য নিচে নামালে বা মাউসের চাকা/স্ক্রুল ঘুরালে টাইমলাইন বার দেখা যাবে।
তারপর বাম পাশে Timeline থেকে Friends এ ক্লিক করুন
এবার ডান পাশে Edit অপশন থেকে ক্লিক করে Only Me করে দিন।
এরপর থেকে দেখবেন আর কেউ আপনার ফ্রেন্ডলিষ্ট দেখতে পারছে না।
কিছু প্রয়োজনীয় ফেসবুক শর্টকাট
ফেসবুক এর এক পেজে থাকা অবস্থায় নিচের শর্টকাটগুলোর মাধ্যমে অন্যান্য Tab এ যেতে পারবেন :
>> Search Box এ যাওয়ার জন্য Alt+ ?
>> নতুন Message লেখার জন্য Alt+M এটি কেবল Google Chrome এবং Mozilla Firefoxব্রাউজারের
জন্য।>> Google Chrome ব্যবহারকারীরা Facebook এর হোমপেজে যাওয়ার জন্য Alt+1 কমান্ড দিবেন।
Alt+1+Enter কমান্ড Internet Explorer এর জন্য এবং Shift+Alt+1 হচ্ছে Mozilla Firefox এর
জন্য। >> Profile Page এ যাওয়ার জন্য Alt+2 কমান্ড দিবেন Google Chrome এর বেলায় ।
Alt+2+Enter হচ্ছে Internet Explorer এবং Shift+Alt+2 হচ্ছে Mozilla Firefox এর জন্য।
>> Friend Request এর তালিকা দেখতে Alt+3 কমান্ড Google Chrome এর জন্য, Alt+3+Enter কমান্ড Internet Explorer এর জন্য এবং Shift+Alt+3 কমান্ড Mozilla Firefoxএর জন্য।
>> Messages ইনবক্স এ যাওয়ার জন্য Google Chrome ব্যবহারকারীরা Alt+4 কমান্ড
দিবেন, Alt+4+Enter কমান্ড দিবেন Internet Explorer এবং Shift+Alt+4 কমান্ড Mozilla Firefoxএর জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন