সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

গুগলের রেজাল্টে প্রথম না আসলে কান কেটে ফেলব!!!


সালাম। প্রথমেই আমার পরিচয়টা আপনাদের জানাই। আমি টেক ক্রাঞ্চের SEO ইন্সট্রাক্টর।off টাইমে ব্ল্যাক কোডিং করি। আমার গত পোস্টের ব্যপক সাড়া পাবার পর এটি লিখতে বসলাম। আমি সাধারনত লেখালেখি কিংবা কিছু শেয়ার করিনা। কিন্তু বাংলাদেশের সাইট মালিকদের কষ্ট দেখে সহ্য করতে পারলাম। কত জনে কত কিছু তো করল তাদের সাইটে ভিজিটর বাড়ানোর জন্য, SEO করল, কিন্তু কাজের কাজ কি কিচ্ছু হল?
আমি আপনাদের সাথে আমার কিছু ট্রিক্স শেয়ার করব।
প্রথমেই বলে নেই আমার ট্রিক্স গুলো wordpress এর জন্য এবং English ব্লগিং এর জন্য। বাংলার জন্য ও বলতে পারেন।
সাধারনত গুগলের বট সাইটের বৈশিষ্ট দেখে তাকে তালিকা ভুক্ত করে। এমন কি এই বট বানান/গ্রামার দেখে। তাদের ফিল্টারিংকে হার মানানো রীতিমত অসম্ভব। একটা কথা কি আপনাদের মনে আসে না যে techtuners/tunerpager এর পোস্ট সব চাইতে বেশি রিসোর্স্ফুল। কিন্তু তারপর কিছু সার্চ দিলে তা প্রথমে না দেখিয়ে বিদেশি সাইট কেন দেখায় যদিও তাতে রিসোর্স খুব কম থাকে। এর উত্তর হল, পোস্টের structure.
কিভাবে আপনি আপনার ডাটা গুগলের প্রথম পেজে দেখেবেন?
আমি এর জন্য একটি প্লাগিন তৈরি করেছি। যা সাধারনত Adwords,seomoz,yoast এর API ব্যবহার করে। আমি এই প্লাগিন techchurch এর জন্য তৈরি করেছিলাম। পৃথিবীর এক নম্বর ব্লগিং সাইট হল এটি।
এই প্লাগিন আসলে করে কি আপনার লেখা বা ডাটা সম্পূর্ন স্ক্যান করে আপনাকে বলে দে কি যোগ করতে হবে কি বাদ দিতে হবে। তা সম্পূর্ন গুগলের চাহিদা অনুসারে কাজ করে। এটি আসলে একটি রোবট। এই প্লাগিন ব্যবহার করার পর যদি আপনি দ্বিতীয় বার SEO এর কথা ভাবেন তাহলে কান কেটে ফেলব।
সদ্য ব্যবহারকৃত doncaprio.com সাইটের ভিজিটর কিভাবে আপ হল তা দেখালাম।

mybloggertricks.com er static

mohammad ahmedi এর ইঙ্কামঃ

কিভাবে আপনি আপনার SEO বাড়াবেন?
সহজ কথায় আপনি কি জানাচ্ছেন তা গুগলকে ভালো করে বুঝান।
Image alt ব্যবহার করুন। রেটিং ব্যবহার করুন। H1, h2.h3.bold.italic ইত্যাদি ব্যবহার করুন।
আমি এছাড়া আরও অনেক রকম রোবট তৈরি করেছি।
মোট কথা সঠিক গাইডলাইন পেলে কে আপনার ইনকাম ঠেকায় তা দেখব। সব কথা আসলে লেখে প্রকাশ করা যাবে না। তাই ইচ্ছা হলে আমাকে কল করতে পারেন। ০১৫৫৪৫২১১৬৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন