বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

জেলিবিন 4.3 (Camera JB+) ক্যামেরা ইন্সটল করুন আপনার ডিভাইসে

জেলিবিন 4.3 (Camera JB+) ক্যামেরা ইন্সটল করুন আপনার ডিভাইসে

অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আমরা অনেকেই ফটোগ্রাফি করি। দিন দিন স্মার্টফোনের ক্যামেরা উন্নত হচ্ছে। যোগ হচ্ছে নতুন নতুন ক্যামেরা ফিচার। আর মূলত এই কারণেই এখন ডিজিটাল ক্যামেরার চাইতে স্মার্টফোন ক্যামেরার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ইচ্ছা থাকলেও ডিভাইসের জন্য আপডেটেড ফার্মওয়্যার না থাকার কারনে অনেকে আপডেটেড ক্যামেরা ফিচার গুলো ব্যবহার করতে পারছেন না। তাই আপনাদের জন্য আজ শেয়ার করছি  Camera JB+ ক্যামেরা অ্যাপ। এই ক্যামেরা অ্যাপটি তৈরি করা হয়েছে Android Jellybean 4.3 এর ক্যামেরার উপর ভিত্তি করে। তাই এই অ্যাপে আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড 4.3 ক্যামেরা এবং গ্যালারি ফিচার…

ক্যামেরা ফিচারঃ
১) Camera JB+ এ রয়েছে তিনটি মোডঃ ক্যামেরা, ভিডিও রেকর্ডার এবং প্যানোরমা
২) সাইলেন্ট মোড বা শাটার সাউন্ড ছাড়া ফটো তোলার অপশন।
৩) ফটো এডিটিং এর জন্য রয়েছে ১২ টি ফটো ইফেক্ট
৪) আরো আছে Pinch zoom অপশন
৫) ভলিউম কী কনফিগার করার সুযোগ
৬) ওয়াইড স্ক্রীন পিকচার
৭) পিকচার কোয়ালিটি সেটিং (low/medium/high/ultra)
৮) ফটো স্টোরেজ কনফিগার অপশন (Internal/SD card)
৯) টাইমার অপশন
১০) Burst মোড
গ্যালারি ফিচারঃ
১) আলট্রা ফাস্ট ফটো এবং ভিডিও ভিউয়ার
২) থাম্বনেইল সাইজ কনফিগার অপশন
৩) ফিল্মস্ট্রিপ ভিউ/ গ্রিড ভিউ
৪) স্লাইড শো মোড
৫) ফোল্ডার হাইড অপশন
৮) ভিডিও ট্রিম অপশন
Requires Android:
4.0.3 and up
প্লে  স্টোর লিংকঃ 
Camera JB+
ডাউনলোড লিংকঃ
Camera JB+
যারা  নতুন নতুন সব মুভি পেতে চান তারা  Free Direct Movies Download চলে আসুন এবং আপনার পছন্দের ছবিটি ডাউনলোড করুন।
কোন ছবির জন্য অনুরোধ থাকলে এখানে জয়েন করুন  https://www.facebook.com/freemoviesdownloadblog আর আপনার পছন্দের মুভির নাম লিখুন, পেয়ে যাবেন আপনার পছন্দের মুভিটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন