আজকের বিষয়ঃ ওয়াইফাই হ্যাকিং থেকে রক্ষা পওয়ার এক সুন্দর সফটওয়্যার। আসুন জেনে নেই এর সম্পর্কে। সফটওয়্যার টির নাম
who is on my wifi:
বর্তমান সময়ে ওয়াইফাই হ্যাক করাটা নিত্য নুতুন ব্যাপার নয়। এর ফলে সাধারন ব্যাবহার কারিরা যারা নিজের বাসায় মডেম বা ব্রড ব্যান্ড দিয়ে ওয়াইফাই বানিয়েছে তারা পরে গেছে ভীষণ বিপদে। অনেকেই নেট স্লো পেলেই ভাবে হয় তো আমার ওয়াইফাই হ্যাক হোল নাকি। আসলে এসব দুশ্চিন্তা করা স্বাভাবিক। তো আসুন এসব দুশ্চিন্তা বাদ দিয়ে এবার এই সফটওয়্যার টি দিয়ে দেখুন দেখি আপনার ওয়াইফাই কেউ ব্যাবহার করছে কি না। আর ব্যাবহার করলে তাঁকে রিমুভ মারুন অতি সহজে।
ওয়াইফাই হ্যাকঃ আসলে ওয়াইফাই হাক যে করবেন না তা নয়। কিন্তু মানুষের ক্ষতি করে নয়। হাক করুন এমন সব প্রতিস্থান যাদের ওয়াইফাই হ্যাক করলে কোন প্রকার সমস্যা হবে না। কেনই আমার মতো সাধারন ব্যাবহার কারীদের ওয়াইফাই হ্যাক করবেন। এবার ডিসিশন আপনার।
আসুন জেনে নেই সফটওয়্যার টির সম্পর্কেঃ
১। সফটওয়্যার টি এর বাজার মূল্য ১৯৯.৯৫ $ যা টাকায় ১৫০০০+ টাকা। কিন্তু পাচ্ছেন একদম ফ্রি।
২। সফটওয়্যার টির সাইজ মাত্র ৫ এমবি
৩। সফটওয়্যার টি এর সঙ্গে রয়েছে এর ওয়রকিং সিরিয়াল কি।
সফটওয়্যার টির সম্পর্কে আসলে তেমন কিছু বলার নেই। তারপরও যদি বিস্তারিত জানতে চাইলে এখানে থেকে দেখতে পারেন।
বিদ্রঃ সফটওয়্যার টি শুধু ডাউনলোড করে ইন্সটল করুন, আর বাকি সবকিছু আপানি নিজেই বুজতে পারবেন।
ডাউনলোড করুন ডাইরেক্ট
অথবা
এখান থেকে
তো আজকের মতো এখানেই আল্লহা হাফেজ। ভাল থাকবেন সকলে। কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে। অথবা আমার সফটওয়্যার গ্রুপ এ। free software zone Facebook group.
সময় পেলে আমার সফটওয়্যার সাইট টি ভিসিট করতে পারেন,সকল সফটওয়্যার এর প্রতিনিয়ত আপডেট পেতে আমার সাইট টি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন