সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

Wifi Password Recovery সফটওয়্যার সঙ্গে দেখে নিন ব্যাবহারবিধি।



সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি প্রোফেশনাল হ্যাকিং সফটওয়্যার যার মাধ্যমে দুনিয়ার তাবৎ পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্কের, পাসওয়ার্ড Recovery করতে পারবেন এবং বিনা মুল্যে পুরো সুবিধা উপভোগ করতে পারবেন। এটি নিয়ে কাজ করার আগে সবার প্রথমে আপনার পিসির এন্টিভাইরাসের প্রোটেকশন  অফ করুন।
এন্টিভাইরাসের প্রোটেকশন করার কথা বলা হয়েছে এই কারনে, কারন এন্টিভাইরাস এটিকে হারমফুল সফটওয়্যার হিসাবে ডিটেক্ট করবে এবং আপনাকে কাজ করতে দিবে না। ডাউনলোড করে নিন Wifi Password Recovery সফটওয়্যারটি।
ডাউনলোড করুনঃ এখন থেকে

পধতিঃ
  •  প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন এবং রান করান। প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করুন।
  •  Rules Tab এ যান এবং Enable advanced rules এ টিক দিন।
  • Formula বক্সে নিচের কোডটি পেস্ট করুন, tods=1 and dmac=FF:FF:FF:FF:FF:FF (চিত্রের মত) এবং Name বক্সে টাইপ করুন a । তারপর “Add/Edit” ক্লিক করুন।
  • এবার Settings এ গিয়ে option ক্লিক করুন।
  • Memory Usages Tab এ যান এবং Ok করুন। (maximum packets in buffer ২০০০০ করে দিন)  (যদি রিস্টার্ট চায়,  রিস্টার্ট করুন, মানে প্রোগ্রাম টি ক্লোজ করে আবার চালু করুন)।
  • ডান দিকে উপরে তিনটি ফানেল দেখা যাচ্ছে, D লেখা প্রথম ফানেলটি চেক করে বাকি দুটি আনচেক করুন।
  •  তারপর Search বাটনটি ক্লিক করুন এবং যে নেটওয়ার্ক টি password recovery করতে চান তা খুজে বের করুন। Channels Tab এ ড্র্যাগ করে সিলেক্ট করুন এবং  Capture বাটন ক্লিক করুন।
  •  এখন অন্য যে এডাপ্টার যেটি কোন কিছু Capture করছে না সেটি দিয়ে পাসওয়ার্ড প্রোটেক্টেড নেটওয়ার্কে কানেক্ট করুন, যখন পাসওয়ার্ড চাইবে তখন আপনার ইচ্ছামত কিছু যেমন 123456 দিয়ে দিন।
  • তখন এই মেসেজ দেখাবে Connected with limited connectivity।
  • পুনরায় মেইন মেনুতে যান এবং Packets Tab এ যান, সব কিছু ঠিকঠাক থাকলে,  Packet এর Couple দেখতে পারবেন।
  • ARP REQ নামের Packet এ রাইট ক্লিক করুন তারপর Send Packet(s) এ গিয়ে Selected ক্লিক করুন। Value গুলি চেঞ্জ করুন। তারপর Send বাটন ক্লিক করুন।
  • পুনরায় মেইন মেনুর Rules Tab এ যান এবং আপনার তৈরিকৃত Rule টি আনচেক করুন।
  • ২০০০০ Packet সিলেক্ট করুন এবং Save করুন। অবশ্যই মনে রাখবেন যে কথায় এটি সেভ করেছেন। Save as করার সময় ncf ফাইলের পরিবর্তে dump cap ফাইল হিসাবে সেভ করুন।
  • Connected ক্লিক করুন আপনার কাংখিত নেটওয়ার্কে।
এই সফটওয়্যার টির ২০ তাঁর মত  Screenshot সহ স্টেপ বাই স্টেপ দেয়া আছে, উপরের মাধ্যমে করতে না পারলে এখান থেকে দেখে নিতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন