সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

মাউস নষ্ট চিন্তা নেই!!!! কিবোর্ড দিয়ে করুন মাউসের কাজ


কখনো কম্পিউটারে দরকারি কাজ করতে গিয়ে দেখলেন মাউস অচল হয়ে গেছে।মাউস কাজ না করলে কিবোর্ডের বিশেষ কয়েকটি বোতাম ব্যবহার করে সহজেই মাউসের কাজ করা যাবে।এ জন্য প্রথমে সচল যেকোনো মাউস দিয়ে কম্পিউটারের কন্ট্রোল প্যানেলের সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে।
মাইক্রোসফট উইন্ডোজ এক্সপির জন্যঃ
মাই কম্পিউটার থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে ওপরে ডানে View by থেকে Classic view নির্বাচন করে দিন। তালিকায় থাকা Accessibility Options-এ ক্লিক করে পরের উইন্ডো থেকে মাউস ট্যাবে ক্লিক করুন। এখানে Use mouse keys-এ টিক চিহ্ন দিয়ে Apply -এ ক্লিক করে আবার ওকে করে বের হয়ে আসুন।
উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের জন্যঃ
কন্ট্রোল প্যানেলে গিয়ে ওপরে ডানে View by থেকে Large Icon নির্বাচন করে দিন। এবার এখানে Ease of Access Center-এ ক্লিক করে Make the mouse easier to use-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে এখানে Turn on Mouse Keys-এ টিক চিহ্ন দিন। Setup Mouse Keys-এ ক্লিক করে Pointer speed-এর Top Speed থেকে Low এবং High-এর মাঝে প্রয়োজনমতো কারসর নড়ানোর সুবিধাজনক অবস্থান নির্ধারণ করে দিন। এবার কাজ শেষে Apply-এ ক্লিক করে ওকে করে বের হয়ে আসুন। মাউসের কারসর প্রয়োজনমতো সরাতে কম্পিউটারের কিবোর্ডের Num Lock চালু আছে কি না নিশ্চিত হয়ে নিন। না থাকলে তা চালু করে নিন।
কিবোর্ডের নিউমেরিক কি-এর ৪ চাপলে মাউস বাঁয়ে সরতে থাকবে। ৬ চাপলে ডানে, ৮ চাপলে ওপরে এবং ২ চাপলে কারসর নিচে যাবে। আর বাম ক্লিকের জন্য নামপ্যাডের ৫ কি, ডান ক্লিকের জন্য+ কি চাপতে হবে।
নতুন মাউস লাগানোর পর আগের নিয়মে পুনরায় গিয়ে Turn on Mouse Keys-এ টিক তুলে দিয়ে ওকে করলে কিবোর্ড আর মাউসের মতো কাজ করবে না।
নতুন নতুন বাংলা এসএমএস পেতে ঘুরে আসতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন