মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪
সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪
কেমন হয় ! যদি আপনার ছবি কথা বলে ?
বিসমিল্লাহির রাহমানীর রাহীম।
আসসলামুওয়াইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? এন্ড্রয়েড নিয়ে আমার কিছু বলার
নেই। আপনারা আমার থেকেও অনেক ভাল জানেন। আজ যে দিকে তাকাই সেদিকেই একটাই
নাম আর সেটা হচ্ছে “এন্ড্রয়েড”। কি না হয়! এন্ড্রয়েড ফোন দিয়ে। লক্ষ লক্ষ
এন্ড্রয়েড অ্যাপস আছে গুগল প্লে তে। আমাদের শুধু খুজতে হয় কাজের অ্যাপস।
তাই আজ আমি আপনাদের ৩.৫৭ ডলার মুল্যের সফটওয়্যার একদম ফ্রীতে দিয়ে দিলাম
PhotoSpeak 3D Talking Photo । যা আপনাকে অবাক করে দেবে। আপনার ছবি কথা
বলবে, ছবিকে চশমা ও চুল লাগিয়ে দিতে পারবেন। তাহলে আসুন এবার আপনার
বন্ধুকেও অবাক করে দিন। আর ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে নিন।
এখান থেকে ডাউনলোড করুন ***তথ্যপ্রযুক্তি বিষয়ক নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন***
আপনার যেকোন ফাইলকে হাইড বা আনহাইড করুন পৃথিবীর সবথেকে সহজ উপায়ে!
“পরম করুণাময় আল্লাহ’র নামে শুরু করছি”
‘আসসালামু আলাইকুম’
সুপ্রিয় ভিজিটরবৃন্দ কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল।আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই পোষ্ট টি আপনাদের সাথে শেয়ার করছি,সবাই দেখুন আশা করি ভাল লাগবে এবং আপনার অবশ্যই কাজে লাগবে।
আজ আমি আপনাদের সাথে কোন ফোল্ডার কীভাবে খুব সহজ উপায়ে হাইড বা আনহাইড করতে পারেন তা নিয়ে কথা বলব।ধরুন আপনার D ড্রাইভে একটি গেমস আছে সেই গেমস টি নিয়ে বেশ ঝামেলায় আছেন যেমন হতে পারে ছোট ভাই-বোন সারাক্ষণ এটা নিয়ে বসে থাকে বা কোন বন্ধু এই ফাইলটি নিতে চায় বাট আপনি তার সাথে এই গেমস টি শেয়ার করতে চান না,এখন আপনি যদি কোন সফটওয়্যার দ্বারা ফাইলটি প্রটেক্ট করেন তাহলে সে বুঝে যাবে যে আপনি তাকে গেমস টি দিতে চান না এতে বন্ধুর সাথে মনোমালিন্য হতে পারে।
তাই আমি আজ আপনার সাথে পৃথিবী’র সবথেকে সহজ নিয়মে কীভাবে ফাইল লুকিয়ে রাখা যায় সেটা বর্ণনা করব।আরেক টি কথা হল আপনি এই নিয়ম ছারাও আরো উপায়ে ফাইল লুকিয়ে রাখতে পারবেন,হয়তো অনেকেই এই ট্রিকটি জেনে থাকতে পারেন যারা যানেন না শুধু তারাই পোষ্ট টি দেখুন। তাহলে চলুন জেনে নিই কীভাবে সবচেয়ে সহজ উপায়ে আপনি ফাইল হাইড বা আনহাইড করবেন-
১) প্রথমে যে ফাইলটি লুকাতে চান সেখানে যান,ধরুন আপনি Virtual Fighter ফাইলটি লুকিয়ে রাখবেন তাহলে সেখানে যান ও এই ফাইলের Properties এ ক্লিক করুন।
২) এবার সেখানে দেখুন Hidden অপশন আছে,সেখানে দেওয়া বক্সটি মার্ক করুন।এবং Ok প্রেস করে বের হয়ে আসুন।
আপনার এই উইন্ডো টি একবার রিফ্রেশ দিন দেখুন আপনার এই ফাইলটি আর এখানে নেই অর্থাৎ ফাইলটি হাইড হয়ে গেছে।
◊এখন কথা হল লুকানো ফাইলটি আপনার যেকোন সময় দরকার পড়তে পারে সেক্ষেত্রে আপনার করনীয় কী বা কীভাবে ফাইলটি আনহাইড করবেন? চলুন দেখি কীভাবে সহজ উপায়ে কাজটি করা যায়-
১) প্রথমে My Computer থেকে Folder Options এ যান।আর যারা অপারেটিং সিস্টেম এক্সপি ইউস করেন তারা সরাসরি Tools এ ক্লিক করে সবার নিচে Folder Options এ চলে যান।
২) এখন একটি বক্স আপনার সামনে এসেছে সেখানে View তে ক্লিক করুন।এবার Show Hidden Files এর নিচে Show Hidden Files and Folder এই অপশন টি মার্ক করুন ও Ok চেপে বের হয়ে আসুন।
৩) এখন আপনার লুকানো ফাইলটির Properties এ পুনারায় ক্লিক করুন ও Hidden লেখাটি আনমার্ক করে দিন।
৪) এবার Ok প্রেস করে বের হয়ে আসুন ও উইন্ডো টি একটি রিফ্রেশ দিন এবং আপনার লুকানো ফাইলটি ফিরে পান।
আশা করি এই পোষ্ট টি আপনার কাজে আসবে।এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না।
নিজেই হয়ে যান ডিজাইনার- সাজিয়ে নিন নিজের টাইমলাইন ফটোশপ জানেন না ??!!…..নো প্রব্লেম……
আপনাদের জন্য একটি উদাহরন: প্রথমে এই সাইটে যান এবং দেখে আসুন উনার ফেসবুকের কভার ফটো বা টাইমলাইন ফটোটা।
লিংকঃ https://www.facebook.com/adeeba.abrar.52কি দেখলেন ???……. অনেক মজার না !!!…এরচেয়েও বেশী মজা করে বানান আপনার টাইমলাইন…
আপনার মেধাটা একটু খাটাবেন এখানে তাহলেই হয়ে যাবে জটিল একটি টাইমলাইন।
এজন্য আপনি এই সাইটে যানঃ http://timelinecoverbanner.com/11/paper-texture-facebook-timeline-banner-background/?v=2
এটি একটি অনলাইন ফেসবুক কভার ফটো তৈরী করার সাইট ।
এখানে আপনি বিনামূল্যেই আপনার টাইমলাইনের জন্য ডিজাইন করতে পারবেন ।
কিন্তু কিভাবে করবেন ????
আসুন আপনাদের শিখিয়ে দিই কিভাবে কি করবেন ।
আপনি উল্লিখিত সাইটে যাবার পর নিচের মতো একটি উইন্ডো আসবে।
এটি একটি ফাঁকা ফ্রেম, এর মধ্যেই আমরা কাজ করব ।প্রথমে আপনি গোল লাল চিহ্নিত অংশে খেয়াল করুন, সেখানে লেখা আছে ‘আপলোড ব্যাকগ্রাউন্ড’- এই অংশে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ছবি কোথায় সেভ করা আছে তা দেখিয়ে সেখান থেকে ওপেন করুন ।যেমন আমি একটি ছবি নিলাম- তার নাম “সেভ দ্যা ওয়াটার”…..নিচের চিত্রের মতো আসবে দেখুন।
উপরেরর ছবিতে লাল চিহ্নিত বক্সে এডিটর গুলো দিয়ে আপনি কোন টেক্সট লেখতে পারবেন, কোন কিছু মুছতে পারবেন ইত্যাদি..আপনি চাইলে ব্যবহার নাও করতে পারেন কোন সমস্যা নাই…।
মাউস পয়েন্টার দিয়ে আপনি ছবি উপর নিচ করতে পারবেন।
ছবি আপলোডের পালা শেষ, এবার উপরের ছবিতে সবুজ গোল চিহ্নিত স্থানে ক্লিক করে আপনার প্রোফাইলের ছবি save করুন।
তারপর কমলা কালারের গোল চিহ্নিত স্থানে ক্লিক করে আপনার টাইমলাইন কভার ফটো save করুন। ব্যস, হয়ে গেল আপনার কভার ডিজাইন।
এখন আপলোড করে দিন আপনার প্রোফাইল পিকচার এবং কভার পিকচার……..দেখুন কেমন লাগে ……. তাহলে শেষমেষ আপনিই করলেন……
পিসি অফ না করেই রাতে ঘুম? এবার পিসি নিজে নিজেই অফ হবে আপনি রাতে ঘুমিয়ে গেলেও
এই ছুটিতে তো আমার মত
অনেকেই আছেন অনেক রাত পর্যন্ত কম্পিউটার এ বসে থাকেন, মুভি দেখেন। তাই না?
আমি ল্যাপটপ কোলে নিয়ে মুভি দেখতে থাকি, দেখতে দেখতে ঘুমিয়ে যাই। ল্যাপটপ
বেচারা সারারাত চলতে থাকে। আমার মনে হয় আমার মত আরো অনেকেই আছেন যারা রাতে
কম্পিউটার অন রেখে ঘুমিয়ে যান এবং সকালে উঠে আফসোস করেন।
আপনাদের জন্যই নিয়ে এসেছি আজকের এই ট্রিক টি। এখন রাতে কম্পিউটার অন রেখে ঘুমিয়ে গেলে কম্পিউটার ও আপনার সাথে ঘুমিয়ে যাবে। বেচে যাবে আপনার বিদ্যুৎ খরচ সাথে বাচবে আপনার কম্পিউটার এর প্রাণ ও! তাহলে চলুন দেখে নেয়া যাক এই কাজের কাজী ট্রিক টি…
এই ট্রিক টির জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করবো না। আমরা উইন্ডোজ এর ডিফল্ট একটি প্রোগ্রাম ব্যবহার করে এই কাজ টি করবো। উইন্ডোজ এর সেই ডিফল্ট প্রোগ্রাম টি হল Task Scheduler. এর সাহায্যে আমরা উইন্ডোজ কে কমান্ড দিবো, যেন আমরা ঘুমিয়ে গেলে উইন্ডোজ নিজে নিজে বন্ধ হয়ে যায়
কিন্তু উইন্ডোজ বুঝবে কি করে যে আপনি ঘুমিয়ে গেছেন? এখনকার কম্পিউটার তো এতটা বুদ্ধিমান না। আমরা এই কাজ টি একটু অন্য ভাবে করবো।আমরা উইন্ডোজ কে বলবো যদি আমার কম্পিউটার ৩০ মিনিট ধরে আইডল থাকে, অর্থাৎ কম্পিউটার টি ৩০ মিনিট ব্যবহার না করা হয় তাহলে বুঝবে আমি ঘুমিয়ে গেছি এবং কম্পিউটার অফ করে দিবে। তাহলে চলুন দেখে নেই, উইন্ডোজ কে কিভাবে আমরা এই কমান্ড দিবো।
Task Scheduler ওপেন করতে আপনার উইন্ডোজ এর স্টার্ট মেনু তে যান। সেখান থেকে কন্ট্রোল প্যানেল এ যান। কন্ট্রোল প্যানেল থেকে Administrative Tools ওপেন করুন।
নতুন একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Task Scheduler ওপেন করুন।
Task Scheduler উইন্ডো এর ডান পাশে Create Task এ ক্লিক করুন।
এখানে আপনার টাস্ক এর জন্য একটি নাম দিন। নিচের মত করে সেটিং করুন।
এবার Triggers ট্যাব এ যান এবং New বাটন এ ক্লিক করুন। এই উইন্ডো তে শিডিউল সেটাপ করুন। এখানে এমন একটি সময় নির্বাচন করুন যেটি মধ্য রাত হয়।
এবার Actions ট্যাব এ যান। প্রোগ্রাম বক্স এ shutdown লিখুন। আরগুমেন্ট বক্স এ /s দিন। আপনি যদি আপনার পিসি ফোর্স শাটডাউন করতে চান, অর্থাৎ রানিং সব অ্যাপ অফ করে উইন্ডোজ শাটডাউন করতে চান তাহলে /s /f লিখুন।
এবার Conditions ট্যাব এ যান। এবার আপনার কম্পিউটার আইডেল এর সময় ঠিক করুন। আপনার কম্পিউটার কত সময় আইডল থাকলে এই টাস্ক রান হবে, কত সময় পরে আইডল হবে ইত্যাদি।
সর্বশেষ Settings ট্যাব এ গিয়ে নিচের মত ক্রএ সেটিং করে নিন। যদি এই টাস্ক টি ফেইল হয় তবে কয়বার চেষ্টা করবে, কতখন পরপর চেষ্টা করবে ইত্যাদি।
বেস! এবার ওকে করে বেরিয়ে আসুন। আর কোন ঝামেলা নেই। এবার প্রতি রাতে আপনি ঘুমিয়ে গেলে আপনার পিসি ও ঘুমিয়ে যাবে আপনার সাথে
নিয়মিত আমার টিউনের আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » কম্পিউটার লাভার (ক্লিক করে আপনার ইমেইল দিন এবং ইমেইল থেকে ভেরিফাই করুন)
আপনাদের জন্যই নিয়ে এসেছি আজকের এই ট্রিক টি। এখন রাতে কম্পিউটার অন রেখে ঘুমিয়ে গেলে কম্পিউটার ও আপনার সাথে ঘুমিয়ে যাবে। বেচে যাবে আপনার বিদ্যুৎ খরচ সাথে বাচবে আপনার কম্পিউটার এর প্রাণ ও! তাহলে চলুন দেখে নেয়া যাক এই কাজের কাজী ট্রিক টি…
এই ট্রিক টির জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করবো না। আমরা উইন্ডোজ এর ডিফল্ট একটি প্রোগ্রাম ব্যবহার করে এই কাজ টি করবো। উইন্ডোজ এর সেই ডিফল্ট প্রোগ্রাম টি হল Task Scheduler. এর সাহায্যে আমরা উইন্ডোজ কে কমান্ড দিবো, যেন আমরা ঘুমিয়ে গেলে উইন্ডোজ নিজে নিজে বন্ধ হয়ে যায়
কিন্তু উইন্ডোজ বুঝবে কি করে যে আপনি ঘুমিয়ে গেছেন? এখনকার কম্পিউটার তো এতটা বুদ্ধিমান না। আমরা এই কাজ টি একটু অন্য ভাবে করবো।আমরা উইন্ডোজ কে বলবো যদি আমার কম্পিউটার ৩০ মিনিট ধরে আইডল থাকে, অর্থাৎ কম্পিউটার টি ৩০ মিনিট ব্যবহার না করা হয় তাহলে বুঝবে আমি ঘুমিয়ে গেছি এবং কম্পিউটার অফ করে দিবে। তাহলে চলুন দেখে নেই, উইন্ডোজ কে কিভাবে আমরা এই কমান্ড দিবো।
Task Scheduler ওপেন করতে আপনার উইন্ডোজ এর স্টার্ট মেনু তে যান। সেখান থেকে কন্ট্রোল প্যানেল এ যান। কন্ট্রোল প্যানেল থেকে Administrative Tools ওপেন করুন।
নতুন একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Task Scheduler ওপেন করুন।
Task Scheduler উইন্ডো এর ডান পাশে Create Task এ ক্লিক করুন।
এখানে আপনার টাস্ক এর জন্য একটি নাম দিন। নিচের মত করে সেটিং করুন।
এবার Triggers ট্যাব এ যান এবং New বাটন এ ক্লিক করুন। এই উইন্ডো তে শিডিউল সেটাপ করুন। এখানে এমন একটি সময় নির্বাচন করুন যেটি মধ্য রাত হয়।
এবার Actions ট্যাব এ যান। প্রোগ্রাম বক্স এ shutdown লিখুন। আরগুমেন্ট বক্স এ /s দিন। আপনি যদি আপনার পিসি ফোর্স শাটডাউন করতে চান, অর্থাৎ রানিং সব অ্যাপ অফ করে উইন্ডোজ শাটডাউন করতে চান তাহলে /s /f লিখুন।
এবার Conditions ট্যাব এ যান। এবার আপনার কম্পিউটার আইডেল এর সময় ঠিক করুন। আপনার কম্পিউটার কত সময় আইডল থাকলে এই টাস্ক রান হবে, কত সময় পরে আইডল হবে ইত্যাদি।
সর্বশেষ Settings ট্যাব এ গিয়ে নিচের মত ক্রএ সেটিং করে নিন। যদি এই টাস্ক টি ফেইল হয় তবে কয়বার চেষ্টা করবে, কতখন পরপর চেষ্টা করবে ইত্যাদি।
বেস! এবার ওকে করে বেরিয়ে আসুন। আর কোন ঝামেলা নেই। এবার প্রতি রাতে আপনি ঘুমিয়ে গেলে আপনার পিসি ও ঘুমিয়ে যাবে আপনার সাথে
নিয়মিত আমার টিউনের আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » কম্পিউটার লাভার (ক্লিক করে আপনার ইমেইল দিন এবং ইমেইল থেকে ভেরিফাই করুন)
উইন্ডোজ এর “Run” অপশনের জন্য ৫০ টি প্রয়োজনীয় শর্টকাট
আচ্ছালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি ও আছি ভালোই আলহামদুলিল্লাহ্। যাই হোক আজ আমি যেই পোস্ট টির কথা বলছি সেটি সম্পর্কে অনেকে হয়তো জানেন, যারা না জানেন তারা দেখে নেন কাজে লাগতে পারে।
আমরা প্রয়জনের তুলনায় RUN (Win + R ) এর ব্যবহার খুব কম করি। এবার কিছু সার্টকার্ট কী থেকে Run অপশন একবার ব্যবহার করে দেখেন।
দেখুন আপনার ব্যবহার কতটা দ্রুত এবং মজাদার :
যেমন ক্যালকোলেটর এর জন্য শুধু RUN এ গিয়ে calc লিখে এন্টার ……… বাস Calculator হাজির।
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি ও আছি ভালোই আলহামদুলিল্লাহ্। যাই হোক আজ আমি যেই পোস্ট টির কথা বলছি সেটি সম্পর্কে অনেকে হয়তো জানেন, যারা না জানেন তারা দেখে নেন কাজে লাগতে পারে।
আমরা প্রয়জনের তুলনায় RUN (Win + R ) এর ব্যবহার খুব কম করি। এবার কিছু সার্টকার্ট কী থেকে Run অপশন একবার ব্যবহার করে দেখেন।
দেখুন আপনার ব্যবহার কতটা দ্রুত এবং মজাদার :
যেমন ক্যালকোলেটর এর জন্য শুধু RUN এ গিয়ে calc লিখে এন্টার ……… বাস Calculator হাজির।
এগুলো Run অপশনে গিয়ে লিখুন
- Add/Remove Programs – appwiz.cpl
- Adobe Photoshop (if installed)- photoshop
- Bluetooth Transfer Wizard – fsquirt
- Calculator – calc
- Control Panel – control
- Date and Time Properties – timedate.cpl
- Firefox (if installed)- firefox
- Free Cell Card Game- freecell
- Game Controllers- joy.cpl
- Help and Support- helpctr
- Internet Explorer- iexplore
- Pinball Game – pinball
- Power Configuration – powercfg.cpl
- Printers and Faxes – control printers
- Printers Folder – printers
- Real Player (if installed)- realplay
- Registry Editor – regedit
- Remote Access Phonebook – rasphone
- Remote Desktop – mstsc
- Scanners and Cameras – sticpl.cpl
- Scheduled Tasks – control schedtasks
- Shuts Down Windows – shutdown
- Microsoft Chat – winchat
- Microsoft Excel (if installed) – excel
- Microsoft Movie Maker – moviemk
- Microsoft Paint – mspaint
- Microsoft Powerpoint (if installed)- powerpnt
- Mouse Properties – control mouse
- Mouse Properties – main.cpl
- Network Setup Wizard – netsetup.cpl
- Notepad – notepad
- On Screen Keyboard – osk
- Opens AC3 Filter (If Installed) – ac3filter.cpl
- Outlook Express – msimn
- Paint – pbrush
- Keyboard Properties – control keyboard
- System Configuration Editor – sysedit
- System Configuration Utility – msconfig
- System Information – msinfo32.
- Task Manager – taskmgr
- System Properties – sysdm.cpl
- Task Manager – taskmgr
- Windows Explorer – explorer
- Windows Firewall- firewall.cpl
- Windows Magnifier- magnify
- Windows Media Player – wmplayer
- Windows Messenger – msmsgs
- Windows XP Tour Wizard – tourstart
- Wordpad – write
কম্পিউটারের প্রাথমিক সমস্যা ও সহজ সমাধান গুলো জেনে রাখুন!
কম্পিউটার
ব্যবহারকারীরা বিভিন্ন সময় নানা সমস্যার সম্মুখিন হয়ে থাকেন। সাধারণ
সমস্যার পাশাপাশি ব্যবহারকারীরা বৈচিত্রপূর্ণ সমস্যার সম্মুখিন হওয়াও নতুন
কিছু নয়। বিভিন্ন সমস্যার একই লক্ষন অথবা বিভিন্ন লক্ষণের একই সমস্যা হয়ে
থাকে। এসব সমস্যায় নতুন ভুক্তভোগীরা সহজে বুঝে উঠতে পারেন না। কিন্তু একই
সমস্যার একাধিকবার মুখোমুখি হলে তা সহজে এবং চিন্তামুক্তভাবে সমাধান করা
যায়। ধরে নেয়া যাক আপনার পিসিটা অন (চালু) হচ্ছে না। তখন আপনি কোন কারণটি
জন্য অন হচ্ছে না বলে মনে করবেন? আমার ধারণা অনুযায়ী কয়েকটি কারণে তা হতে
পারে- যেমন: ০১) পাওয়ার কেবল যথাযথভাবে লাগানো না থাকার কারণে। ০২) পাওয়ার
বাটন/সুইচ নষ্ট হওয়ার কারণে ০৩) মাদার বোর্ডটা নষ্ট হওয়ার কারণে। নিশ্চয়
এখন বুঝে উঠতে সন্দেহ হচ্ছে না যে সমস্যা একই না হলেও লক্ষণ একই। তাই পিসি
টা সরাসরি না দেখে সমাধান দেয়াটা অসম্ভব। যাইহোক আপনাদের
(নতুনদের) সুবিধার্তে কিছু সাধারণ/কমন সমস্যার সমাধান এখানে উল্লেখ করালাম।
(নতুনদের) সুবিধার্তে কিছু সাধারণ/কমন সমস্যার সমাধান এখানে উল্লেখ করালাম।
এজিপি কার্ডের সমস্যা
সমস্যা : পাওয়ার বাটন প্রেস করার পর কয়েকবার বিপ সাউন্ড হওয়া। মনিটরে পাওয়ার না আসা।
সমাধান: এসব সমস্যার সমাধানে এজিপি কার্ডটা খোলে ধুলোবালি পরিষ্কার করে আবার লাগিয়ে দিন। ইনশাল্লাহ্ সমস্যার সমাধান হয়ে যাবে।
র্যামের সমস্যা
সমস্যা : পাওয়ার বাটন প্রেস করার পর এম্ব্যুলেন্স চলার মত সাউন্ড হওয়া।
সমাধান: র্যাম
লুজ হয়ে গেলে এরকম হয়ে থাকে। র্যামটা খুলে প্রপারলি লাগিয়ে দিন। তাতেও
কাজ না হলে র্যাম নষ্ট হয়ে গেছে মনে করে নতুন র্যাম লাগিয়ে পরীক্ষা বা
টেষ্ট করে দেখুন। ইনশাল্লাহ্ সমাধান হয়ে যাবে।
হার্ডডিক্সের সমস্যা
সমস্যা
: পিসি অন করার পর বুট করার সময় একটি নির্দিষ্ট পর্যায় গিয়ে হ্যাং হয়ে
যাওয়া। পিসির স্পীড বা গতি কমে যাওয়া। প্রত্যেকবার অন করার সময় স্কেনডিক্স
চালু হয়ে যাওয়া। চালু অবস্থায় হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পর রিস্টার্ট করার
পর হার্ডডিক্স খোঁজে না পাওয়া।
সমাধান: এক্ষেত্রে
হার্ডডিক্স ফরমেট করে নতুনভাবে অপরেটিং সিষ্টেম চালু করুন। ইনশাল্লাহ্
সমাধান হয়ে যাবে। তবে অন্য কারণেও একই সমস্যা হতে পারে।
পাওয়ার সাপ্লাই এর সমস্যা
সমস্যা : পিসি অন না হওয়া, কেন কারণ ছাড়া হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এবং রিষ্টার্ট না হওয়া। ঘন ঘন হ্যাং হয়ে যাওয়া।
সমাধান: পাওয়ার সাপ্লাই পারফেক্ট না হওয়ার কারণে এসব সমস্যা দেখা যায়। ভাল পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখুর ইনশাল্লাহ্ সমাধান হয়ে যাবে।
কুলিং ফ্যানের সমস্যা
সমস্যা
: স্বাভাবিক কিছুক্ষণ চলার পর পিসি শার্টডাউন হওয়া, রিষ্টার্ট হওয়া, হ্যাং
হওয়া। ব্লু স্কীন চলে আসে। সমস্যা হওয়ার পর রিষ্টার্ট দিলে সমাধান হয় না।
কিন্তু কিছুক্ষণ বন্ধ রাখার পর আবার অন করলে স্বাভাবিক হয়।
সমাধান: এই
সমস্যাগুলো কুলিং ফ্যান নষ্ট হয়ে গেলে অথবা ঠিকমত কাজ না করলে হতে পারে।
এমনো হতে পারে পাওয়ার সাপ্লাইয়ের সমস্যার জন্য এসব সমস্যা হচ্ছে।কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রন করুন
আসাসালামু আলাইকুম ।
আশা করি সবাই ভাল আছেন। টেকটিউনসে এটা আমার প্রথম পোষ্ট । কথা না বাড়িয়ে
আসল কথায় আসা যাক। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে, কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রন করবেন।
প্রয়োজনীয় উপকরন :
১. কম্পিউটার।
২. ল্যান (LAN) ক্যাবল।
ধাপ-১: প্রথমে উভয় কম্পিউটারকে LAN দিয়ে সংযুক্ত করুন।
ধাপ-২: তারপর run (Win+r) এ গিয়ে ncpa.cpl লিখে ok দিন।
ধাপ-৩: সেখান থেকে Local Area Connection অথবা Ethernet এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান।
ধাপ-৪: তারপর internet protocol version 4(TCP/ipv4) এ ডাবল ক্লিক করুন। এবার একটা window আসবে সেখানে use the following ip তে ক্লিক করুন।
এবার আপনার কম্পিউটারে নিছের মত করে দিন :
ip-address : 192.168.1.1
subnet-mask: 225.255.255.0
আপনার কম্পিউটারে সাথে সংযুক্ত কম্পিউটারে নিছের মত করে দিন :
ip-address : 192.168.1.২
subnet-mask: 225.255.255.0
তারপর ok দিয়ে বেরিয়ে আসুন।
উভয় কম্পিউটার আসলে LAN দ্বার সংযুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য run(win+r) এ গিয়ে cmd লিখে ok দিলে দেখবেন যে, একটা window আসবে সেখানে ping 192.168.1.2 -t লিখে Enter চাপুন। যাদি সেখানে এ রকম লেখা আসে যে “Riply From 192.168.1.2 : bytes=32 time<1ms TTL=64” তাহলে বুঝবেন দুইটি কম্পিউটার LAN দ্বার সংযুক্ত হয়েছে।
ধাপ-৫ : এবার My Computer এ মাউসের রাইট বাটন ক্লিক করে Properties যান।
ধাপ-৬ : তারপর Change Settings এ ক্লিক করলে দেখবেন যে নিছের মত একটা Window আসবে, সেখানে Remote ট্যাবে ক্লিক করুন।
তারপর Allow Remote Assistance Connections to the Computer এ টিক দিয়ে apply করে ok দিন।
আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রর করতে চান সে কম্পিউটারে ও ধাপ ৪ থেকে ধাপ ৫ এর পূনরাবৃত্তি করুন।
ধাপ-৭ : এবার run (Win+r) এ গিয়ে mstsc লিখে ok দিন।
ধাপ-৮ : তারপর Computer এ আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে চান সে কম্পিউারের নাম বা সেই কম্পিউারের ip-address লিখে connect এ ক্লিক করুন।
দেখবেন যে একটা window আসবে সেখানে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটারের desktop দেখা যাবে। এবার আপনি ইচ্ছামত ঐ কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে পারবেন।
[বি:দ্র:] আপনি connect এ ক্লিক করার সাথে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটার Log Off হয়ে যাবে।
লিখার ক্ষেত্রে কিছু ভুল হলে মাপ করবেন । বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন।
আর সময় হলে এখানে ক্লিরে আমার Website থেকে একটু ঘুরে আসাবেন।
প্রয়োজনীয় উপকরন :
১. কম্পিউটার।
২. ল্যান (LAN) ক্যাবল।
ধাপ-১: প্রথমে উভয় কম্পিউটারকে LAN দিয়ে সংযুক্ত করুন।
ধাপ-২: তারপর run (Win+r) এ গিয়ে ncpa.cpl লিখে ok দিন।
ধাপ-৩: সেখান থেকে Local Area Connection অথবা Ethernet এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান।
ধাপ-৪: তারপর internet protocol version 4(TCP/ipv4) এ ডাবল ক্লিক করুন। এবার একটা window আসবে সেখানে use the following ip তে ক্লিক করুন।
এবার আপনার কম্পিউটারে নিছের মত করে দিন :
ip-address : 192.168.1.1
subnet-mask: 225.255.255.0
আপনার কম্পিউটারে সাথে সংযুক্ত কম্পিউটারে নিছের মত করে দিন :
ip-address : 192.168.1.২
subnet-mask: 225.255.255.0
তারপর ok দিয়ে বেরিয়ে আসুন।
উভয় কম্পিউটার আসলে LAN দ্বার সংযুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য run(win+r) এ গিয়ে cmd লিখে ok দিলে দেখবেন যে, একটা window আসবে সেখানে ping 192.168.1.2 -t লিখে Enter চাপুন। যাদি সেখানে এ রকম লেখা আসে যে “Riply From 192.168.1.2 : bytes=32 time<1ms TTL=64” তাহলে বুঝবেন দুইটি কম্পিউটার LAN দ্বার সংযুক্ত হয়েছে।
ধাপ-৫ : এবার My Computer এ মাউসের রাইট বাটন ক্লিক করে Properties যান।
ধাপ-৬ : তারপর Change Settings এ ক্লিক করলে দেখবেন যে নিছের মত একটা Window আসবে, সেখানে Remote ট্যাবে ক্লিক করুন।
তারপর Allow Remote Assistance Connections to the Computer এ টিক দিয়ে apply করে ok দিন।
আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রর করতে চান সে কম্পিউটারে ও ধাপ ৪ থেকে ধাপ ৫ এর পূনরাবৃত্তি করুন।
ধাপ-৭ : এবার run (Win+r) এ গিয়ে mstsc লিখে ok দিন।
ধাপ-৮ : তারপর Computer এ আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে চান সে কম্পিউারের নাম বা সেই কম্পিউারের ip-address লিখে connect এ ক্লিক করুন।
দেখবেন যে একটা window আসবে সেখানে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটারের desktop দেখা যাবে। এবার আপনি ইচ্ছামত ঐ কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে পারবেন।
[বি:দ্র:] আপনি connect এ ক্লিক করার সাথে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটার Log Off হয়ে যাবে।
লিখার ক্ষেত্রে কিছু ভুল হলে মাপ করবেন । বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন।
আর সময় হলে এখানে ক্লিরে আমার Website থেকে একটু ঘুরে আসাবেন।
ঠিক করুন আপনার যে কোন ধরনের Corrupted পেনড্রাইভ, মেমোরি কোন প্রকার সফটওয়ার ছাড়াই
আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা সবাই, আশা করি ভালোই আছেন।
এটা আমার দ্বিতীয় টিউন। আমি অনেকদিন যাবত এই টিটি তে আছি অনেক কিছু শিথছি । আমি ভাল লিখতে পারিনা, আর কথনও কোন টিউন করি নাই ভয়ে কারন যদি কোন ভুল করি। ভাই আপনারা আমাকে উতসাহিত করলে আমি আরও অনেক নতুন কিছু উপহার দিতে পারব। আশা করি কম্মেন্ট এর মাধ্যমে জানাবেন কেমন হল।কেউ যদি আগে এই রকম কোন টিউন করে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে Corrupted পেনড্রাইভ, মেমোরি কিভাবে ঠিক করা যায়। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনার উইন্ডোজের START এ কিল্ক করে RUN এ গিয়ে cmd লিখে enter চাপুন। নিচের ছবির মত করে ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
পোস্টটি প্রথম এই ব্লোগে প্রকাশ করা হয় ।
আমার ফ্যানপেজে লাইক দিলে অনেক খুশি হব ।
কেমন আছেন আপনারা সবাই, আশা করি ভালোই আছেন।
এটা আমার দ্বিতীয় টিউন। আমি অনেকদিন যাবত এই টিটি তে আছি অনেক কিছু শিথছি । আমি ভাল লিখতে পারিনা, আর কথনও কোন টিউন করি নাই ভয়ে কারন যদি কোন ভুল করি। ভাই আপনারা আমাকে উতসাহিত করলে আমি আরও অনেক নতুন কিছু উপহার দিতে পারব। আশা করি কম্মেন্ট এর মাধ্যমে জানাবেন কেমন হল।কেউ যদি আগে এই রকম কোন টিউন করে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে Corrupted পেনড্রাইভ, মেমোরি কিভাবে ঠিক করা যায়। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনার উইন্ডোজের START এ কিল্ক করে RUN এ গিয়ে cmd লিখে enter চাপুন। নিচের ছবির মত করে ।
তারপর Command Prompt চালু হবে।এখন আপনার স্বাদের কম্পিউটারে Corrupted পেনড্রাইভ বা মেমোরি লাগান।
১ নং ধাপ – এখন প্রথমে টাইপ করুন একসাথে ( diskpart ) তারপর enter চাপুন।
৩ নং ধাপ – যদি disk 1 বা disk 2 হয় তাহলে যথাক্রমে ( select disk 1 বা select disk 2 ) টাইপ করুন এবং enter চাপুন।
৪ নং ধাপ – এখন ( clean ) লিখে enter প্রেস করুন।
৫ নং ধাপ – টাইপ করুন ( create partition primary ) লিখে enter প্রেস করুন।
৬ নং ধাপ – টাইপ করুন ( active ) লিখে enter প্রেস করুন।
৭ নং ধাপ - টাইপ করুন ( select partition 1 ) লিখে enter প্রেস করুন। ( আপনার ড্রাইভ অনুয়ায়ী আগেই বলেছি যথাক্রমে)
৮ নং ধাপ –
টাইপ করুন ( format fs=fat32 ) লিখে enter প্রেস করুন। আপনি চাইলে fat32 এর
বদলে ntfs ফরমেটে ফরমেট দিতে পারেন। ব্যাস আপনার কাজ শেষ এখন
Corrupted পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হতে থাকবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা
করুন। 100% হলে Successfully দেখাবে এখন ( exit ) লিখে enter প্রেস করলে
Command Prompt বন্ধ হবে । এখন My computer ওপেন করে দেখুন ঠিক হয়ে গেছে।
যদি তবুও না পারেন বা কারো অসুবিধা হলে নিচের স্ক্রিনশট ও cmd কোড আপলোড করে দিলাম txt ফাইলে ।ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
পোস্টটি প্রথম এই ব্লোগে প্রকাশ করা হয় ।
আমার ফ্যানপেজে লাইক দিলে অনেক খুশি হব ।
মাউস নষ্ট চিন্তা নেই!!!! কিবোর্ড দিয়ে করুন মাউসের কাজ
কখনো কম্পিউটারে
দরকারি কাজ করতে গিয়ে দেখলেন মাউস অচল হয়ে গেছে।মাউস কাজ না করলে কিবোর্ডের
বিশেষ কয়েকটি বোতাম ব্যবহার করে সহজেই মাউসের কাজ করা যাবে।এ জন্য প্রথমে
সচল যেকোনো মাউস দিয়ে কম্পিউটারের কন্ট্রোল প্যানেলের সেটিংসে কিছু
পরিবর্তন আনতে হবে।
মাইক্রোসফট উইন্ডোজ এক্সপির জন্যঃ
মাই কম্পিউটার থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে ওপরে ডানে View by থেকে Classic view নির্বাচন করে দিন। তালিকায় থাকা Accessibility Options-এ ক্লিক করে পরের উইন্ডো থেকে মাউস ট্যাবে ক্লিক করুন। এখানে Use mouse keys-এ টিক চিহ্ন দিয়ে Apply -এ ক্লিক করে আবার ওকে করে বের হয়ে আসুন।
উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের জন্যঃ
কন্ট্রোল প্যানেলে গিয়ে ওপরে ডানে View by থেকে Large Icon নির্বাচন করে দিন। এবার এখানে Ease of Access Center-এ ক্লিক করে Make the mouse easier to use-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে এখানে Turn on Mouse Keys-এ টিক চিহ্ন দিন। Setup Mouse Keys-এ ক্লিক করে Pointer speed-এর Top Speed থেকে Low এবং High-এর মাঝে প্রয়োজনমতো কারসর নড়ানোর সুবিধাজনক অবস্থান নির্ধারণ করে দিন। এবার কাজ শেষে Apply-এ ক্লিক করে ওকে করে বের হয়ে আসুন। মাউসের কারসর প্রয়োজনমতো সরাতে কম্পিউটারের কিবোর্ডের Num Lock চালু আছে কি না নিশ্চিত হয়ে নিন। না থাকলে তা চালু করে নিন।
কিবোর্ডের নিউমেরিক কি-এর ৪ চাপলে মাউস বাঁয়ে সরতে থাকবে। ৬ চাপলে ডানে, ৮ চাপলে ওপরে এবং ২ চাপলে কারসর নিচে যাবে। আর বাম ক্লিকের জন্য নামপ্যাডের ৫ কি, ডান ক্লিকের জন্য+ কি চাপতে হবে।
নতুন মাউস লাগানোর পর আগের নিয়মে পুনরায় গিয়ে Turn on Mouse Keys-এ টিক তুলে দিয়ে ওকে করলে কিবোর্ড আর মাউসের মতো কাজ করবে না।
নতুন নতুন বাংলা এসএমএস পেতে ঘুরে আসতে পারেন।
মাইক্রোসফট উইন্ডোজ এক্সপির জন্যঃ
মাই কম্পিউটার থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে ওপরে ডানে View by থেকে Classic view নির্বাচন করে দিন। তালিকায় থাকা Accessibility Options-এ ক্লিক করে পরের উইন্ডো থেকে মাউস ট্যাবে ক্লিক করুন। এখানে Use mouse keys-এ টিক চিহ্ন দিয়ে Apply -এ ক্লিক করে আবার ওকে করে বের হয়ে আসুন।
উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের জন্যঃ
কন্ট্রোল প্যানেলে গিয়ে ওপরে ডানে View by থেকে Large Icon নির্বাচন করে দিন। এবার এখানে Ease of Access Center-এ ক্লিক করে Make the mouse easier to use-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে এখানে Turn on Mouse Keys-এ টিক চিহ্ন দিন। Setup Mouse Keys-এ ক্লিক করে Pointer speed-এর Top Speed থেকে Low এবং High-এর মাঝে প্রয়োজনমতো কারসর নড়ানোর সুবিধাজনক অবস্থান নির্ধারণ করে দিন। এবার কাজ শেষে Apply-এ ক্লিক করে ওকে করে বের হয়ে আসুন। মাউসের কারসর প্রয়োজনমতো সরাতে কম্পিউটারের কিবোর্ডের Num Lock চালু আছে কি না নিশ্চিত হয়ে নিন। না থাকলে তা চালু করে নিন।
কিবোর্ডের নিউমেরিক কি-এর ৪ চাপলে মাউস বাঁয়ে সরতে থাকবে। ৬ চাপলে ডানে, ৮ চাপলে ওপরে এবং ২ চাপলে কারসর নিচে যাবে। আর বাম ক্লিকের জন্য নামপ্যাডের ৫ কি, ডান ক্লিকের জন্য+ কি চাপতে হবে।
নতুন মাউস লাগানোর পর আগের নিয়মে পুনরায় গিয়ে Turn on Mouse Keys-এ টিক তুলে দিয়ে ওকে করলে কিবোর্ড আর মাউসের মতো কাজ করবে না।
নতুন নতুন বাংলা এসএমএস পেতে ঘুরে আসতে পারেন।
সহজেই ইনকাম করুন। পেমেন্ট বিকাশে। ১০০% গ্যারান্টি। না দেখলে চরম মিস খাইবেন!!!
বেকারত্ব আমাদের
জীবনের অভিশাপ। সকলেই এই অভিশাপ থেকে মুক্তি চায়। বিশেষ করে আমাদের যুব
সমাজ তাদের ছাত্র জীবন থেকেই কিছু একটা করার আশায় বিভিন্ন দ্বারে দ্বারে
ঘুরে। অনেকে বিভিন্ন ধরনের ক্লিক এর কাজ করে হয়েছে সর্বশান্ত।
আবার অনেকেই বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইটে রকেট চালিয়ে ও কোন ধরনের কাজের সন্ধান পাচ্ছেন না। সুতরাং তারা এখন থেকেই আয় করতে পারেন।
পেমেন্ট বিকাশের মাধ্যমে পাবেন।
সুতরাং দেরী কেন? এখানে গিয়ে প্রথমে একটা আইডি খুলুন
এই সাইটের সকল প্রকার নীতিমালা গুলো পড়ে পোস্ট করুন এবং মাস শেষে আপনার পোস্ট এর সংখ্যানুযায়ী আপনার বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করুন। প্রতিটা পোস্ট এর জন্য ৫ টাকা করে দেওয়া হয়।
সুতরাং আর দেরী না করে এখন থেকেই শুরু করুন পোস্ট করা।
প্রতি মাসের শুরুতেই আপনার ইমেইলে পেমেন্ট সংক্রান্ত একটা মেইল পাবেন এবং আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে রিপ্লাই করলেই ১ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আপনার কাক্ষিত ব্যালেন্স।
কোন ধরনের প্রতারনার স্থান নেই এখানে। আপনি ১০০% নিশ্চিত ভাবে পোস্ট করে ইনকাম করতে পারবেন।
আপনাদের শুভ কামনায়।
আবার অনেকেই বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইটে রকেট চালিয়ে ও কোন ধরনের কাজের সন্ধান পাচ্ছেন না। সুতরাং তারা এখন থেকেই আয় করতে পারেন।
পেমেন্ট বিকাশের মাধ্যমে পাবেন।
সুতরাং দেরী কেন? এখানে গিয়ে প্রথমে একটা আইডি খুলুন
এই সাইটের সকল প্রকার নীতিমালা গুলো পড়ে পোস্ট করুন এবং মাস শেষে আপনার পোস্ট এর সংখ্যানুযায়ী আপনার বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করুন। প্রতিটা পোস্ট এর জন্য ৫ টাকা করে দেওয়া হয়।
সুতরাং আর দেরী না করে এখন থেকেই শুরু করুন পোস্ট করা।
প্রতি মাসের শুরুতেই আপনার ইমেইলে পেমেন্ট সংক্রান্ত একটা মেইল পাবেন এবং আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে রিপ্লাই করলেই ১ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আপনার কাক্ষিত ব্যালেন্স।
কোন ধরনের প্রতারনার স্থান নেই এখানে। আপনি ১০০% নিশ্চিত ভাবে পোস্ট করে ইনকাম করতে পারবেন।
আপনাদের শুভ কামনায়।
ফেইসবুকের দারুণ সব অজানা ফিচার। না দেখলেই মিস!!!! তো দেরি কেন???
সামাজিক যোগাযোগ
মাধ্যম হিসেবে ফেইসবুক এখন অপ্রতিদ্বন্দ্বী। অনেকের দিন শুরু হয় এ মাধ্যমে
লগ ইন করে। ঘুমাতে যাওয়ার আগেও কেউ কেউ জেনে নেন তার বন্ধুদের হালহকিকত।
প্রতিদিন জনপ্রিয় এ নেটওয়ার্কে যুক্ত হচ্ছেন অনেক নতুন মুখ। তেমনি
ফেইসবুকেও নতুন ফিচার যুক্ত হচ্ছে। এ কারণে এটির অনেক ফিচার অজানা রয়েছে।
বিশ্বের শীর্ষ এ সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন কিছু দরকারি ফিচার নিয়ে এ প্রতিবেদন।
ডাউনলোড করুন ফেইসবুক ডেটা
জেনারেল অ্যাকাউন্ট সেটিংস থেকে চাইলে ফেইসবুকের ডেটাগুলো ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। টাইমলাইন ইনফো, শেয়ার করা পোস্ট, মেসেজ, ছবি ও অন্যান্য তথ্য ডাউনলোড করা যাবে। এ ছাড়া আপনি কতটুকু সময় ফেইসবুক ব্যবহার করেছেন, আইপি অ্যাড্রেস সবকিছু আলাদাভাবে সংরক্ষণ করা যাবে।
এ জন্য ফেইসবুক পেইজের উপরে ডান পাশের মেনু থেকে সেটিংস নির্বাচন করুন। জেনারেল অ্যাকাউন্টসের শেষের দিকে ডাউনলোডে ‘কপি অফ ইওর ফেইসবুক ডেটা’ থেকে আপনি প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করতে পারেন। ই-মেইলে আপনাকে এ বিষয়ে তথ্য সরবরাহ করবে ফেইসবুক।
আপনার ইউজার আইডির পর @ফেইসবুক ডটকম ঠিকানা ব্যবহার করে ই-মেইল পাঠানোর অপশন আছে। ফেইসবুকে থাকা বন্ধুদের হট মেইল, ইয়াহু ও জিমেইলে ই-মেইল করতে পারেন। ফেইসবুক থেকে পাঠানো মেসেজের মতো এতে মেইল প্রেরকের ফেইসবুক প্রোফাইলের ছবি দেখাবে।
টাইমলাইন নিয়ন্ত্রণ
ফেইসবুকে একজনের টাইমলাইনে আরেকজন ছবি বা লিংক ট্যাগ করা যায়। প্রিয় মানুষকে চমকে দিতে এটি দারুণ হলেও, এতে সতর্কতার প্রয়োজন আছে। আপনার টাইমলাইনে অনুমতি ছাড়া ছবি বা লিংক ট্যাগ করার অপশন বন্ধ করে দিতে পারেন। তখন অনুমতি ছাড়া কেউ আপনার টাইমলাইনে কোনো কিছু শেয়ার করতে পারবে না।
ট্যাগ রিভিউ করতে ফেইসবুকের যে কোনো পেইজের উপরে অ্যারোতে ক্লিক করুন। সেটিংসে গিয়ে নির্বাচন করুন ‘হু ক্যান অ্যাড থিংস টু মাই টাইমলাইন’-এ। এ ছাড়া এডিটে ক্লিক করে কারও শেয়ার করা ট্যাগ রিভিউ করে শেয়ার করতে পারবেন। এতে টাইমলাইনের উপর নিয়ন্ত্রণ রাখা সহজ হবে।
চ্যাটে রাখুন নির্দিষ্ট কিছু বন্ধুদের
বন্ধু তালিকায় অনেক বন্ধু থাকলে চ্যাটে অনেকের সাথেই কথা বলতে হয়। আবার ব্যবস্ততার সময় অনেকেই অপ্রয়োজনীয় চ্যাট করে। এতে বিরক্তি তৈরি হতে পারে। তাই কিছু নির্দিষ্ট বন্ধুদের বাছাই করতে পারেন, শুধু তারাই আপনার সাথে চ্যাটের সুযোগ পাবেন।
এ জন্য প্রথমে চ্যাট অংশের ‘ফ্রেন্ড লিস্ট’-এ ক্লিক করুন। এরপর এখানে একটি লিস্ট তৈরি করুন। নতুন এ লিস্টে পছন্দের বন্ধুদের যুক্ত করুন। এখন চ্যাট অংশে গিয়ে নতুন তৈরি করা তালিকা দেখতে পাবেন। চ্যাটের অপশন থেকে কাঙিক্ষত তালিকা বাদে অন্য সব তালিকা ‘অফলাইন’ করে দিন। এরপর আর অনাকাঙিক্ষত কেউ আপনার সাথে চ্যাট করতে পারবে না।
বাংলাদেশে ধীরগতির ইন্টারনেট সংযোগ একটি প্রচলিত সমস্যা। এর কারনে অনেকেই চ্যাট করতে পারেন না, ‘অফলাইন’ হতে হয় বারবার। এ সমস্যা অনেকটাই লাঘব করবে- https://imo.im। অনলাইনভিত্তিক ‘তাৎক্ষণিক বার্তা’ সুবিধার এ সাইটটিতে ফেইসবুকের আইডি, পাসওয়ার্ড ব্যবহার করেই কোন নিবন্ধন ছাড়াই যে কেউ চ্যাট করতে পারবেন। ধীর গতির সংযোগেও এ সাইটে নিরবচ্ছিন্ন চ্যাটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
ফেইসবুকের স্ট্যাটাস ও মন্তব্যে অনেক সময় বিভিন্ন চিহ্ন যুক্ত করার প্রয়োজন হয়। এসব চিহ্ন যুক্ত করতে কিবোর্ডে একাধিক বাটন বা ‘কি’ (key) চাপতে হয়। যেমন, ‘<3’ চাপলে ‘লাভ’ চিহৃ প্রদর্শিত হবে স্টেটাসে। এমন আরো অনেক যুক্ত ‘কি’ আছে, যা একসাথে চেপে বিভিন্ন চিহ্ন যুক্ত করা যাবে। এর তালিকা পাবেন এ দুই সাইটে- www.spike-jamie.com/alt-codes.html, http://facebook-symbols.com/characters ।
কোথাও বেড়াতে যাবেন কয়েক দিনের জন্য, সে মূহুর্তে হয়ত ইন্টারনেট ব্যবহার করা হবে না- তাই বলে কি থেমে থাকবে ফেইসবুক কার্যক্রম। তা নয়; চাইলে ফেইসবুকে স্ট্যাটাস হালনাগাদ করার কাজটা বাসায় বসে আগেই করে যেতে পারবেন। এমনও হতে পারে কিছু দিন পর বন্ধুর জন্মদিন, আপনার ব্যস্ততার কারনে খেয়াল নাও থাকতে পারে। এমনটি হলে দুশ্চিন্তার কিছু নেই। ‘লেটার ব্রো’ আপনার এ সমস্যার কথা ভেবে চালু করেছে পূর্ব নির্ধারিত সময়ে স্ট্যাটাস আপডেট বা পোস্টের সুবিধা। তবে তার আগে এর ‘সেটিংস’ থেকে বাংলাদেশের ‘টাইম জোন’ (জিএমটি+৬) নির্ধারণ করে দিন। বিস্তারিত পাবেন এ ওয়েব ঠিকানায়-http://laterbro.com ।
যুক্ত করুন রসাত্মক বর্ণ
অনেকেই ফেইসবুকে মজা করতে ভালোবাসেন। ‘¿puıɯ ɹnoʎ uo s,ʇɐɥʍ’ এমন অনেক রসাত্নক বর্ণযুক্ত স্ট্যাটাসও চোখে পড়ে প্রায় সময়। কেউ কেউ ভাবেন, কিভাবে সম্ভব হলো এটা। আসলে তেমন কঠিন কিছু নয়। কিছু ওয়েবসাইট আছে যেখানে টেক্সট অংশে ইংরেজিতে যা লিখবেন, তা-ই বিচিত্র স্টাইলে দেখাবে; তা ‘কপি’ করে ফেসবুকে ‘পেস্ট’ করে দিলেই হলো…
বিশ্বাস না হলে চোখ রাখুন এ দুটি সাইটে- www.typeupsidedown.com, www.upsidedowntext.com।
লুকিয়ে রাখুন স্ট্যাটাস-ছবি
প্রায় সবারই ফেইসবুকে রয়েছেন অগনিত বন্ধু। সবার সাথে তো সব কিছু শেয়ার করা যায় না। এ সমস্যা এড়াতে ‘প্রাইভেসি সেটিংস’ পরিবর্তন করে অনাকাঙিক্ষত বন্ধুদের কাছ থেকে আপনার ‘স্ট্যাটাস’ ও ‘ছবি’ লুকিয়ে রাখতে পারেন। এ জন্য স্ট্যাটাস লেখার অংশের নিচে ‘শেয়ার’ বাটনের পাশে ‘তালা’ সাদৃশ অংশে ক্লিক করে ‘কাস্টমাইজ’ থেকে ‘হাইড দিজ ফ্রম’ অংশে অনাকাঙিক্ষত বন্ধুদের নাম নির্বাচন করে ‘সেভ’ দিয়ে বেরিয়ে আসুন। এরপর আর তারা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না।
যদি ছবি বা অ্যালবাম লুকাতে চান, তাহলে ফেইসবুকের ওপরের ডানদিক থেকে পর্যায়ক্রমে ক্লিক করুন- অ্যাকাউন্ট, প্রাইভেসি সেটিংস, কাস্টমাইজ সেটিংস। এরপর প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ‘সেভ’ করুন।
আপনার স্ট্যাটাসটি যদি নির্দিষ্ট বন্ধুদের দৃষ্টি আকর্ষন করাতে চান, অথবা যদি স্ট্যাটাসটি সেসব বন্ধুদের সম্পর্কিত হয় তাহলে ট্যাগের দরকার পড়ে। স্ট্যাটাসে ‘@’ লিখে কাঙিক্ষত বন্ধুর নামের প্রথম কয়েক অক্ষর টাইপ করলেই বন্ধুর তালিকা দেখাবে, সেখান থেকে নির্বাচন করলেই স্ট্যাটাস ট্যাগে সে বন্ধু যুক্ত হবে। সফলভাবে ট্যাগ হওয়ার পর স্ট্যাটাসে বন্ধুর নাম নীল রঙে দেখাবে। এভাবে একাধিক বন্ধুকে ট্যাগে যুক্ত করা যাবে।
সারা দুনিয়ার স্ট্যাটাস দেখুন
গুগলে যেমন শব্দ খোঁজা সম্ভব, একইভাবে ফেইসবুকে একই শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কারা স্ট্যাটাস পোষ্ট করেছে, তা দেখা যাবে। তবে এ ‘সার্চ’ তালিকায় প্রদর্শিত হবে তাদের স্ট্যাটাস ‘প্রাইভেসি’ অংশ উন্মুক্ত রেখেছেন।
বিস্তারিত এ ওয়েব ঠিকানায় – youropenbook.org ।
মোবাইল পুশ নোটিফিকেশন বন্ধ করা
মোবাইল ফোনে বারবার ফেইসবুক থেকে নোটিফিকেশন আসা বিরক্তির কারণ হতে পারে। পুশ নোটিফিকেশন টার্ন অন বা অফ করার মাধ্যমে আপনি এ সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রাইভেসি সেটিংসে গিয়ে পেইজের বামপাশের তালিকায় নোটিফিকেশনে আপনি এ অপশনটি বন্ধ করে দিতে পারেন। এ ছাড়া অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাড থেকেও নোটিফিকেশন পছন্দমত পরিবর্তন করা যায়।
ফ্যান পেজের ‘ইউআরএল’ ছোট করা
ফেইসবুকে ফ্যান পেজ তৈরি করার পর ইউআরএল অনেক বড় থাকে, যা অনেকের কাছেই বোধগম্য নাও হতে পারে। তবে এটি ছোট কিংবা ইচ্ছামত নাম (যদি এ নাম অন্যকেউ ব্যবহার না করে) রাখার সুযোগ আছে। পেজের নাম নির্ধারন করতে হবে www.facebook.com/username লিংক থেকে।
কাঙিক্ষত নাম প্রবেশ করানোর পর ‘Check Availability’ ক্লিক দিয়ে নিশ্চিত হয়ে নিন- এ নামে অন্য কোন পেজ আছে কি-না। এরপর ‘Set a username for your pages’ ক্লিক করে পেজের নেম নির্ধারন করে ফেলুন। এরপর www.facebook.com/ABCD এর আদলে একটি ইউআরএল তৈরি হবে। এখানে ‘ABCD’ হচ্ছে পেজের ইউজার নেম, যা সম্পাদনা করে আপনার ইচ্ছেমতো রাখতে পারবেন।
পূর্বে প্রকাশিত এখানে। প্লিজ একটু দেখে আসবেন
বিশ্বের শীর্ষ এ সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন কিছু দরকারি ফিচার নিয়ে এ প্রতিবেদন।
ডাউনলোড করুন ফেইসবুক ডেটা
জেনারেল অ্যাকাউন্ট সেটিংস থেকে চাইলে ফেইসবুকের ডেটাগুলো ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। টাইমলাইন ইনফো, শেয়ার করা পোস্ট, মেসেজ, ছবি ও অন্যান্য তথ্য ডাউনলোড করা যাবে। এ ছাড়া আপনি কতটুকু সময় ফেইসবুক ব্যবহার করেছেন, আইপি অ্যাড্রেস সবকিছু আলাদাভাবে সংরক্ষণ করা যাবে।
এ জন্য ফেইসবুক পেইজের উপরে ডান পাশের মেনু থেকে সেটিংস নির্বাচন করুন। জেনারেল অ্যাকাউন্টসের শেষের দিকে ডাউনলোডে ‘কপি অফ ইওর ফেইসবুক ডেটা’ থেকে আপনি প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করতে পারেন। ই-মেইলে আপনাকে এ বিষয়ে তথ্য সরবরাহ করবে ফেইসবুক।
আপনার ইউজার আইডির পর @ফেইসবুক ডটকম ঠিকানা ব্যবহার করে ই-মেইল পাঠানোর অপশন আছে। ফেইসবুকে থাকা বন্ধুদের হট মেইল, ইয়াহু ও জিমেইলে ই-মেইল করতে পারেন। ফেইসবুক থেকে পাঠানো মেসেজের মতো এতে মেইল প্রেরকের ফেইসবুক প্রোফাইলের ছবি দেখাবে।
টাইমলাইন নিয়ন্ত্রণ
ফেইসবুকে একজনের টাইমলাইনে আরেকজন ছবি বা লিংক ট্যাগ করা যায়। প্রিয় মানুষকে চমকে দিতে এটি দারুণ হলেও, এতে সতর্কতার প্রয়োজন আছে। আপনার টাইমলাইনে অনুমতি ছাড়া ছবি বা লিংক ট্যাগ করার অপশন বন্ধ করে দিতে পারেন। তখন অনুমতি ছাড়া কেউ আপনার টাইমলাইনে কোনো কিছু শেয়ার করতে পারবে না।
ট্যাগ রিভিউ করতে ফেইসবুকের যে কোনো পেইজের উপরে অ্যারোতে ক্লিক করুন। সেটিংসে গিয়ে নির্বাচন করুন ‘হু ক্যান অ্যাড থিংস টু মাই টাইমলাইন’-এ। এ ছাড়া এডিটে ক্লিক করে কারও শেয়ার করা ট্যাগ রিভিউ করে শেয়ার করতে পারবেন। এতে টাইমলাইনের উপর নিয়ন্ত্রণ রাখা সহজ হবে।
চ্যাটে রাখুন নির্দিষ্ট কিছু বন্ধুদের
বন্ধু তালিকায় অনেক বন্ধু থাকলে চ্যাটে অনেকের সাথেই কথা বলতে হয়। আবার ব্যবস্ততার সময় অনেকেই অপ্রয়োজনীয় চ্যাট করে। এতে বিরক্তি তৈরি হতে পারে। তাই কিছু নির্দিষ্ট বন্ধুদের বাছাই করতে পারেন, শুধু তারাই আপনার সাথে চ্যাটের সুযোগ পাবেন।
এ জন্য প্রথমে চ্যাট অংশের ‘ফ্রেন্ড লিস্ট’-এ ক্লিক করুন। এরপর এখানে একটি লিস্ট তৈরি করুন। নতুন এ লিস্টে পছন্দের বন্ধুদের যুক্ত করুন। এখন চ্যাট অংশে গিয়ে নতুন তৈরি করা তালিকা দেখতে পাবেন। চ্যাটের অপশন থেকে কাঙিক্ষত তালিকা বাদে অন্য সব তালিকা ‘অফলাইন’ করে দিন। এরপর আর অনাকাঙিক্ষত কেউ আপনার সাথে চ্যাট করতে পারবে না।
বাংলাদেশে ধীরগতির ইন্টারনেট সংযোগ একটি প্রচলিত সমস্যা। এর কারনে অনেকেই চ্যাট করতে পারেন না, ‘অফলাইন’ হতে হয় বারবার। এ সমস্যা অনেকটাই লাঘব করবে- https://imo.im। অনলাইনভিত্তিক ‘তাৎক্ষণিক বার্তা’ সুবিধার এ সাইটটিতে ফেইসবুকের আইডি, পাসওয়ার্ড ব্যবহার করেই কোন নিবন্ধন ছাড়াই যে কেউ চ্যাট করতে পারবেন। ধীর গতির সংযোগেও এ সাইটে নিরবচ্ছিন্ন চ্যাটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
ফেইসবুকের স্ট্যাটাস ও মন্তব্যে অনেক সময় বিভিন্ন চিহ্ন যুক্ত করার প্রয়োজন হয়। এসব চিহ্ন যুক্ত করতে কিবোর্ডে একাধিক বাটন বা ‘কি’ (key) চাপতে হয়। যেমন, ‘<3’ চাপলে ‘লাভ’ চিহৃ প্রদর্শিত হবে স্টেটাসে। এমন আরো অনেক যুক্ত ‘কি’ আছে, যা একসাথে চেপে বিভিন্ন চিহ্ন যুক্ত করা যাবে। এর তালিকা পাবেন এ দুই সাইটে- www.spike-jamie.com/alt-codes.html, http://facebook-symbols.com/characters ।
কোথাও বেড়াতে যাবেন কয়েক দিনের জন্য, সে মূহুর্তে হয়ত ইন্টারনেট ব্যবহার করা হবে না- তাই বলে কি থেমে থাকবে ফেইসবুক কার্যক্রম। তা নয়; চাইলে ফেইসবুকে স্ট্যাটাস হালনাগাদ করার কাজটা বাসায় বসে আগেই করে যেতে পারবেন। এমনও হতে পারে কিছু দিন পর বন্ধুর জন্মদিন, আপনার ব্যস্ততার কারনে খেয়াল নাও থাকতে পারে। এমনটি হলে দুশ্চিন্তার কিছু নেই। ‘লেটার ব্রো’ আপনার এ সমস্যার কথা ভেবে চালু করেছে পূর্ব নির্ধারিত সময়ে স্ট্যাটাস আপডেট বা পোস্টের সুবিধা। তবে তার আগে এর ‘সেটিংস’ থেকে বাংলাদেশের ‘টাইম জোন’ (জিএমটি+৬) নির্ধারণ করে দিন। বিস্তারিত পাবেন এ ওয়েব ঠিকানায়-http://laterbro.com ।
যুক্ত করুন রসাত্মক বর্ণ
অনেকেই ফেইসবুকে মজা করতে ভালোবাসেন। ‘¿puıɯ ɹnoʎ uo s,ʇɐɥʍ’ এমন অনেক রসাত্নক বর্ণযুক্ত স্ট্যাটাসও চোখে পড়ে প্রায় সময়। কেউ কেউ ভাবেন, কিভাবে সম্ভব হলো এটা। আসলে তেমন কঠিন কিছু নয়। কিছু ওয়েবসাইট আছে যেখানে টেক্সট অংশে ইংরেজিতে যা লিখবেন, তা-ই বিচিত্র স্টাইলে দেখাবে; তা ‘কপি’ করে ফেসবুকে ‘পেস্ট’ করে দিলেই হলো…
বিশ্বাস না হলে চোখ রাখুন এ দুটি সাইটে- www.typeupsidedown.com, www.upsidedowntext.com।
লুকিয়ে রাখুন স্ট্যাটাস-ছবি
প্রায় সবারই ফেইসবুকে রয়েছেন অগনিত বন্ধু। সবার সাথে তো সব কিছু শেয়ার করা যায় না। এ সমস্যা এড়াতে ‘প্রাইভেসি সেটিংস’ পরিবর্তন করে অনাকাঙিক্ষত বন্ধুদের কাছ থেকে আপনার ‘স্ট্যাটাস’ ও ‘ছবি’ লুকিয়ে রাখতে পারেন। এ জন্য স্ট্যাটাস লেখার অংশের নিচে ‘শেয়ার’ বাটনের পাশে ‘তালা’ সাদৃশ অংশে ক্লিক করে ‘কাস্টমাইজ’ থেকে ‘হাইড দিজ ফ্রম’ অংশে অনাকাঙিক্ষত বন্ধুদের নাম নির্বাচন করে ‘সেভ’ দিয়ে বেরিয়ে আসুন। এরপর আর তারা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না।
যদি ছবি বা অ্যালবাম লুকাতে চান, তাহলে ফেইসবুকের ওপরের ডানদিক থেকে পর্যায়ক্রমে ক্লিক করুন- অ্যাকাউন্ট, প্রাইভেসি সেটিংস, কাস্টমাইজ সেটিংস। এরপর প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ‘সেভ’ করুন।
আপনার স্ট্যাটাসটি যদি নির্দিষ্ট বন্ধুদের দৃষ্টি আকর্ষন করাতে চান, অথবা যদি স্ট্যাটাসটি সেসব বন্ধুদের সম্পর্কিত হয় তাহলে ট্যাগের দরকার পড়ে। স্ট্যাটাসে ‘@’ লিখে কাঙিক্ষত বন্ধুর নামের প্রথম কয়েক অক্ষর টাইপ করলেই বন্ধুর তালিকা দেখাবে, সেখান থেকে নির্বাচন করলেই স্ট্যাটাস ট্যাগে সে বন্ধু যুক্ত হবে। সফলভাবে ট্যাগ হওয়ার পর স্ট্যাটাসে বন্ধুর নাম নীল রঙে দেখাবে। এভাবে একাধিক বন্ধুকে ট্যাগে যুক্ত করা যাবে।
সারা দুনিয়ার স্ট্যাটাস দেখুন
গুগলে যেমন শব্দ খোঁজা সম্ভব, একইভাবে ফেইসবুকে একই শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কারা স্ট্যাটাস পোষ্ট করেছে, তা দেখা যাবে। তবে এ ‘সার্চ’ তালিকায় প্রদর্শিত হবে তাদের স্ট্যাটাস ‘প্রাইভেসি’ অংশ উন্মুক্ত রেখেছেন।
বিস্তারিত এ ওয়েব ঠিকানায় – youropenbook.org ।
মোবাইল পুশ নোটিফিকেশন বন্ধ করা
মোবাইল ফোনে বারবার ফেইসবুক থেকে নোটিফিকেশন আসা বিরক্তির কারণ হতে পারে। পুশ নোটিফিকেশন টার্ন অন বা অফ করার মাধ্যমে আপনি এ সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রাইভেসি সেটিংসে গিয়ে পেইজের বামপাশের তালিকায় নোটিফিকেশনে আপনি এ অপশনটি বন্ধ করে দিতে পারেন। এ ছাড়া অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাড থেকেও নোটিফিকেশন পছন্দমত পরিবর্তন করা যায়।
ফ্যান পেজের ‘ইউআরএল’ ছোট করা
ফেইসবুকে ফ্যান পেজ তৈরি করার পর ইউআরএল অনেক বড় থাকে, যা অনেকের কাছেই বোধগম্য নাও হতে পারে। তবে এটি ছোট কিংবা ইচ্ছামত নাম (যদি এ নাম অন্যকেউ ব্যবহার না করে) রাখার সুযোগ আছে। পেজের নাম নির্ধারন করতে হবে www.facebook.com/username লিংক থেকে।
কাঙিক্ষত নাম প্রবেশ করানোর পর ‘Check Availability’ ক্লিক দিয়ে নিশ্চিত হয়ে নিন- এ নামে অন্য কোন পেজ আছে কি-না। এরপর ‘Set a username for your pages’ ক্লিক করে পেজের নেম নির্ধারন করে ফেলুন। এরপর www.facebook.com/ABCD এর আদলে একটি ইউআরএল তৈরি হবে। এখানে ‘ABCD’ হচ্ছে পেজের ইউজার নেম, যা সম্পাদনা করে আপনার ইচ্ছেমতো রাখতে পারবেন।
পূর্বে প্রকাশিত এখানে। প্লিজ একটু দেখে আসবেন
বিনা খরচে সরকারি তথ্য জানাতে বাংলাদেশেও চালু হচ্ছে টোল ফ্রি নম্বর
সরকারি
বিভিন্ন তথ্য জনগণের মাঝে দ্রুততম মাধ্যমে পৌঁছে দেয়ার লক্ষ্যে
টেলিযোগাযোগ খাতে বিনা খরচের ‘টোল ফ্রি’ নম্বর চালুর উদ্যোগ নিয়েছে
বিটিআরসি। সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন কনস্যুমার প্রটেকশন
গাইডলাইনের খসড়ায় এই সেবা চালুর বিষয়টি অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি।
টেলিকম খাতের গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে তৈরি ঐ খসড়া নীতিমালায় অপারেটরগুলোকে মোট ৭ ধরনের এমার্জেন্সি টোল ফ্রি নম্বর লঞ্চ করতে বলা হয়েছে।
এগুলো হচ্ছে অ্যাম্বুলেন্স, হাসপাতাল, পুলিশ, দমকল, উপকূলীয় নিরাপত্তা বাহিনী (কোস্ট গার্ড), অভিবাসন সম্পর্কিত (ইমিগ্রেশন) ও সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড); টেলিকম সেবাদাতা কোম্পানিগুলোর এজন্য বিশেষায়িত টিম থাকতে হবে। সার্বক্ষণিক এই জরুরী নম্বর সেবা চালু ও রক্ষণাবেক্ষণে সরকার ও বিটিআরসির সাথে আলোচনার মাধ্যমেই এগিয়ে যাবে কোম্পানিগুলো।
উন্নত বিশ্বে অনেক আগে থেকেই টোল ফ্রি জরুরী নম্বর বা এমার্জেন্সি কলিং সুবিধা চালু আছে। সাধারণত ৯১১ ও ১১২ নম্বরে জরুরী সেবা পাওয়া যায়। মোবাইল সেটে সিম কার্ড না থাকলেও জরুরী নম্বরে ডায়াল করা সম্ভব। টোল ফ্রি সেবা দেয়ার বিটিআরসি প্রজ্ঞাপন এখানে দেখুন।
টেলিকম খাতের গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে তৈরি ঐ খসড়া নীতিমালায় অপারেটরগুলোকে মোট ৭ ধরনের এমার্জেন্সি টোল ফ্রি নম্বর লঞ্চ করতে বলা হয়েছে।
এগুলো হচ্ছে অ্যাম্বুলেন্স, হাসপাতাল, পুলিশ, দমকল, উপকূলীয় নিরাপত্তা বাহিনী (কোস্ট গার্ড), অভিবাসন সম্পর্কিত (ইমিগ্রেশন) ও সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড); টেলিকম সেবাদাতা কোম্পানিগুলোর এজন্য বিশেষায়িত টিম থাকতে হবে। সার্বক্ষণিক এই জরুরী নম্বর সেবা চালু ও রক্ষণাবেক্ষণে সরকার ও বিটিআরসির সাথে আলোচনার মাধ্যমেই এগিয়ে যাবে কোম্পানিগুলো।
উন্নত বিশ্বে অনেক আগে থেকেই টোল ফ্রি জরুরী নম্বর বা এমার্জেন্সি কলিং সুবিধা চালু আছে। সাধারণত ৯১১ ও ১১২ নম্বরে জরুরী সেবা পাওয়া যায়। মোবাইল সেটে সিম কার্ড না থাকলেও জরুরী নম্বরে ডায়াল করা সম্ভব। টোল ফ্রি সেবা দেয়ার বিটিআরসি প্রজ্ঞাপন এখানে দেখুন।
ফেসবুকে আপনার প্রোফাইল থেকে ফ্রেন্ড লিস্ট, ফলোয়ার এবং ফলোয়িং হাইড করুন ।
আশা করি সবাই ভাল আছেন। এখন আমরা শিখব যে, কিভাবে ফেসবুকে আপনার প্রোফাইল থেকে ফ্রেন্ড লিস্ট, ফলোয়ার এবং ফলোয়িং হাইড করবেন।
চলুন শুরু করা যাক :
প্রথমে Facebook এ লগইন করুন।
এখন আপনার প্রোফাইলে ক্লিক করুন।
এবার নিচের মত লাল দাগ চিহ্নিত স্থানে ক্লিক করুন।
এবার Edit Privacy তে ক্লিক করুন।
তারপর নিচের মত একটা উইনডো আসবে।
এবার নিচের মত চিহ্নিত স্থানে ক্লিক করুন।
এবার আপনার ইচ্ছা্মত only me বা friends সিলেক্ট করে দিন। friends সিলেক্ট করলে শুধুমাত্র ফ্রেন্ডরা দেখতে পারবে আর only me সিলেক্ট করলে শুধুমাত্র আপনি দেখতে পাবেন।
একইভাবে following এবং follower এর জন্য সেটিং করতে পারবেন।
যদি কোন সমম্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আজ এ পর্যন্তই।
চলুন শুরু করা যাক :
প্রথমে Facebook এ লগইন করুন।
এবার নিচের মত লাল দাগ চিহ্নিত স্থানে ক্লিক করুন।
এবার Edit Privacy তে ক্লিক করুন।
তারপর নিচের মত একটা উইনডো আসবে।
এবার নিচের মত চিহ্নিত স্থানে ক্লিক করুন।
এবার আপনার ইচ্ছা্মত only me বা friends সিলেক্ট করে দিন। friends সিলেক্ট করলে শুধুমাত্র ফ্রেন্ডরা দেখতে পারবে আর only me সিলেক্ট করলে শুধুমাত্র আপনি দেখতে পাবেন।
একইভাবে following এবং follower এর জন্য সেটিং করতে পারবেন।
যদি কোন সমম্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আজ এ পর্যন্তই।
গুগলের রেজাল্টে প্রথম না আসলে কান কেটে ফেলব!!!
সালাম। প্রথমেই আমার পরিচয়টা আপনাদের জানাই। আমি টেক ক্রাঞ্চের SEO ইন্সট্রাক্টর।off টাইমে ব্ল্যাক কোডিং করি। আমার গত পোস্টের ব্যপক
সাড়া পাবার পর এটি লিখতে বসলাম। আমি সাধারনত লেখালেখি কিংবা কিছু শেয়ার
করিনা। কিন্তু বাংলাদেশের সাইট মালিকদের কষ্ট দেখে সহ্য করতে পারলাম। কত
জনে কত কিছু তো করল তাদের সাইটে ভিজিটর বাড়ানোর জন্য, SEO করল, কিন্তু
কাজের কাজ কি কিচ্ছু হল?
আমি আপনাদের সাথে আমার কিছু ট্রিক্স শেয়ার করব।
প্রথমেই বলে নেই আমার ট্রিক্স গুলো wordpress এর জন্য এবং English ব্লগিং এর জন্য। বাংলার জন্য ও বলতে পারেন।
সাধারনত গুগলের বট সাইটের বৈশিষ্ট দেখে তাকে তালিকা ভুক্ত করে। এমন কি এই বট বানান/গ্রামার দেখে। তাদের ফিল্টারিংকে হার মানানো রীতিমত অসম্ভব। একটা কথা কি আপনাদের মনে আসে না যে techtuners/tunerpager এর পোস্ট সব চাইতে বেশি রিসোর্স্ফুল। কিন্তু তারপর কিছু সার্চ দিলে তা প্রথমে না দেখিয়ে বিদেশি সাইট কেন দেখায় যদিও তাতে রিসোর্স খুব কম থাকে। এর উত্তর হল, পোস্টের structure.
কিভাবে আপনি আপনার ডাটা গুগলের প্রথম পেজে দেখেবেন?
আমি এর জন্য একটি প্লাগিন তৈরি করেছি। যা সাধারনত Adwords,seomoz,yoast এর API ব্যবহার করে। আমি এই প্লাগিন techchurch এর জন্য তৈরি করেছিলাম। পৃথিবীর এক নম্বর ব্লগিং সাইট হল এটি।
এই প্লাগিন আসলে করে কি আপনার লেখা বা ডাটা সম্পূর্ন স্ক্যান করে আপনাকে বলে দে কি যোগ করতে হবে কি বাদ দিতে হবে। তা সম্পূর্ন গুগলের চাহিদা অনুসারে কাজ করে। এটি আসলে একটি রোবট। এই প্লাগিন ব্যবহার করার পর যদি আপনি দ্বিতীয় বার SEO এর কথা ভাবেন তাহলে কান কেটে ফেলব।
সদ্য ব্যবহারকৃত doncaprio.com সাইটের ভিজিটর কিভাবে আপ হল তা দেখালাম।
mybloggertricks.com er static
mohammad ahmedi এর ইঙ্কামঃ
কিভাবে আপনি আপনার SEO বাড়াবেন?
সহজ কথায় আপনি কি জানাচ্ছেন তা গুগলকে ভালো করে বুঝান।
Image alt ব্যবহার করুন। রেটিং ব্যবহার করুন। H1, h2.h3.bold.italic ইত্যাদি ব্যবহার করুন।
আমি এছাড়া আরও অনেক রকম রোবট তৈরি করেছি।
মোট কথা সঠিক গাইডলাইন পেলে কে আপনার ইনকাম ঠেকায় তা দেখব। সব কথা আসলে লেখে প্রকাশ করা যাবে না। তাই ইচ্ছা হলে আমাকে কল করতে পারেন। ০১৫৫৪৫২১১৬৩
আমি আপনাদের সাথে আমার কিছু ট্রিক্স শেয়ার করব।
প্রথমেই বলে নেই আমার ট্রিক্স গুলো wordpress এর জন্য এবং English ব্লগিং এর জন্য। বাংলার জন্য ও বলতে পারেন।
সাধারনত গুগলের বট সাইটের বৈশিষ্ট দেখে তাকে তালিকা ভুক্ত করে। এমন কি এই বট বানান/গ্রামার দেখে। তাদের ফিল্টারিংকে হার মানানো রীতিমত অসম্ভব। একটা কথা কি আপনাদের মনে আসে না যে techtuners/tunerpager এর পোস্ট সব চাইতে বেশি রিসোর্স্ফুল। কিন্তু তারপর কিছু সার্চ দিলে তা প্রথমে না দেখিয়ে বিদেশি সাইট কেন দেখায় যদিও তাতে রিসোর্স খুব কম থাকে। এর উত্তর হল, পোস্টের structure.
কিভাবে আপনি আপনার ডাটা গুগলের প্রথম পেজে দেখেবেন?
আমি এর জন্য একটি প্লাগিন তৈরি করেছি। যা সাধারনত Adwords,seomoz,yoast এর API ব্যবহার করে। আমি এই প্লাগিন techchurch এর জন্য তৈরি করেছিলাম। পৃথিবীর এক নম্বর ব্লগিং সাইট হল এটি।
এই প্লাগিন আসলে করে কি আপনার লেখা বা ডাটা সম্পূর্ন স্ক্যান করে আপনাকে বলে দে কি যোগ করতে হবে কি বাদ দিতে হবে। তা সম্পূর্ন গুগলের চাহিদা অনুসারে কাজ করে। এটি আসলে একটি রোবট। এই প্লাগিন ব্যবহার করার পর যদি আপনি দ্বিতীয় বার SEO এর কথা ভাবেন তাহলে কান কেটে ফেলব।
সদ্য ব্যবহারকৃত doncaprio.com সাইটের ভিজিটর কিভাবে আপ হল তা দেখালাম।
mybloggertricks.com er static
mohammad ahmedi এর ইঙ্কামঃ
কিভাবে আপনি আপনার SEO বাড়াবেন?
সহজ কথায় আপনি কি জানাচ্ছেন তা গুগলকে ভালো করে বুঝান।
Image alt ব্যবহার করুন। রেটিং ব্যবহার করুন। H1, h2.h3.bold.italic ইত্যাদি ব্যবহার করুন।
আমি এছাড়া আরও অনেক রকম রোবট তৈরি করেছি।
মোট কথা সঠিক গাইডলাইন পেলে কে আপনার ইনকাম ঠেকায় তা দেখব। সব কথা আসলে লেখে প্রকাশ করা যাবে না। তাই ইচ্ছা হলে আমাকে কল করতে পারেন। ০১৫৫৪৫২১১৬৩
সবার কাছে বিনীত অনুরোধ !! একবার পড়ে দেখুন
আজকে আপনাদের সবার
কাছে একটা অনুরোধ নিয়ে এলাম। আশা করি দয়া করে সবাই আমার লেখাটি পড়বেন।
বর্তমানে আমাদের দেশের হাজারো তরুন তাদের অনেক স্বপ্ন নিয়ে অনলাইনে কাজ
করছে। কেউ কেউ ফ্রিলায়েন্সিং করছে আবার কেউ কেউ ব্লগিং করছে। আপনি এখন
আমার লেখাটি যে ওয়েব সাইট থেকে পড়ছেন সেই ওয়েব সাইটটিই হল একটি ব্লগ।
অনলাইনে যারা ব্লগিং করে, তাদের প্রত্যেকেরই নিজ নিজ স্বপ্ন থাকে। অনলাইনে
আয় করার। আর সেই অনলাইনে আয় করার জন্যই বর্তমানে তরুন সমাজ ব্লগিং করছে
এবং ব্লগ লিখছে। কিন্তু তারা অনেক কষ্ট করার পরেও অনলাইন থেকে অর্থ
উপার্জন করতে পারছে না। অনেকে আছেন যারা অনলাইনে দিনের পর লেগে আছেন কিন্তু
অনলাইন থেকে আজও পর্যন্ত অর্থ উপার্জন করতে পারছেন না। যার ফলে অনেক তরুন
ব্লগিং পেশা থেকে মুখ সরিয়ে নিচ্ছেন আবার অনেকেই মাঝ রাস্তায় এসে ভেঙে
পড়ছেন। আমরা প্রতিদিন আমাদের প্রয়োজনে অনেক ওয়েব সাইট ভিজিট করে থাকি।
কেউ হয়তো অনলাইনে খবর পড়ার জন্য, কেউ কেউ অনলাইন থেকে সফটওয়্যার, ইবুক,
মিউজিক ভিডিও গেমস ইত্যাদি ডাউনলোড করার জন্য আবার কেউ কেউ অনলাইন থেকে
নানা রকম তথ্য সংগ্রহ করার জন্য এবং নানা রকম সেবা পাওয়ার জন্য। আমরা
প্রতিদিন বিভিন্ন রকমের ওয়েব সাইট থেকে আমাদের সেবা নিচ্ছি। কিন্তু একবার
ভেবে দেখেছেন যারা এতো কষ্ট করে আমাদের কাছে এই সেবা টুকু পৌঁছে দিচ্ছে
আমরা তাদের জন্য কি করছি? আমরা তাদের জন্য কিছু করছিনা তবে আমরা চাইলেই
তাদের জন্য অনেক কিছু করতে পারি এবং আমাদের দেশের তরুন ব্লগারদের স্বপ্ন
পুরনে তাদের পাশে দাড়াতে পারি।
এখন প্রশ্ন হল আমরা কিভাবে আমাদের দেশের তরুন ব্লগারদের পাশে দাড়াতে পারি?
আমরা যেকোনো ওয়েব সাইট ভিজিট করলে ওয়েব সাইটে বিভিন্ন কোম্পানি,প্রতিষ্ঠান, নানা রকম পণ্য ইত্যাদির বিজ্ঞাপন দেখতে পাই। আমরা যদি কোন ওয়েব সাইট ভিজিট করার পাশাপাশি সেই বিজ্ঞাপনে ক্লিক করি তাহলে সেই ওয়েব সাইটের মালিক প্রতি ক্লিক অনুযায়ী বিজ্ঞাপন কোম্পানির থেকে নির্ধারিত অর্থ পাবে। আর সেই অর্থ তাদের স্বপ্ন পুরনে সহায়তা করবে। ভাবুন আপনি কোন একটি ওয়েব সাইট থেকে বিনামূল্যে একটি গেমস অথবা সফটওয়্যার ডাউনলোড করলেন কিংবা আপনার প্রয়োজনীয় সেবা নিলেন। বিনিময়ে আপনি সেই ওয়েব সাইটের বিজ্ঞাপনে দুইটি কিংবা একটি ক্লিক করলেন। এই ক্লিকে আপনার কোন লস না হলেও ওয়েব সাইটের মালিক আর্থিক ভাবে লাভবান হবে এবং এর পরবর্তীতে আপনি সেই ওয়েব সাইট থেকে আরও ভাল কিছু পাবেন। তাই আপনাদের সবার কাছে অনুরুধ আপনারা যারা প্রতিদিন বিভিন্ন ধরনের ওয়েব সাইটে ভিজিট করে থাকেন দয়া করে তারা সবাই ওয়েব সাইট ভিজিট করার পাশাপাশি অন্তত একটিবার বিজ্ঞাপনে ক্লিক করবনে। আপনাদের একটি একটি করে বিজ্ঞাপনে করা ক্লিক গুলুই বদলে দিতে পারে হাজারো তরুনের জীবন, সফল করতে পারে হাজারো তরুনের স্বপ্ন।
আমার ওয়েব সাইটঃ www.LovesolutionBD.com
এখন প্রশ্ন হল আমরা কিভাবে আমাদের দেশের তরুন ব্লগারদের পাশে দাড়াতে পারি?
আমরা যেকোনো ওয়েব সাইট ভিজিট করলে ওয়েব সাইটে বিভিন্ন কোম্পানি,প্রতিষ্ঠান, নানা রকম পণ্য ইত্যাদির বিজ্ঞাপন দেখতে পাই। আমরা যদি কোন ওয়েব সাইট ভিজিট করার পাশাপাশি সেই বিজ্ঞাপনে ক্লিক করি তাহলে সেই ওয়েব সাইটের মালিক প্রতি ক্লিক অনুযায়ী বিজ্ঞাপন কোম্পানির থেকে নির্ধারিত অর্থ পাবে। আর সেই অর্থ তাদের স্বপ্ন পুরনে সহায়তা করবে। ভাবুন আপনি কোন একটি ওয়েব সাইট থেকে বিনামূল্যে একটি গেমস অথবা সফটওয়্যার ডাউনলোড করলেন কিংবা আপনার প্রয়োজনীয় সেবা নিলেন। বিনিময়ে আপনি সেই ওয়েব সাইটের বিজ্ঞাপনে দুইটি কিংবা একটি ক্লিক করলেন। এই ক্লিকে আপনার কোন লস না হলেও ওয়েব সাইটের মালিক আর্থিক ভাবে লাভবান হবে এবং এর পরবর্তীতে আপনি সেই ওয়েব সাইট থেকে আরও ভাল কিছু পাবেন। তাই আপনাদের সবার কাছে অনুরুধ আপনারা যারা প্রতিদিন বিভিন্ন ধরনের ওয়েব সাইটে ভিজিট করে থাকেন দয়া করে তারা সবাই ওয়েব সাইট ভিজিট করার পাশাপাশি অন্তত একটিবার বিজ্ঞাপনে ক্লিক করবনে। আপনাদের একটি একটি করে বিজ্ঞাপনে করা ক্লিক গুলুই বদলে দিতে পারে হাজারো তরুনের জীবন, সফল করতে পারে হাজারো তরুনের স্বপ্ন।
আমার ওয়েব সাইটঃ www.LovesolutionBD.com
এসে গেলো নতুন গ্রামীন ৩জি মডেম আরো কম দামে
এসে গেলো নতুন গ্রামীন ৩জি মডেম আরো কম দামে
জিপি থ্রিজি মোডেম+ ওয়ারেন্টি 3G sim Free
2000 টাকায় জিপি মোডেম সাথে পাচ্ছেন ৩জি সিম ফ্রী ও ২ বছরের ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা। মাইক্রো এসডি কার্ড রিডার: ৩২ GB পর্যন্ত সাপোর্ট। খুব সহজ ইন্সটলেশন- প্লাগ অ্যান্ড প্লে, প্রিলোডেড জিপি ইন্টারনেট সেটিংস, স্ক্র্যাচ কার্ডে রিচার্জ করার সুবিধা ও ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভেট করার অপশন। SMS ও USSD সার্ভিস সাপোর্ট করে। প্রতিটি মোডেম HSUPA/HSDPA/UMTS/EDGE/GPRS/GSM সাপোর্ট করে। USB ইন্টারফেইস: USB 2.0 হাই স্পিড সাপোর্ট করে।
মডেম কিনতে চাইলে অথবা আরো জানতে অই লিঙ্ক ক্লিক করুন
http://buycell24.com/ads/brand-new-grameen-3g-modem-2yer-warranty/
নিয়ে নিন বাংলায় তৈরি অন্যতম ১০টি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস!!
দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। সঙ্গে বাড়ছে অ্যাপসের ব্যবহার। বাংলা ভাষায়ও এখন অনেক অ্যাপস পাওয়া যায়। বিনা মূল্যের জনপ্রিয় ১০ বাংলা অ্যাপস সম্পর্কে জানুন এই পোস্টে।
বাংলা ব্লগসঃ
বাংলা ব্লগ এখন বেশ জনপ্রিয়। ব্লগ থেকে অনেক সমাজসেবামূলক কাজ করা যায় যার কারণে এখন সবাই ব্লগমুখী। বাংলা ব্লগিংকে আরো গতিময় করতে এই বাংলা ব্লগস অ্যাপসটি অনেক কাজে দিবে। অ্যান্ড্রয়েড এই অ্যাপস দিয়ে পোস্ট লিখে তা ড্রাফট বা পাবলিশ করা যাবে। আগে পাবলিশ করা পোস্ট এডিটও করা যাবে। শুধু তাই নয়, পাবলিশ করা সকল পোস্ট এবং ড্রাফট করা সকল পোস্টের লিস্ট দেখা যাবে এই অ্যাপস দিয়ে। একাধিক ব্লগ একাউন্ট থাকলে সুইচ করা যাবে সহজেই। গ্যালারি থেকে ইমেজ যুক্ত করা যাবে ব্লগে অথবা সরাসরি অ্যাপস দিয়ে তোলা ছবিও ব্লগে যুক্ত করা যাবে। পোস্টে লেভেল যুক্ত করা যাবে। এছাড়া লোকেশনের তথ্যও যুক্ত করা যাবে। যেখানেই থাকুন না কেন, যে কোন সময়ই হোক না কেন ব্লগ পোস্ট করা যাবে অনায়াসেই। ফ্রি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ২৮০ কিলোবাইট। ডাউনলোড করা যাবে এখানে
বাংলাদেশ কৃষি তথ্যঃ
কৃষকদের জন্য বিশেষভাবে তৈরি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি। পুরো অ্যাপসটি বাংলায় করা হয়েছে। তাই মোবাইলে বাংলা ফন্ট থাকা জরুরি। দেশি ব্র্যান্ড যেমন ওয়াল্টন, সিম্ফোনিতে ডিফল্টভাবেই বাংলা ফন্ট ইন্সটল করা থাকে। অন্যান্য স্মার্টফোনগুলোতে বাংলা ফন্ট ইন্সটল করে নিতে হবে। এই কৃষি তথ্য অ্যান্ড্রয়েড অ্যাপসটি চালাতে ইন্টারনেট কানেকশন লাগবে। এখানে তথ্যগুলো ছবি সহ অনেক বিস্তারিত রয়েছে। হোম, সংবাদ, প্রিন্ট মিডিয়া , ই মিডিয়া, আইসিটি, ই-কৃষি, জানতে চাই এমন আলাদা আলাদা বাটন রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসে। সম্পূর্ণ সবুজাভ এই অ্যাপসটি শুধুমাত্র কৃষকদেরই নয় অনেক শিক্ষার্থীদেরও কাজে আসবে। মাত্র ১.৩ মেগাবাইট সাইজের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
বাংলা ডিকশনারি অফলাইনঃ
স্মার্টফোনে বাংলা ডিকশনারি না রাখলে কি আর সেটা স্মার্টফোন হয় নাকি। এখন প্লেস্টোরে অনেকগুলো ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস পাওয়া যায়। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই বাংলা ডিকশনারি অফলাইন অ্যান্ড্রয়েড অ্যাপসটি। এই অ্যাপসে অনলাইন এবং অফলাইন দুই মুডেই ব্যবহার করা যায়। সমার্থক শব্দ, শব্দের অর্থের উচ্চারণ সহ বেশ কিছু চমৎকার ফিচার রয়েছে। ইন্টারফেস দেখেও মুগ্ধ হবে ব্যবহারকারীরা। ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে অটো অফলাইন মুডে চলে যাবে এবং শব্দের ফলাফল খুজে বের করে দিবে। ট্যাবলেট এবং ফ্যাবলেটেও এই অ্যাপস ব্যবহার করা যাবে অনায়াসেই। কোন বাংলা ফন্ট ইন্সটল না থাকলেও এই অ্যাপসের বাংলা শব্দগুলো পড়া যাবে সমস্যা ছাড়াই। প্রতিনিয়ত আপডেট হওয়া এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসের সাইজ মাত্র ৩ মেগাবাইট। ডাউনলোড করা যাবে এখানে
বাংলাদেশ কন্টসটিটিউশন বাংলাঃ
বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই উচিত বাংলাদেশের সংবিধান সম্পর্কে ধারণা রাখা। বাংলাদেশ কন্টসটিটিউশন বাংলা নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসে বাংলাতে বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। নাগরিকদের অধিকার, ব্যাসিক সাংবিধানিক নিয়ম কানুন সহ অনেক তথ্যবহুল এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি। অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়েছে তথ্যগুলো। স্বাধীনতার ঘোষণাপত্র, প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, নির্বাচন ইত্যাদি ভাগে বিভক্ত করা হয়েছে এই অ্যান্ড্রয়েডের সকল তথ্য। প্রতিটি ভাগের আবার সাববিভাগ রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধান জানার জন্য এই অ্যান্ড্রয়েড অ্যাপস সাধারণ নাগরিকের জন্য যথেষ্ট। ১ মেগাবাইটের এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
বাংলাদেশ ব্লাড ব্যাংকঃ
অনেক জরুরী সময়ই রক্তের প্রয়োজন হতে পারে। সঠিক সময়ে রক্ত যোগাড় করতে না পারলে অনেক বড় রকমের সমস্যা হতে পারে। সব সময় বিভিন্ন হাসপাতালে গিয়ে ব্লাড ব্যাংক সম্পর্কে খোজ নেয়াও সম্ভব নাও হতে পারে। আর তখনি এই অনলাইন নির্ভর অ্যান্ড্রয়েড অ্যাপস বাংলাদেশ ব্লাড ব্যাংক অনেক কাজে দিবে। এটা এমন একটি প্লাটফর্ম যেখানে ডোনার, গ্রহিতা বা রোগী রক্ত নিয়ে এক সাথে আলোচনা করতে পারে। ব্লাড ডোনাররা বিভিন্ন কারণে রক্ত দান করে থাকে। প্রয়োজন অনুযায়ী রক্ত সংগ্রহের জন্য অসাধারণ একটি পোর্টাল হতে পারে এই অ্যান্ড্রয়েড অ্যাপস। এখানে ডোনারের ঠিকানা সহ অনেক তথ্যই বিস্তারিত দেখা যায়। মাত্র ২৮০ কেবির এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করা যাবে এখানে
বাংলা জিপিএস/বাংলা ম্যাপঃ
গুগল ম্যাপ সবার জন্যই অনেক কাজে লাগে। আর সেই ম্যাপটি যদি হয় বাংলায় তাহলেতো সোনায় সোহাগা। বাংলা জিপিএস/বাংলা ম্যাপ এমনই একটি কাজে ম্যাপ যা দিয়ে সাড়া বাংলাদেশের যেখানেই থাকুন না কেন, আপনার গন্তব্য খুজে বের করতে পারবেন। এই জন্য লাগবে একটি স্মার্টফোন, জিপিএস এনাবল হ্যান্ডসেট এবং ইন্টারনেট। আপনার গন্তব্যস্থলের নাম লিখে সার্চ দিন তাহলে নিমিষেই পেয়ে যাবেন যাওয়ার রাস্তা। অর্থাৎ গুগল ম্যাপের প্রায় সকল সুবিধাই এই বাংলা জিপিএস অ্যান্ড্রয়েড অ্যাপসে পাওয়া যাবে পুরোপুরি বাংলায়। শুধু গাড়ির রাস্তাই নয় সাথে সাথে হাটার রাস্তাও পাওয়া যাবে এই ম্যাপে। পুরোপুরি ইন্টারনেট নির্ভর এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ১ মেগাবাইট। ডাউনলোড করা যাবে এখানে
বাংলা জাতিয় ই-তথ্যকোষঃ
অনলাইনে এখন বাংলায় অনেক তথ্যই পাওয়া যায়। দিন দিন এই তথ্য আরো বহুগুনে বৃদ্ধি পাচ্ছে। অনলাইনের এমনই এক তথ্যভান্ডার হচ্ছে এই বাংলা জাতিয় ই-তথ্যকোষ। এই অ্যান্ড্রয়েড অ্যাপসে ডেস্কটপ ও মোবাইল উভয় ভার্শনই রয়েছে। প্রয়োজনমত যে কোন ভার্শন পছন্দ করা যাবে। পুরোপুরি ইন্টারনেট নির্ভর এই অ্যান্ড্রয়েড অ্যাপসে অনেকগুলো বিষয় বিভক্ত করা হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য ও সংস্কৃতি, আইন ও মানবাধিকার, নাগরিক সেবা, পর্যটন, অকৃষি উদ্যেগ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান সহ সকল বিভাগে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসে। ইচ্ছে করলে রেজিট্রেশন করে এই তথ্য ভান্ডারে যে কেউ তথ্য যুক্ত করতে পারে। ডেস্কটপ ভার্শনে মোবাইল দিয়েই হুবুহু ডেস্কটপ সাইটের মত দেখা যাবে। ১ মেগাবাইট সাইজের এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
জি স্লেট বাংলাঃ
ছোটবেলায় সবারই হাতে খড়ি হয়েছে চক-স্লেট দিয়ে। এখন এই অত্যাধুনিক সময়ে চক-স্লেটের ব্যবহার অনেক কমে গিয়েছে। এখন বাচ্চারা স্মার্টফোন, কম্পিউটার দিয়ে শিখতে বেশি পছন্দ করে। জি স্লেট নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডিজিটাল চক-স্লেটের কাজ করবে। এটা দিয়ে খুব সহজেই বাচ্চারা অক্ষরজ্ঞান সম্পর্কে ধারণালাভ করতে পারবে। পুরো ইন্টারফেসটি অনেকটা বাস্তব চক-স্লেটের মত করা হয়েছে। পড়া ও লিখার দুটি অপশনই রয়েছে এই অ্যাপসে। অক্ষর এবং নাম্বারগুলো ট্রেস করার জন্য ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে দিতে পারেন। ফলে বাচ্চাটি আরো বেশি চ্যালেঞ্জ অনুভব করবে এবং মজা পাবে। ট্রেস করা ছাড়াও রয়েছে সাউন্ড এবং ছবি সহ শব্দগাইড। বাচ্চারা অনেক মজা পেয়ে যেন এই অ্যাপসটি দিয়ে অক্ষরজ্ঞান লাভ করতে পারে সেভাবেই তৈরি করা হয়েছে। ১০ মেগাবাইট সাইজের এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
কবিতা সমগ্র-বাংলাঃ
কবিতা অনেকেই পছন্দ করেন। সব সময় কবিতার বই সাথে রাখা বা প্রয়োজনের সময় কবিতা নাও পাওয়া যেতে পারে। তখন এই অ্যান্ড্রয়েড কবিতা সমগ্র-বাংলা অ্যাপসটি অনেক কাজে দিবে। এখানে অনেকজন কবির বিখ্যাত কবিতাগুলো সুন্দরভাবে ছবিসহ সাজানো রয়েছে। পুরো বাংলা এই অ্যাপসটির জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। বাংলা অক্ষরের ক্রমানুসারে এখানে কবিদের সাজানো রয়েছে। যাদের কবিতাগুলো এখানে রয়েছে তাদের নাম হলোঃ অমিয় চক্রবর্তী, অ্যালেন গিন্সবার্গ, আনা আখমাটোভা, আন্দ্রেই ভজনেসেনস্কি,আল মাহমুদ, আহসান হাবীব, কাজী নজরুল ইসলাম, কায়কোবাদ, জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ, ফররুখ আহমদ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেকের কবিতাই রয়েছে। প্রতি কবির অনেকগুলো কবিতা রয়েছে এই অ্যাপসে। এছাড়া হামদ ও নাথও রয়েছে। ২ মেগাবাইটের এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
ঢাকা মেট্রোপলিটন পুলিশঃ
সম্প্রতি চালু হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যান্ড্রয়েড অ্যাপসটি অনেক জনপ্রিয় হয়েছে। সামনে চট্রগ্রাম ভার্শনও আসবে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। এই অ্যান্ড্রয়েড অ্যাপটির মাধ্যমে ঢাকার সকল থানার ওসি এবং ডিউটি অফিসারের নম্বরসহ পাওয়া যাবে প্রতিটি থানার ঠিকানা এবং ম্যাপ। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ঢাকার যে কোন স্থান থেকে আপনি আপনার সবচেয়ে কাছের থানাটি সহজেই খুঁজে বের করতে পারবেন; সেই সাথে গুগল ম্যাপে আপনাকে সেই থানায় যাওয়ার পথও দেখিয়ে দেবে। শুধু তাই নয় জরুরী প্রয়োজনে ডিএমপির ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ এবং এ সম্পর্কিতে অন্যান্য তথ্য জানার জন্যে এতে সংযোজন করা হয়েছে একটা ‘ব্লাড বাটন’। ডিএমপির নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবা পাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন ‘নারী বাটন’টি। এছাড়াও ডিএমপি-ম্যাপ থেকে খুব সহজেই আপনি যে কোন থানার অবস্থান ছবি তুলে পাঠাতে পারবেন আপনার কোন বন্ধু বা নিকটজনকে। এই চমৎকার কাজের অ্যান্ড্রয়েড অ্যাপসটির বাংলা এবং ইংরেজি দুটিই ভার্শন রয়েছে। ম্যাপ দেখার জন্য ইন্টারনেটের প্রয়োজন হবে। আরো অনেক অনেক কাজের অপশন রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসে। মাত্র ১ মেগাবাইটের এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
ডাউনলোড করুন সম্পূর্ণ নতুন একটি লক স্ক্রীন
অ্যান্ড্রয়েড
স্মার্টফোনে লকার ইউজ করে নাই এমন ইউজার খুজে পাওয়া যাবে না হয়ত। যে সকল
অ্যান্ড্রয়েড ইউজার Go launcher ইউজ করেন তাদের জন্য রয়েছে Go Locker এবং
যারা Nova Launcher ইউজ করেন তাদের জন্য রয়েছে widget Locker। এছড়া প্লে
স্টোরে আরও অনেক লকার অ্যাপ রয়েছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি
সম্পূর্ণ নতুন একটি লকার। নতুন এই লকার অ্যাপের নাম Sparky Lock screen. এই
অ্যাপে দেয়া হয়েছে ৭ টি ক্রিয়েটিভ লক স্ক্রীন যা আপনার ভাল লাগবেই।
কিন্তু এই লক স্ক্রীনে কোন সিকিউরিটি সিস্টেম দেয়া হয় নাই। তারপরও আপনার
লক স্ক্রীন কে নতুন একটি লুক দিতে ডাউনলোড করে নিন Sparky Lock Screen….
বোনাসঃ Download Clear History [DVD] Movie 2013
অ্যাপ ফিচারঃ
১) ৭টি ক্রিয়েটিভ লক স্ক্রীন থিম
২) ইজি অ্যান্ড ফাস্ট লক স্ক্রীন
৩) ওয়ান টাচ সেটআপ
ডেভেলপারঃ
Sparky Mobile
প্লে স্টোর প্রাইসঃ
1.99$
কম্পাবিলিটিঃ
অ্যান্ড্রয়েড ২.১+
ডাউনলোডঃ
Sparky lockscreen
বোনাসঃ Download Clear History [DVD] Movie 2013
বোনাসঃ Download Clear History [DVD] Movie 2013
অ্যাপ ফিচারঃ
১) ৭টি ক্রিয়েটিভ লক স্ক্রীন থিম
২) ইজি অ্যান্ড ফাস্ট লক স্ক্রীন
৩) ওয়ান টাচ সেটআপ
ডেভেলপারঃ
Sparky Mobile
প্লে স্টোর প্রাইসঃ
1.99$
কম্পাবিলিটিঃ
অ্যান্ড্রয়েড ২.১+
ডাউনলোডঃ
Sparky lockscreen
বোনাসঃ Download Clear History [DVD] Movie 2013
যারা নতুন নতুন সব মুভি পেতে চান তারা Free Direct Movies Download চলে আসুন এবং আপনার পছন্দের ছবিটি ডাউনলোড করুন।
কোন ছবির জন্য অনুরোধ থাকলে এখানে জয়েন করুন https://www.facebook.com/freemoviesdownloadblog আর আপনার পছন্দের মুভির নাম লিখুন, পেয়ে যাবেন আপনার পছন্দের মুভিটি।
ফ্রী তে হাজার হাজার bulk এসএমএস পাঠান আপনার বন্ধুর মোবাইল এ চমকে দিন তাকে ?
আজ আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যে সাইট হতে হাজার হাজার ফ্রী এসএমএস পাঠান যায় একদম ফ্রী তে চলুন তাহলে দেখি কিভাবে -
প্রথমে আপনার দরকার একটি বৈধ ইমেইল আর সৎ ইচ্ছা
এই লিঙ্গে প্রবেশ করে সাইট
Registation করুন । নিচের মত একটা পেজ আসবে
ঠিক মত ফর্ম পূরন করুন । এবং ইমেইল একটা লিঙ্ক চেক যাবে ইমেইল চেক করুন ।
তার পরে নিচের মত লগিন করুন
লগিন করার পর
Balance and Reporting
কিল্ক করুন Balance Settings
দেখুন 1 EUR পেয়েছেন কি না । সবার জন্য এক উরো ফ্রি এক উরো দিয়ে 50 টি এসএমএস পাঠাতে পারবেন । এবার পাঠান আপনার মনের মত নাম দিয়ে এবং মনের মত এসএমএস ।
Send SMS এ কিল্ক করুন এবং এসএমএস সেন্ড করুন ।
প্রথমে আপনার দরকার একটি বৈধ ইমেইল আর সৎ ইচ্ছা
এই লিঙ্গে প্রবেশ করে সাইট
Registation করুন । নিচের মত একটা পেজ আসবে
ঠিক মত ফর্ম পূরন করুন । এবং ইমেইল একটা লিঙ্ক চেক যাবে ইমেইল চেক করুন ।
তার পরে নিচের মত লগিন করুন
লগিন করার পর
Balance and Reporting
কিল্ক করুন Balance Settings
দেখুন 1 EUR পেয়েছেন কি না । সবার জন্য এক উরো ফ্রি এক উরো দিয়ে 50 টি এসএমএস পাঠাতে পারবেন । এবার পাঠান আপনার মনের মত নাম দিয়ে এবং মনের মত এসএমএস ।
Send SMS এ কিল্ক করুন এবং এসএমএস সেন্ড করুন ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)