সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

নিয়ে নিন বাংলায় তৈরি অন্যতম ১০টি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস!!


free android app download, free talking android app download, adroid app download, Free download bangla android app
দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। সঙ্গে বাড়ছে অ্যাপসের ব্যবহার। বাংলা ভাষায়ও এখন অনেক অ্যাপস পাওয়া যায়। বিনা মূল্যের জনপ্রিয় ১০ বাংলা অ্যাপস সম্পর্কে জানুন এই পোস্টে।
বাংলা ব্লগসঃ
বাংলা ব্লগ এখন বেশ জনপ্রিয়। ব্লগ থেকে অনেক সমাজসেবামূলক কাজ করা যায় যার কারণে এখন সবাই ব্লগমুখী। বাংলা ব্লগিংকে আরো গতিময় করতে এই বাংলা ব্লগস অ্যাপসটি অনেক কাজে দিবে। অ্যান্ড্রয়েড এই অ্যাপস দিয়ে পোস্ট লিখে তা ড্রাফট বা পাবলিশ করা যাবে। আগে পাবলিশ করা পোস্ট এডিটও করা যাবে। শুধু তাই নয়, পাবলিশ করা সকল পোস্ট এবং ড্রাফট করা সকল পোস্টের লিস্ট দেখা যাবে এই অ্যাপস দিয়ে। একাধিক ব্লগ একাউন্ট থাকলে সুইচ করা যাবে সহজেই। গ্যালারি থেকে ইমেজ যুক্ত করা যাবে ব্লগে অথবা সরাসরি অ্যাপস দিয়ে তোলা ছবিও ব্লগে যুক্ত করা যাবে। পোস্টে লেভেল যুক্ত করা যাবে। এছাড়া লোকেশনের তথ্যও যুক্ত করা যাবে। যেখানেই থাকুন না কেন, যে কোন সময়ই হোক না কেন ব্লগ পোস্ট করা যাবে অনায়াসেই। ফ্রি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ২৮০ কিলোবাইট। ডাউনলোড করা যাবে এখানে
বাংলাদেশ কৃষি তথ্যঃ
কৃষকদের জন্য বিশেষভাবে তৈরি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি। পুরো অ্যাপসটি বাংলায় করা হয়েছে। তাই মোবাইলে বাংলা ফন্ট থাকা জরুরি। দেশি ব্র্যান্ড যেমন ওয়াল্টন, সিম্ফোনিতে ডিফল্টভাবেই বাংলা ফন্ট ইন্সটল করা থাকে। অন্যান্য স্মার্টফোনগুলোতে বাংলা ফন্ট ইন্সটল করে নিতে হবে। এই কৃষি তথ্য অ্যান্ড্রয়েড অ্যাপসটি চালাতে ইন্টারনেট কানেকশন লাগবে। এখানে তথ্যগুলো ছবি সহ অনেক বিস্তারিত রয়েছে। হোম, সংবাদ, প্রিন্ট মিডিয়া , ই মিডিয়া, আইসিটি, ই-কৃষি, জানতে চাই এমন আলাদা আলাদা বাটন রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসে। সম্পূর্ণ সবুজাভ এই অ্যাপসটি শুধুমাত্র কৃষকদেরই নয় অনেক শিক্ষার্থীদেরও কাজে আসবে। মাত্র ১.৩ মেগাবাইট সাইজের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
বাংলা ডিকশনারি অফলাইনঃ
স্মার্টফোনে বাংলা ডিকশনারি না রাখলে কি আর সেটা স্মার্টফোন হয় নাকি। এখন প্লেস্টোরে অনেকগুলো ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস পাওয়া যায়। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই বাংলা ডিকশনারি অফলাইন অ্যান্ড্রয়েড অ্যাপসটি। এই অ্যাপসে অনলাইন এবং অফলাইন দুই মুডেই ব্যবহার করা যায়। সমার্থক শব্দ, শব্দের অর্থের উচ্চারণ সহ বেশ কিছু চমৎকার ফিচার রয়েছে। ইন্টারফেস দেখেও মুগ্ধ হবে ব্যবহারকারীরা। ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে অটো অফলাইন মুডে চলে যাবে এবং শব্দের ফলাফল খুজে বের করে দিবে। ট্যাবলেট এবং ফ্যাবলেটেও এই অ্যাপস ব্যবহার করা যাবে অনায়াসেই। কোন বাংলা ফন্ট ইন্সটল না থাকলেও এই অ্যাপসের বাংলা শব্দগুলো পড়া যাবে সমস্যা ছাড়াই। প্রতিনিয়ত আপডেট হওয়া এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসের সাইজ মাত্র ৩ মেগাবাইট। ডাউনলোড করা যাবে এখানে
বাংলাদেশ কন্টসটিটিউশন বাংলাঃ
বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই উচিত বাংলাদেশের সংবিধান সম্পর্কে ধারণা রাখা। বাংলাদেশ কন্টসটিটিউশন বাংলা নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসে বাংলাতে বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। নাগরিকদের অধিকার, ব্যাসিক সাংবিধানিক নিয়ম কানুন সহ অনেক তথ্যবহুল এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি। অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়েছে তথ্যগুলো। স্বাধীনতার ঘোষণাপত্র, প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, নির্বাচন ইত্যাদি ভাগে বিভক্ত করা হয়েছে এই অ্যান্ড্রয়েডের সকল তথ্য। প্রতিটি ভাগের আবার সাববিভাগ রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধান জানার জন্য এই অ্যান্ড্রয়েড অ্যাপস সাধারণ নাগরিকের জন্য যথেষ্ট। ১ মেগাবাইটের এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
বাংলাদেশ ব্লাড ব্যাংকঃ
অনেক জরুরী সময়ই রক্তের প্রয়োজন হতে পারে। সঠিক সময়ে রক্ত যোগাড় করতে না পারলে অনেক বড় রকমের সমস্যা হতে পারে। সব সময় বিভিন্ন হাসপাতালে গিয়ে ব্লাড ব্যাংক সম্পর্কে খোজ নেয়াও সম্ভব নাও হতে পারে। আর তখনি এই অনলাইন নির্ভর অ্যান্ড্রয়েড অ্যাপস বাংলাদেশ ব্লাড ব্যাংক অনেক কাজে দিবে। এটা এমন একটি প্লাটফর্ম যেখানে ডোনার, গ্রহিতা বা রোগী রক্ত নিয়ে এক সাথে আলোচনা করতে পারে। ব্লাড ডোনাররা বিভিন্ন কারণে রক্ত দান করে থাকে। প্রয়োজন অনুযায়ী রক্ত সংগ্রহের জন্য অসাধারণ একটি পোর্টাল হতে পারে এই অ্যান্ড্রয়েড অ্যাপস। এখানে ডোনারের ঠিকানা সহ অনেক তথ্যই বিস্তারিত দেখা যায়। মাত্র ২৮০ কেবির এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করা যাবে এখানে
বাংলা জিপিএস/বাংলা ম্যাপঃ
গুগল ম্যাপ সবার জন্যই অনেক কাজে লাগে। আর সেই ম্যাপটি যদি হয় বাংলায় তাহলেতো সোনায় সোহাগা। বাংলা জিপিএস/বাংলা ম্যাপ এমনই একটি কাজে ম্যাপ যা দিয়ে সাড়া বাংলাদেশের যেখানেই থাকুন না কেন, আপনার গন্তব্য খুজে বের করতে পারবেন। এই জন্য লাগবে একটি স্মার্টফোন, জিপিএস এনাবল হ্যান্ডসেট এবং ইন্টারনেট। আপনার গন্তব্যস্থলের নাম লিখে সার্চ দিন তাহলে নিমিষেই পেয়ে যাবেন যাওয়ার রাস্তা। অর্থাৎ গুগল ম্যাপের প্রায় সকল সুবিধাই এই বাংলা জিপিএস অ্যান্ড্রয়েড অ্যাপসে পাওয়া যাবে পুরোপুরি বাংলায়। শুধু গাড়ির রাস্তাই নয় সাথে সাথে হাটার রাস্তাও পাওয়া যাবে এই ম্যাপে। পুরোপুরি ইন্টারনেট নির্ভর এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটির সাইজ মাত্র ১ মেগাবাইট। ডাউনলোড করা যাবে এখানে
বাংলা জাতিয় ই-তথ্যকোষঃ
অনলাইনে এখন বাংলায় অনেক তথ্যই পাওয়া যায়। দিন দিন এই তথ্য আরো বহুগুনে বৃদ্ধি পাচ্ছে। অনলাইনের এমনই এক তথ্যভান্ডার হচ্ছে এই বাংলা জাতিয় ই-তথ্যকোষ। এই অ্যান্ড্রয়েড অ্যাপসে ডেস্কটপ ও মোবাইল উভয় ভার্শনই রয়েছে। প্রয়োজনমত যে কোন ভার্শন পছন্দ করা যাবে। পুরোপুরি ইন্টারনেট নির্ভর এই অ্যান্ড্রয়েড অ্যাপসে অনেকগুলো বিষয় বিভক্ত করা হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য ও সংস্কৃতি, আইন ও মানবাধিকার, নাগরিক সেবা, পর্যটন, অকৃষি উদ্যেগ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান সহ সকল বিভাগে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসে। ইচ্ছে করলে রেজিট্রেশন করে এই তথ্য ভান্ডারে যে কেউ তথ্য যুক্ত করতে পারে। ডেস্কটপ ভার্শনে মোবাইল দিয়েই হুবুহু ডেস্কটপ সাইটের মত দেখা যাবে। ১ মেগাবাইট সাইজের এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
জি স্লেট বাংলাঃ
ছোটবেলায় সবারই হাতে খড়ি হয়েছে চক-স্লেট দিয়ে। এখন এই অত্যাধুনিক সময়ে চক-স্লেটের ব্যবহার অনেক কমে গিয়েছে। এখন বাচ্চারা স্মার্টফোন, কম্পিউটার দিয়ে শিখতে বেশি পছন্দ করে। জি স্লেট নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডিজিটাল চক-স্লেটের কাজ করবে। এটা দিয়ে খুব সহজেই বাচ্চারা অক্ষরজ্ঞান সম্পর্কে ধারণালাভ করতে পারবে। পুরো ইন্টারফেসটি অনেকটা বাস্তব চক-স্লেটের মত করা হয়েছে। পড়া ও লিখার দুটি অপশনই রয়েছে এই অ্যাপসে। অক্ষর এবং নাম্বারগুলো ট্রেস করার জন্য ডিফিকাল্টি লেভেল বাড়িয়ে দিতে পারেন। ফলে বাচ্চাটি আরো বেশি চ্যালেঞ্জ অনুভব করবে এবং মজা পাবে। ট্রেস করা ছাড়াও রয়েছে সাউন্ড এবং ছবি সহ শব্দগাইড। বাচ্চারা অনেক মজা পেয়ে যেন এই অ্যাপসটি দিয়ে অক্ষরজ্ঞান লাভ করতে পারে সেভাবেই তৈরি করা হয়েছে। ১০ মেগাবাইট সাইজের এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
কবিতা সমগ্র-বাংলাঃ
কবিতা অনেকেই পছন্দ করেন। সব সময় কবিতার বই সাথে রাখা বা প্রয়োজনের সময় কবিতা নাও পাওয়া যেতে পারে। তখন এই অ্যান্ড্রয়েড কবিতা সমগ্র-বাংলা অ্যাপসটি অনেক কাজে দিবে। এখানে অনেকজন কবির বিখ্যাত কবিতাগুলো সুন্দরভাবে ছবিসহ সাজানো রয়েছে। পুরো বাংলা এই অ্যাপসটির জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। বাংলা অক্ষরের ক্রমানুসারে এখানে কবিদের সাজানো রয়েছে। যাদের কবিতাগুলো এখানে রয়েছে তাদের নাম হলোঃ অমিয় চক্রবর্তী, অ্যালেন গিন্সবার্গ, আনা আখমাটোভা, আন্দ্রেই ভজনেসেনস্কি,আল মাহমুদ, আহসান হাবীব, কাজী নজরুল ইসলাম, কায়কোবাদ, জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ, ফররুখ আহমদ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেকের কবিতাই রয়েছে। প্রতি কবির অনেকগুলো কবিতা রয়েছে এই অ্যাপসে। এছাড়া হামদ ও নাথও রয়েছে। ২ মেগাবাইটের এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে
ঢাকা মেট্রোপলিটন পুলিশঃ
সম্প্রতি চালু হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যান্ড্রয়েড অ্যাপসটি অনেক জনপ্রিয় হয়েছে। সামনে চট্রগ্রাম ভার্শনও আসবে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। এই অ্যান্ড্রয়েড অ্যাপটির মাধ্যমে ঢাকার সকল থানার ওসি এবং ডিউটি অফিসারের নম্বরসহ পাওয়া যাবে প্রতিটি থানার ঠিকানা এবং ম্যাপ। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ঢাকার যে কোন স্থান থেকে আপনি আপনার সবচেয়ে কাছের থানাটি সহজেই খুঁজে বের করতে পারবেন; সেই সাথে গুগল ম্যাপে আপনাকে সেই থানায় যাওয়ার পথও দেখিয়ে দেবে। শুধু তাই নয় জরুরী প্রয়োজনে ডিএমপির ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ এবং এ সম্পর্কিতে অন্যান্য তথ্য জানার জন্যে এতে সংযোজন করা হয়েছে একটা ‘ব্লাড বাটন’। ডিএমপির নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবা পাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন ‘নারী বাটন’টি। এছাড়াও ডিএমপি-ম্যাপ থেকে খুব সহজেই আপনি যে কোন থানার অবস্থান ছবি তুলে পাঠাতে পারবেন আপনার কোন বন্ধু বা নিকটজনকে। এই চমৎকার কাজের অ্যান্ড্রয়েড অ্যাপসটির বাংলা এবং ইংরেজি দুটিই ভার্শন রয়েছে। ম্যাপ দেখার জন্য ইন্টারনেটের প্রয়োজন হবে। আরো অনেক অনেক কাজের অপশন রয়েছে এই অ্যান্ড্রয়েড অ্যাপসে। মাত্র ১ মেগাবাইটের এই ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন