সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

ব্যাকআপ নিয়ে রাখুন আপনার ফেসবুক একাউন্ট

ব্যাকআপ নিয়ে রাখুন আপনার ফেসবুক একাউন্ট
FacebookTwitterGoogle+EmailDigg
সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সাইবার ক্রাইম। আর এই সাইবার ক্রাইমের বর্তমান লক্ষ্যবস্তু হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইমেইল একাউন্টগুলো। ফেসবুক (Facebook) এমন একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, যা বর্তমান যুগে আমরা প্রায় সবাই কম-বেশি ব্যবহার করি। ফেসবুকে অনেকেই প্রয়োজনীয় তথ্য, ছবি  কিংবা লিংক রেখে দেন এবং বিভিন্ন প্রয়োজনে আবার সেগুলো ব্যবহার করেন। হঠাৎ করে সেইসব তথ্য হারিয়ে গেলে নানা ধরণের সমস্যায় পড়তে হয়। তাই আসুন জেনে নিই, কিভাবে অতি সহজেই ব্যাকআপ নিয়ে রাখা যায় ফেসবুক একাউন্ট এর সমস্ত তথ্য -দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥
যেভাবে ব্যাকআপ নেবেন:
* প্রথমে আপনার প্রোফাইল পেইজের এর উপরের দিকে ডানপাশে বৃত্তাকার বলের উপর ক্লিক করুন এবং তারপর Account Settings-এ ক্লিক করুন।
Facebook Backup
* একটি পেইজ আসবে যার একদম নীচে বাম পাশে লেখা আছে “Download a copy” – ঐটাতে ক্লিক করুন।
General Account Settings In Facebook
- আরেকটি নতুন পেইজ আসবে যেটাতে লেখা আছে ”Start My Archive”। ঐখানে ক্লিক করলে Facebook আপনার প্রোফাইলের তথ্য আর্কাইভ অর্থাৎ সংগ্রহ করা শুরু করবে।
Facebook Information Download
* “Start My Archive” থেকে একটু নীচের দিকে আসলে আপনি ”expanded archive” লেখা দেখতে পাবেন। এই অপশনটি ক্লিক করলে আপনার প্রোফাইলটি আরো সুন্দরভাবে ব্যাকআপ নেবার জন্য আর্কাইভ হবে। তবে হ্যাঁ, এই অপশনটি ক্লিক করলে আপনার ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি দিয়ে অপেক্ষা করতে থাকুন। আপনার একাউন্ট আর্কাইভ হলে সেই লিংক এবং তথ্য, ফেসবুক আপনাকে ইমেইল করে পাঠিয়ে দেবে। ইমেইলে ঢুকে সেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার ফেসবুকের সম্পূর্ণ তথ্য। আর্কাইভটি ZIP ফাইল আকারে সেভ হবে থাকবে। ফাইলটি UnZip করলেই দেখতে পাবেন আপনার ফেসবুক একাউন্ট এর সব তথ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন