আবার ৭ই মাচে ফেসবুক সাজবে নতুন সাজে
জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক অনেক আগে থেকেই তার প্রথম
স্থানটি পাকাপোক্ত করে রেখেছে। আর এটি হয়েছে শুধু মাত্র ফেসবুক
ব্যবহারকারীদের নিত্য নতুন সুবিধা প্রাদান করার মাধ্যমে। সামাজিক যোগাযোগের
এ সাইটটি এবার ব্যাবহারকারীদের জন্য আরেকটি নতুন সুবিধার সূচনা করতে
যাচ্ছে। ফেসবুকের ১০০ কোটিরও বেশি গ্রাহকের অভিজ্ঞতায় পরিবর্তন আনতে ৭
মার্চ থেকে নতুন রূপে নিজস্ব নিউজফিড উপস্থাপন করবে বিশ্বের শীর্ষ সামাজিক
যোগাযোগ সাইট ফেসবুক। ওইদিন কোম্পানিটির প্রধান কার্যালয় মেনলো পার্কে এক
সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ফেসবুক সাইটের মূল
আকর্ষণটি। ফেসবুকের নিউজফিডেই থাকে বন্ধুবান্ধবের ছবি, ভিডিও ও মন্তব্যের
সমাহার। নিয়ত পরিবর্তনশীল অংশটি পুরো ফেসবুকেরই তিনটি মূল উপাদানের অন্যতম।
বাকি দুটি হচ্ছে সার্চ ও ইউজার প্রোফাইল।
সর্বশেষ গত ২০১১ সালের সেপ্টেম্বরে ফেসবুকের নিউজফিড আপডেট আনা হয়েছিল।
সে সময় বিভিন্ন বিজ্ঞাপন সরাসরি সেবাটিতে যোগ করা হয়। পাশাপাশি মোবাইল
সংস্করণের উপযোগী নিউজফিডও তৈরি করা হয়। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়,
বর্তমানে অধিকাংশ গ্রাহকই ডেস্কটপ পিসির বদলে মোবাইল যন্ত্রের মাধ্যমে
সাইটটি ব্যবহার করে থাকেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন