বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

এবার আপনিই তৈরি করুন পোর্টেবল সফটওয়্যার

এবার আপনিই তৈরি করুন পোর্টেবল সফটওয়্যার



বিসমিল্লাহির রাহমানির রাহিম


আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টুইট শুরু করতেছি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকবেন ও আপনার পাশের লোকটিতেও ভাল রাখবেন। আজ আপনাদের সাথে একটি মজার সফটওয়্যার শেয়ার করব।
সফটওয়্যারটির নাম Cameyo. এটি দিয়ে যে কোন সফটওয়্যারে পোর্টেবল ভার্সন তৈরি করতে পারবেন। আমি আপনাদের সাথে যেসব টুইট শেয়ার করছি, এর মধ্য আপনারা অনেগুলো পোর্টেবল সফটওয়্যারও পেয়েছেন। পোর্টেবল সফটওয়্যার কি? তা দিয়ে কি কাজ? এ সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। তারপরও কিছু বলি।
undefined
পোর্টেবল সফটওয়্যার হল ইন্সটলেশন ছাড়াই ব্যবহার করা যায় এমন সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো আপনি আপনার পেনড্রাইভে করে ব্যবহার করতে পারবেন। আপনি এই সফটওয়্যারগুলো পেনড্রাইভে করে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন ও ইন্সটল ছাড়াই ব্যবহার করতে পারবেন। আজ তেমনি একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব। নিচে ডাউনলোড লিংক দেয়া আছে।
কাজ কি ভাবে করবেন, তার উপর একটু হালকা ধারণা দেই। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি চালু করুন। তবে এক্ষেত্রে Caputre Software Installation নির্বাচন করুন। এবার আপনি যে সফটওয়্যারটির পোর্টেবল ভার্সন তৈরি করবেন, তা এই সফটওয়্যারের সাহায্যে ইন্সটল করুন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার পচন্দের সফটওয়্যারটির পোর্টেবল ভার্সন। এবার পোর্টেবল সফটওয়্যারটি ব্যবহার করে মজা নেন।
ডাউনলোড লিংক
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ…..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন