কম্পিউটার শিখুন বাংলায়
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কম্পিউটার ব্যবহারকারী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের একটি শ্লোগান “ডিজিটাল বাংলাদেশ” এই শ্লোগানকে বাস্তবে রুপ দিতে হলে কম্পিউটার এর সুষ্ঠ ব্যবহারের কোন বিকল্প নেই। কম্পিউটার ব্যবহার করার আগে কম্পিউটার সম্পর্কে ভালভাবে জানা অত্যন্ত জরুরী। কম্পিউটার ভালভাবে শিখতে হলে দরকার ভালো কোচিং অথবা বই দেখে শেখা। কম্পিউটার শেখার বেশির ভাগ বই ইংরেজিতে হওয়ায় আমাদের শিখতে অসুবিধা হয়। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য কম্পিউটার শেখার ১৪টি মাতৃভাষার বই আপনাদের জন্য উপহার, আশাকরি অনেকেই বিশেষ করে নতুনরা উপকৃত হবেন । তো আসুন ঝটপট ডাউনলোড করে ফেলি বইগুলো। সবাইকে ধন্যবাদঅনেকেই মন্তব্য করে জানিয়েছেন আপনার বইগুলো ডাউনলোড করতে পারছেন না। আমি মিডিয়াফায়ার লিন্ক চেক করে দেখলাম কোন সমস্যা পেলাম না। তারপরেও আপনাদের সুবিধার জন্য একটা হট লিন্ক যোগ করে দিলাম। এই লিন্ক হতে পুরো প্যাকেজটি ডাউনলোড করে নিতে পারবেন।
ডাউনলোড লিন্ক
এক্সেস ২০০৩
অটোকাড ২০০৮
ফান্ডামেন্টাল অফ কম্পিউটার
এক্সেল
এইচ টি এম এল
ইলাস্ট্রেটর
ইন্টারনেট এন্ড ইমেল
ম্যাক্রোমিডিয়া ফ্লাশ
পাউয়ার পয়েন্ট
মাইক্রোসফট ওয়ার্ড
এডোব ফটোশপ
পি এইচ পি
জুমলা
কোয়ার্ক এক্সপ্রেস
এই পোষ্ট টি আগে এই ব্লগ সাইটে প্রকাশ হয়েছে।
নতুন ও পুরাতন সকল ব্লগার ভাই-বোনদের আমার(www.eratunes.com)ব্লগে পোষ্ট করার আমন্ত্রন জানাচ্ছি।
ফেইসবুক পেইজ-www.facebook.com/sajeeb.hossain.142@facebook.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন