যেভাবে ব্যাকআপ নেবেন:
* প্রথমে আপনার প্রোফাইল পেইজের এর উপরের দিকে ডানপাশে বৃত্তাকার বলের উপর ক্লিক করুন এবং তারপর Account Settings-এ ক্লিক করুন।
* একটি পেইজ আসবে যার একদম নীচে বাম পাশে লেখা আছে “Download a copy” – ঐটাতে ক্লিক করুন।
- আরেকটি নতুন পেইজ আসবে যেটাতে লেখা আছে ”Start My Archive”। ঐখানে ক্লিক করলে Facebook আপনার প্রোফাইলের তথ্য আর্কাইভ অর্থাৎ সংগ্রহ করা শুরু করবে।
* “Start My Archive” থেকে একটু নীচের দিকে আসলে আপনি ”expanded archive” লেখা দেখতে পাবেন। এই অপশনটি ক্লিক করলে আপনার প্রোফাইলটি আরো সুন্দরভাবে ব্যাকআপ নেবার জন্য আর্কাইভ হবে। তবে হ্যাঁ, এই অপশনটি ক্লিক করলে আপনার ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি দিয়ে অপেক্ষা করতে থাকুন। আপনার একাউন্ট আর্কাইভ হলে সেই লিংক এবং তথ্য, ফেসবুক আপনাকে ইমেইল করে পাঠিয়ে দেবে। ইমেইলে ঢুকে সেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার ফেসবুকের সম্পূর্ণ তথ্য। আর্কাইভটি ZIP ফাইল আকারে সেভ হবে থাকবে। ফাইলটি UnZip করলেই দেখতে পাবেন আপনার ফেসবুক একাউন্ট এর সব তথ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন