মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

ব্লগস্পট সাইটে কিভাবে স্টিকি পোষ্ট করবেন তা জেনে নিন


ব্লগস্পট সাইটে কিভাবে স্টিকি পোষ্ট করবেন তা জেনে নিন

সসালামু ওয়ালাইকুম 
আশাকরি সবাই ভাল আছেন আজকের টাইটেল দেখেই বুঝে গেছেন টিউনের বিষয়বস্তু কি?তবে যারা বুঝেন নি তাদের জন্যে আর ও একবার বুঝায়ে বলি  আপনি যদি চান আপনার ব্লগস্পট সাইটে আপনার পোষ্ট টা সবার উপরে থাক তা অনায়াসে আপনি করতে পারবেন
আসুন কিভাবে করবেন?
১.সর্ব প্রথমে আপনি আপনার কাঙ্খিত পোষ্টটি পাবলিশ করুন
২. তারপর ঐ পোস্টের edit এ যান নিচের চিত্র দেখুন

৩.আপনি যেদিন পোষ্ট করবেন ঐ দিনের তারিখের স্থানে ভবিষ্যতের কোন  তারিখ সেট করে দিন যেমন. 
আজ যদি -০4-১৩ তারিখে আপনি  পোস্ট করেন তাহলে

আজকের তারিখ না দিয়ে তারিখের স্থান থেকে তারিখ পরিবর্তন করে দিলেন ০15-০-১৩ তাহলে 15 তারিখ না আসা পর্যন্ত পোস্টটি সবার উপরে থাকবে তরিখটা কিভাবে বসাবেন ভাল করে বোঝার জন্য একটা চিত্র দিয়ে দিলাম
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন