Auto Typer (অটো টাইপার) : চোট্ট একটা সফট কিন্তু কাজের!
সবাইকে সালাম ও ভালোবাসা জানাই। আশা করি ভালো আছেন। যাই হোক কথা না বাড়িয়ে আজকের টুইটে আসি।আজ আমরা কথা বলবো চোট্ট একটা সফটওয়্যার নিয়ে। প্রথমেই বলে রাখি যারা ইংরেজী সাইটে ( www.techtweets.com.bd/en ) ব্লগিং করতে চান এই টুইট তাদের জন্য। বাংলার জন্য কেন নয়? এই বিষটা নিয়ে আমি নিজেও শিয়র না। আমরা সাধারণত ইউনিকোডে লিখি। এই সফটটা মনে হয় সেটা ধরতে পারে না!!!!
।
আমরা যারা কম বেশি ব্লগিং করি তারা ব্লগের শুরুতে কয়েকটি লাইন রাখি ইউনিক। যেটা অনেক সময় আমাদের আইডেন্টিটি প্রকাশ করে। যেমন আমি শুরুতে লিখি, “সবাইকে সালাম ও ভালোবাসা জানাই। আশা করি ভালো আছেন।” শেষে লিখি, “ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন” এই টাইপের কিছু। ঠিক ইংরেজীতে তেমনি ট্রেড মার্ক কিছু কথা লিখি। তো এই কথাগুলু যদি প্রতিবার ব্লগ শুরু করার সময় একটা কীবোর্ড বাটন চেপে চলে আসে তাহলে কেমন হয়?
মনে তো হয় ভালোই হয়!
সফটওয়্যারটা এখান থেকে নামিয়ে নিন।
(সাইজ : 4.34 MB)
ইনিষ্টল করুন।
খুব কম ব্যবহারিত হয় কী বোর্ডের এমন কী-তে আপনার লেখাগুলু সেভ করুন। তারপর কাজে লাগান!
ছবিগুলুতে একবার চোখ বুলাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন