বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

আপনার কম্পিউটারে ইন্সটল করা সফটওয়্যারটি লেটেস্ট ভার্সন কিনা তা Check করে নিন।

আপনার কম্পিউটারে ইন্সটল করা সফটওয়্যারটি লেটেস্ট ভার্সন কিনা তা Check করে নিন

Software Site হিসেবে http://www.filehippo.com এর জনপ্রিয়তা সবারই জানা আছে। প্রায় সব ধরনের সফটওয়্যারই এখান থেকে ডাউনলোড করা যায়। আজকে আমি আপনাদের দেখাবো File Hippo Update Checker. এর মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারে ইন্সটল থাকা সফটওয়্যারগুলো লেটেস্ট ভার্সন কিনা চেক করে নিতে পারবেন। আমি জানি এই সফটওয়্যারটির কথা অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের নিয়েই তো আমার পোস্ট। তাই কথা না বাড়িয়ে কাজ শুরু করছি।
প্রথমে সফটটি ডাউনলোড করে নিন এখান থেকেঃhttp://uppit.com/h6yexa1wgu9y/FHSetup.exe
স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন।
ইন্সটল করার পরে দেখুন এটি আপনার System Tray Icon-এ শো করছে। তারপর এতে ডাবল ক্লিক করুন।
Untitled-52


অথবা Scan For Updates-এ ক্লিক করুন।
Untitled-92


কিছুক্ষণ পর দেখবেন এই নোটিফিকেশানটি এসেছে। এতে দেখাবে কতটি সফটওয়ারের আপডেট বাকি রয়েছে আপনার। দেখুন আমার কম্পিউটারে ৫টি আপডেট এবং ৫টি বেটা আপডেট বাকি আছে। নোটিফিকেশানটিতে ক্লিক করুন।
Untitled-6


ক্লিক করার পর আপনার ব্রাউজারে http://www.filehippo.com এরকম একটি পেজ আসবে। তারপর আপনি আপনার মত আপডেট করে নিন লেটেস্ট ভার্সন। দেখুন আমার কম্পিউটারে ৫টি আপডেট এবং ৫টি বেটা আপডেট Detect হয়েছে।
Untitled-7

ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ পোস্টটি দেখার জন্য। সবাই ভাল থাকুন।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/mahadi.alhassan.56

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন