সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার ।
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জ্বলে সিক্ত , কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় অতিপ্ত ।
কত ব্যাথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য , নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ ।
আজো কানে ভাসে শেই কথা গুলো কি জানি হবে যে শেষ কথা , নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নীরবতা , যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা , অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেবো সান্তনা ।
বিধাতা তোমারে ডাকি বারেবারে করো তুমি মরে মার্জনা , দুঃখ শহীদে দাওগো শক্তি তোমারি সকাশে প্রার্থনা , চাহিনা সহিতে আমার মাটিতে মাজলুমের এই আরতোনা বিসাধ অনলে পুড়ে বাড়ে বাড়ে লুণ্ঠিত হবে স্বপ্ন সাধ ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন