হ্যাকড ফেসবুক একাউন্ট ফিরে পাবার কয়েকটি উপায় থাকলেও এই উপায়টি খুব সহজ ও কার্যকর। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- ১। প্রথমে আপনার ব্রাউজারে http://www.Facebook.com/hacked লিখে এন্টার চাপুন।
২,এবার My Account Is Compromised এ ক্লিক করুন।
৩,এখন Identify Your Account অংশ হতে আপনার আইডিটি সিলেক্ট করুন। অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে সার্চ করুন।
৪,Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন।
৫,এবার আপনার আইডির ছবির পাশের This is My Account এ ক্লিক করুন।
৬,এবার আপনার পুরাতন পাসওয়ার্ডটি প্রবেশ করান।
এতক্ষণ ধরে যেসব তথ্য দিয়েছেন সব ঠিক থাকলে আপনি আপনার একাউন্ট সহি সালামতে পেয়ে যাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন